ETV Bharat / state

"এমন মারব অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে", BJP নেতার স্ত্রীকে হুমকি SDPO-র ! - Police

রাত দেড়টা নাগাদ BJP যুব মোর্চার নেতার বাড়িতে যান রানাঘাটের SDPO । ওই নেতাকে মেরে অন্ধ করে দেওয়ায়র হুমকি দেন তিনি ।

ভিডিয়ো থেকে সংগৃহীত
author img

By

Published : Jul 12, 2019, 8:42 PM IST

Updated : Jul 13, 2019, 12:09 AM IST

রানাঘাট, 12 জুলাই : ফের বিতর্কের মুখে রানাঘাটের SDPO লাল্টু হালদার । এক BJP যুব মোর্চার নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সামনে গালিগালাজ করেন । সেই নেতাকে মেরে অন্ধ করে দেওয়ার হুমকি দেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন SDPO । তাঁর বক্তব্য, তিনি এরকম ভাষা ব্যবহার করেননি ।

5 জুলাই ABVP-র ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানাঘাট কলেজে । পুলিশ-ABVP সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী জখম হন । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে BJP যুব মোর্চার নেতা পলাশ বলের বিরুদ্ধে । এরপর বুধবার রাত দেড়টা নাগাদ রানাঘাটের SDPO-র নেতৃত্বে পলাশের বাড়িতে যায় চাকদা থানার পুলিশ । সেইসময় বাড়িতে ছিলেন পলাশের স্ত্রী মৌমিতা ও তাঁদের দুই ছেলে । পলাশকে না পেয়ে মৌমিতাকে উদ্দেশ করে SDPO বলেন, "বাচ্চারা আছে । দেখছে । বাবা এমন কাজ করে এসেছে ! " তা শুনে মৌমিতা কিছু কথা বলেন । এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন SDPO । বলেন, "কী করে এসেছে ? এমনি এসেছি ? সারাজীবন ওকে বোঝাব । যা মার মারব ওকে । কী করেছে ? নিজের সোনার চাঁদ স্বামীকে জিজ্ঞাসা করবে কী করেছে ।" এরপরই মৌমিতার সামনে পলাশের নামে গালিগালাজ করেন SDPO । বলেন, "রোজ এখানে আসব । সেই ব্যবস্থা করব 6 মাস পরে এমনিই যাতে অন্ধ হয়ে যায় । পায়ের তলায় মেরে মেরে গ্যাং রিং করব । যেরকম পুলিশের রক্ত ঝরিয়েছে, মেরে মেরে গ্যাং রিং করাব । ছেড়ে দেব । 6 মাসে এমনিই অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে । ভালো করে বোঝাব । দেখে নে, এটাই তোর সোনার চাঁদ বর কি না । পুলিশের সঙ্গে মারমারির শখ । আমি ওকে ভালো করেই বুঝিয়ে দেব ।"

দেখুন ভিডিয়ো

মৌমিতার বক্তব্য, এরপর থেকেই আতঙ্কে কাটছে তাঁদের । দুই ছেলেও ত্রস্ত হয়ে রয়েছে । তিনি বলেন, "ঘরে ঢুকে দুই ছেলের সামনে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করেন । আমি মনে করি, তাঁর গায়ে যে পোশাক রয়েছে, সেটির অবমাননা করেছেন SDPO । এটা একজন পুলিশের থেকে আশা করি না । কারণ, আমরা তাঁদের যতটা শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গাটা উনি রাখেননি । এই ভয়ে আমার দুই ছেলের জ্বর । বলছে, মা তোমাকে কিছু করবে না তো ! তোমাকে তুলে নিয়ে যাবে না তো ? আমি বাড়িতে ভয়ে থাকতে পারছি না । নিয়ে যেতেই পারে তো ।" তাঁর দাবি, BJP করায় পলাশকে ফাঁসাচ্ছে পুলিশ ।

যদিও গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করেছেন SDPO । তাঁর বক্তব্য, "আমরা রেইড করতে গেছিলাম এটা ঠিক । কিন্তু, যে ভয়েস শোনা যাচ্ছে সেটা আমার নয় । CCTV (ভিডিয়ো)-তে দেখলাম না, একটা অসৌজন্যমূলক আচরণ, ভাঙচুর রয়েছে (হয়েছে) । সেখানে এমন কিছু করা হয়নি । যে গালিগালাজ রয়েছে তা আমার নয় । অনেক কিছু বিকৃত করতে পারে । অনেক কিছু বিকৃত হয় । কিন্তু, ওটা আমার শব্দ নয় । বডি ল্যাঙ্গুয়েজও মেলাতে পারছি না ।" তাহলে কি ভিডিয়োটি এডিট করা ? জবাবে SDPO বলেন, "হতে পারে । দায়িত্ব নিয়ে বলতে পারছি না ।"

বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলন ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নদিয়া দক্ষিণের BJP জেলা সভাপতি মানবেন্দ্রনাথ রায় । তিনি বলেন, "একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার যে ভাষায় কথা বলছেন, যেভাবে ব্যবহার করছেন, তা একটা ভদ্রসমাজে অনভিপ্রেত । আমি এই ঘটনার নিন্দা করছি । দলের তরফে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি, SDPO-র বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তোলেন । বলেন, "এলাকায় BJP বিপুল ভোটে জিতেছে । তৃণমূল নিজের হারানো জমি ফিরে পেতে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করছে । এই SDPO পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছেন । "

DISCLAIMER : ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । কারোর হয়ে জনমত প্রকাশ করা আমাদের কাজ নয় । আমরা শুধু খবর প্রকাশ করি ।

রানাঘাট, 12 জুলাই : ফের বিতর্কের মুখে রানাঘাটের SDPO লাল্টু হালদার । এক BJP যুব মোর্চার নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সামনে গালিগালাজ করেন । সেই নেতাকে মেরে অন্ধ করে দেওয়ার হুমকি দেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন SDPO । তাঁর বক্তব্য, তিনি এরকম ভাষা ব্যবহার করেননি ।

5 জুলাই ABVP-র ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানাঘাট কলেজে । পুলিশ-ABVP সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী জখম হন । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে BJP যুব মোর্চার নেতা পলাশ বলের বিরুদ্ধে । এরপর বুধবার রাত দেড়টা নাগাদ রানাঘাটের SDPO-র নেতৃত্বে পলাশের বাড়িতে যায় চাকদা থানার পুলিশ । সেইসময় বাড়িতে ছিলেন পলাশের স্ত্রী মৌমিতা ও তাঁদের দুই ছেলে । পলাশকে না পেয়ে মৌমিতাকে উদ্দেশ করে SDPO বলেন, "বাচ্চারা আছে । দেখছে । বাবা এমন কাজ করে এসেছে ! " তা শুনে মৌমিতা কিছু কথা বলেন । এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন SDPO । বলেন, "কী করে এসেছে ? এমনি এসেছি ? সারাজীবন ওকে বোঝাব । যা মার মারব ওকে । কী করেছে ? নিজের সোনার চাঁদ স্বামীকে জিজ্ঞাসা করবে কী করেছে ।" এরপরই মৌমিতার সামনে পলাশের নামে গালিগালাজ করেন SDPO । বলেন, "রোজ এখানে আসব । সেই ব্যবস্থা করব 6 মাস পরে এমনিই যাতে অন্ধ হয়ে যায় । পায়ের তলায় মেরে মেরে গ্যাং রিং করব । যেরকম পুলিশের রক্ত ঝরিয়েছে, মেরে মেরে গ্যাং রিং করাব । ছেড়ে দেব । 6 মাসে এমনিই অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে । ভালো করে বোঝাব । দেখে নে, এটাই তোর সোনার চাঁদ বর কি না । পুলিশের সঙ্গে মারমারির শখ । আমি ওকে ভালো করেই বুঝিয়ে দেব ।"

দেখুন ভিডিয়ো

মৌমিতার বক্তব্য, এরপর থেকেই আতঙ্কে কাটছে তাঁদের । দুই ছেলেও ত্রস্ত হয়ে রয়েছে । তিনি বলেন, "ঘরে ঢুকে দুই ছেলের সামনে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করেন । আমি মনে করি, তাঁর গায়ে যে পোশাক রয়েছে, সেটির অবমাননা করেছেন SDPO । এটা একজন পুলিশের থেকে আশা করি না । কারণ, আমরা তাঁদের যতটা শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গাটা উনি রাখেননি । এই ভয়ে আমার দুই ছেলের জ্বর । বলছে, মা তোমাকে কিছু করবে না তো ! তোমাকে তুলে নিয়ে যাবে না তো ? আমি বাড়িতে ভয়ে থাকতে পারছি না । নিয়ে যেতেই পারে তো ।" তাঁর দাবি, BJP করায় পলাশকে ফাঁসাচ্ছে পুলিশ ।

যদিও গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করেছেন SDPO । তাঁর বক্তব্য, "আমরা রেইড করতে গেছিলাম এটা ঠিক । কিন্তু, যে ভয়েস শোনা যাচ্ছে সেটা আমার নয় । CCTV (ভিডিয়ো)-তে দেখলাম না, একটা অসৌজন্যমূলক আচরণ, ভাঙচুর রয়েছে (হয়েছে) । সেখানে এমন কিছু করা হয়নি । যে গালিগালাজ রয়েছে তা আমার নয় । অনেক কিছু বিকৃত করতে পারে । অনেক কিছু বিকৃত হয় । কিন্তু, ওটা আমার শব্দ নয় । বডি ল্যাঙ্গুয়েজও মেলাতে পারছি না ।" তাহলে কি ভিডিয়োটি এডিট করা ? জবাবে SDPO বলেন, "হতে পারে । দায়িত্ব নিয়ে বলতে পারছি না ।"

বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলন ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নদিয়া দক্ষিণের BJP জেলা সভাপতি মানবেন্দ্রনাথ রায় । তিনি বলেন, "একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার যে ভাষায় কথা বলছেন, যেভাবে ব্যবহার করছেন, তা একটা ভদ্রসমাজে অনভিপ্রেত । আমি এই ঘটনার নিন্দা করছি । দলের তরফে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি, SDPO-র বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তোলেন । বলেন, "এলাকায় BJP বিপুল ভোটে জিতেছে । তৃণমূল নিজের হারানো জমি ফিরে পেতে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করছে । এই SDPO পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছেন । "

DISCLAIMER : ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । কারোর হয়ে জনমত প্রকাশ করা আমাদের কাজ নয় । আমরা শুধু খবর প্রকাশ করি ।

Intro:রানাঘাট দক্ষিণের বিজেপি সভাপতিকে অপমান ও হেনস্থা করার অভিযোগের পর,আবার বিতর্কের মুখে রানাঘাটের SDPO লাল্টু হালদার।এবার এক বিজেপি যুব মোর্চার নেতার বাড়ীতে গিয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ও ওই বিজেপি কর্মীকে মারধর করে চিরতরে অন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো রানাঘাটের SDPO লাল্টু হালদারের বিরুদ্ধে।শুক্রবার SDPO এর সেই হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর,গত 5 তারিখ রানাঘাট কলেজে ABVP এর ডেপুটেশন দেওয়া কে কেন্দ্র করে রণক্ষেত্র এর চেহারা নেয় রানাঘাট কলেজ।অভিযোগ,পুলিশ ABVP সংঘর্ষে আহত হয় কয়েকজন পুলিশ কর্মী।অভিযোগ,সেই ঘটনায় জড়িত আছে এই সন্দেহে পুলিশ বিজেপি এর যুব মোর্চার নেতা চাকদহ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ বলের বাড়ীতে তল্লাশিতে যায়।অভিযোগ,চাকদহ থানার পুলিশ কে নিয়ে সেই তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন রানাঘাটের SDPO লাল্টু হালদার।অভিযোগ,রাত আনুমানিক প্রায় 1.30 মিনিট নাগাদ কোনো মহিলা পুলিশ কর্মী ছাড়াই পলাশ বলের বাড়ীতে ঢোকে পুলিশ।অভিযোগ,সেখানে পলাশ বল কে না পেয়ে পলাশ বলের স্ত্রী মৌমিতা বল কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন SDPO লাল্টু হালদার।অভিযোগ,শুধু গালিগালাজই নয়,পলাশ বল কে গ্রেফতার করে লকাপে তাকে মারধর করে অন্ধ করে বাড়ীতে বসিয়ে যাওয়ারও হুমকি দেন তিনি।আর এই ঘটনার পর থেকে দুই সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পলাশ বল এর পরিবার। পলাশ বলের স্ত্রী বলেন, আতঙ্ক এতটাই গ্রাস করেছে তাদের যে,রাত তো দূর দিনের বেলাতেও বাড়ীতে থাকতে ভয় পাচ্ছেন পরিবার।পলাশ বলের স্ত্রীর আরোও অভিযোগ,পুলিশ একটা ঘটনাকে সামনে রেখে ইচ্ছাকৃত ভাবে বিজেপি করার জন্য তার স্বামীকে ফাঁসাতে চাইছে।যদিও তার বিরুদ্ধে ওঠা গালিগালাজ ও অন্ধ করে ফেলে রাখার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন SDPO লাল্টু হালদার।তার দাবী, রেড করতে তিনি গিয়েছিলেন ঠিকই,কিন্তু হুমকি দেওয়ার যে শব্দ ভিডিও তে শোনা যাচ্ছে,সেই গলা তার নয়।উল্টে লাল্টু বাবুর অভিযোগ,আসল ভিডিও এর সাথে পরে কিছু করে এই কথা বলা হয়েছে এবং ছবিটি বিকৃত ছবি। যদিও এই ঘটনা নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামার ও আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিজেপি সভাপতি মানবেন্দ্রনাথ রায় বলেন, রানাঘাট এসডিপিও পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশ কোন ঘটনার আইনত ব্যবস্থা নিতেই পারেন। কিন্তু একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার যে ভাষায় কথা বলছেন যে ভাবে ব্যবহার করছেন এটা ভদ্র সমাজে মেনে নেওয়া যায় না। এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।Body:RANAGHAT SDPO Conclusion:
Last Updated : Jul 13, 2019, 12:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.