ETV Bharat / state

মেট্রোর কাজের জেরে ক্ষতির মুখে রানাঘাটের কারিগররা - নদিয়া

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি ও দোকান । তার জেরে পুজোর আগে কাজ বন্ধ হয়ে গেছে বউবাজার সোনাপট্টি এলাকার অনেক কারিগরের । যাঁদের অনেকের বাড়ি রানাঘাটে ।

কর্মহীন শ্রমিক
author img

By

Published : Sep 15, 2019, 2:31 PM IST

Updated : Sep 15, 2019, 2:40 PM IST

রানাঘাট , 15 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি ও দোকান । তার জেরে পুজোর আগে কাজ বন্ধ হয়ে গেছে বউবাজার সোনাপট্টি এলাকার অনেক কারিগরের । যাঁদের অনেকের বাড়ি রানাঘাটে ।

31 অগাস্ট মেট্রোর টানেল খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকেই একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকানও । জরুরি ভিত্তিতে খালি করা হয় একাধিক বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । মেট্রো কর্তৃপক্ষের তরফে বাড়ির মালিক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় । ইতিমধ্যেই কয়েকটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে । কিন্তু, দোকানগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুজোর আগে কাজ হারিয়েছেন রানাঘাটের একাধিক কারিগর ।

রানাঘাট-1 ব্লকের আইশতলা, বসাক পাড়া, কালিনারায়ণপুর ও পাহাড়পুর সহ প্রায় আটটি গ্রামের শতাধিক সোনা-রুপোর কারিগর কাজ করতেন বউবাজারের সোনাপট্টিতে । দোকান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা । পেটের টানে বাধ্য হয়ে তাঁদের কেউ দিনমজুর, কেউ আবার টোটো চালাতে শুরু করেছেন । এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা৷

দেখুন ভিডিয়ো

সৌরভ সরকার নামের এক কারিগর বলেন, "বউবাজারে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ মেট্রোর কাজের জন্য বাড়িঘর ফেটে গেছে ৷ আমরা কাজ করতে পারছি না ৷ আতঙ্কে আছি ৷ সামনে পুজো অথচ কাজ নেই ৷ সরকারি সাহায্য পাইনি ৷ আমরা চাই তাড়াতাড়ি মেট্রোর কাজ শেষ হোক যাতে ফের দোকান খোলে এবং আমরা কাজে যোগ দিতে পারি ৷ "

রানাঘাট , 15 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি ও দোকান । তার জেরে পুজোর আগে কাজ বন্ধ হয়ে গেছে বউবাজার সোনাপট্টি এলাকার অনেক কারিগরের । যাঁদের অনেকের বাড়ি রানাঘাটে ।

31 অগাস্ট মেট্রোর টানেল খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকেই একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকানও । জরুরি ভিত্তিতে খালি করা হয় একাধিক বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । মেট্রো কর্তৃপক্ষের তরফে বাড়ির মালিক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় । ইতিমধ্যেই কয়েকটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে । কিন্তু, দোকানগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুজোর আগে কাজ হারিয়েছেন রানাঘাটের একাধিক কারিগর ।

রানাঘাট-1 ব্লকের আইশতলা, বসাক পাড়া, কালিনারায়ণপুর ও পাহাড়পুর সহ প্রায় আটটি গ্রামের শতাধিক সোনা-রুপোর কারিগর কাজ করতেন বউবাজারের সোনাপট্টিতে । দোকান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা । পেটের টানে বাধ্য হয়ে তাঁদের কেউ দিনমজুর, কেউ আবার টোটো চালাতে শুরু করেছেন । এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা৷

দেখুন ভিডিয়ো

সৌরভ সরকার নামের এক কারিগর বলেন, "বউবাজারে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ মেট্রোর কাজের জন্য বাড়িঘর ফেটে গেছে ৷ আমরা কাজ করতে পারছি না ৷ আতঙ্কে আছি ৷ সামনে পুজো অথচ কাজ নেই ৷ সরকারি সাহায্য পাইনি ৷ আমরা চাই তাড়াতাড়ি মেট্রোর কাজ শেষ হোক যাতে ফের দোকান খোলে এবং আমরা কাজে যোগ দিতে পারি ৷ "

Intro:ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কারনে কলকাতা বৌ বাজার এলাকায় বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার প্রত্যক্ষ প্রভাব এসে পড়লো নদিয়ায়। উল্লেখ্য,মেট্রো প্রকল্পে ক্ষতিগ্রস্থ বউবাজার এলাকার স্যাকরাপাড়া লেন, গৌর দে লেন,পেয়াদাপাড়া লেনের সোনা পট্টি এলাকা।আর তার জেরেই পুজোর মুখে কাজ হারালেন ওই সোনা পট্টিতে কর্মরত নদীয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের শতাধিক সোনা রুপার কারিগর।
গত কয়েকদিন পাতাল রেলের ট্যানেল করতে গিয়ে মাটি ধসের জন্য ক্ষতিগ্রস্ত হয় বউ বাজার এলাকার একাধিক বাড়ী।প্রশাসনের তরফে সেই বাড়ী গুলি ব্যবহার অযোগ্য ও বিপদজনক ঘোষণা করা হয়। অভিযোগ,ওই অঞ্চলের বেশিরভাগ বাড়ির নীচের তলায় দীর্ঘদিন চলে আসছে সোনা রুপার গহনা তৈরির ব্যবসা।এই ঘটনায় স্বাভাবিক ভাবেই সেই সব গহনা তৈরির কারখানা গুলি বন্ধ হয়ে যায়।আর তার জেরেই পুজোর মুখে কাজ হারিয়ে মাথায় হাত সোনার কারিগরদের।রানাঘাট 1 নম্বর ব্লকের, আইশতলা,বসাক পাড়া, কালিনারায়নপুর ও পাহাড়পুর সহ প্রায় সাত আটটি গ্রামের শতাধিক সোনার কারিগর কাজ করে ওই বউবাজার এলাকায়।এমনিতেই সরকারি নীতির কারণে সোনার দাম আকাশ ছোঁয়া।যার ফলে বেশ কিছুদিন ধরে বেশ বিপাকে এই ব্যবসা।তারওপর পুজোর আগে অকস্মাৎ কাজ হারিয়ে অথৈ জলে রানাঘাটের সোনার কারিগররা। সংসার চালাতে বাধ্য হয়ে কেউ কেউ জনমজুর বা টোটো চালানো শুরু করেছেন।এই সোনা রুপার কারিগরদের এখন একটাই প্রার্থনা এই বিপদে সরকার যদি তাঁদের পাশে এসে দাঁড়ায়।Body:RANAGHAT GOLDEN LABOURConclusion:null
Last Updated : Sep 15, 2019, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.