রানাঘাট , 15 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি ও দোকান । তার জেরে পুজোর আগে কাজ বন্ধ হয়ে গেছে বউবাজার সোনাপট্টি এলাকার অনেক কারিগরের । যাঁদের অনেকের বাড়ি রানাঘাটে ।
31 অগাস্ট মেট্রোর টানেল খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকেই একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকানও । জরুরি ভিত্তিতে খালি করা হয় একাধিক বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । মেট্রো কর্তৃপক্ষের তরফে বাড়ির মালিক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় । ইতিমধ্যেই কয়েকটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে । কিন্তু, দোকানগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুজোর আগে কাজ হারিয়েছেন রানাঘাটের একাধিক কারিগর ।
রানাঘাট-1 ব্লকের আইশতলা, বসাক পাড়া, কালিনারায়ণপুর ও পাহাড়পুর সহ প্রায় আটটি গ্রামের শতাধিক সোনা-রুপোর কারিগর কাজ করতেন বউবাজারের সোনাপট্টিতে । দোকান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা । পেটের টানে বাধ্য হয়ে তাঁদের কেউ দিনমজুর, কেউ আবার টোটো চালাতে শুরু করেছেন । এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা৷
সৌরভ সরকার নামের এক কারিগর বলেন, "বউবাজারে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ মেট্রোর কাজের জন্য বাড়িঘর ফেটে গেছে ৷ আমরা কাজ করতে পারছি না ৷ আতঙ্কে আছি ৷ সামনে পুজো অথচ কাজ নেই ৷ সরকারি সাহায্য পাইনি ৷ আমরা চাই তাড়াতাড়ি মেট্রোর কাজ শেষ হোক যাতে ফের দোকান খোলে এবং আমরা কাজে যোগ দিতে পারি ৷ "