ETV Bharat / state

শান্তিপুরে স্থানীয়দের উদ্যোগে পরিযায়ীদের জন্য কোয়ারানটিন সেন্টার - Corona

এলাকায় কোয়ারানটিন সেন্টার হওয়ায় বিক্ষোভ হয়েছে রাজ্যের বহু জায়গায়৷ শান্তিপুরে দেখা গেল উল্টো চিত্র৷ এখানে সংক্রমণ এড়াতে পরিযায়ী শ্রমিকদের জন্য স্থানীয় স্কুলে কোয়ারানটিন সেন্টার গড়লেন এলাকাবাসী৷

Quarantine center for migrant workers
শান্তিপুর
author img

By

Published : May 31, 2020, 11:09 PM IST

শান্তিপুর, 31 মে: পরিযায়ী শ্রমিকদের নিয়ে আতঙ্কিত রাজ্যবাসী৷ অনেক ক্ষেত্রেই এলাকার কোয়ারানটিন সেন্টারে তাঁদের রাখা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা৷ এর ঠিক উলটো ছবি ধরা পড়ল নদিয়ার শান্তিপুরে। সেখানে স্থানীয় মানুষের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের জন্য এলাকার একটি প্রাথমিক বিদ্য়ালয়ে তৈরি হল কোয়ারানটিন সেন্টার। এমনকী প্রয়োজনে তাঁদের খাবার ও পানীয় জল সরবরাহ করবেন বলে জানালেন স্থানীয়রা।

সাম্প্রতিককালে ভিনরাজ্য থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক ফিরছেন রাজ্যে৷ স্বভাবতই এর ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে৷ অধিকাংশ জেলায় পরিযায়ী শ্রমিকরা প্রবেশ করার পরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সবচেয়ে বড় কথা, ইদানিংকালে যত জনের সোয়াবের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক। রাজ্য়ে ফেরার পর এদের বিভিন্ন এলাকার সরকারি স্কুলগুলির কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন৷ এবার তার উলটো চিত্র ধরা পড়ল নদিয়া জেলার শান্তিপুর পৌরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায়। এখানে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় গাইনপাড়া প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে কোয়ারানটিন সেন্টার। যেখানে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা হয়েছে৷ এই স্কুলে পার্শ্ববর্তী এলাকার পরিযায়ী শ্রমিকদের রাখা হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কোয়ারানটিনের আবাসিকদের প্রয়োজন মতো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করছেন স্থানীয়রা৷

এলাকাবাসীর বক্তব্য, ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। সকলের সোয়াব পরীক্ষা হচ্ছে না৷ এর ফলেই আতঙ্কে ভুগছেন স্থানীয় মানুষ। সেই আতঙ্ককে দূর করতেই গড়া হয়েছে এই কোয়ারানটিন সেন্টার।

শান্তিপুর, 31 মে: পরিযায়ী শ্রমিকদের নিয়ে আতঙ্কিত রাজ্যবাসী৷ অনেক ক্ষেত্রেই এলাকার কোয়ারানটিন সেন্টারে তাঁদের রাখা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা৷ এর ঠিক উলটো ছবি ধরা পড়ল নদিয়ার শান্তিপুরে। সেখানে স্থানীয় মানুষের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের জন্য এলাকার একটি প্রাথমিক বিদ্য়ালয়ে তৈরি হল কোয়ারানটিন সেন্টার। এমনকী প্রয়োজনে তাঁদের খাবার ও পানীয় জল সরবরাহ করবেন বলে জানালেন স্থানীয়রা।

সাম্প্রতিককালে ভিনরাজ্য থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক ফিরছেন রাজ্যে৷ স্বভাবতই এর ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে৷ অধিকাংশ জেলায় পরিযায়ী শ্রমিকরা প্রবেশ করার পরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সবচেয়ে বড় কথা, ইদানিংকালে যত জনের সোয়াবের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক। রাজ্য়ে ফেরার পর এদের বিভিন্ন এলাকার সরকারি স্কুলগুলির কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন৷ এবার তার উলটো চিত্র ধরা পড়ল নদিয়া জেলার শান্তিপুর পৌরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায়। এখানে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় গাইনপাড়া প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে কোয়ারানটিন সেন্টার। যেখানে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা হয়েছে৷ এই স্কুলে পার্শ্ববর্তী এলাকার পরিযায়ী শ্রমিকদের রাখা হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কোয়ারানটিনের আবাসিকদের প্রয়োজন মতো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করছেন স্থানীয়রা৷

এলাকাবাসীর বক্তব্য, ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। সকলের সোয়াব পরীক্ষা হচ্ছে না৷ এর ফলেই আতঙ্কে ভুগছেন স্থানীয় মানুষ। সেই আতঙ্ককে দূর করতেই গড়া হয়েছে এই কোয়ারানটিন সেন্টার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.