ETV Bharat / state

পুলওয়ামা হামলা : শহিদ নদিয়ার সুদীপ বিশ্বাস

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়নাদের মধ্যে রয়েছেন নদিয়ার সুদীপ বিশ্বাস।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 16, 2019, 6:37 PM IST

হাঁসপুকুরিয়া(নদিয়া), ১৫ ফেব্রুয়ারি: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। তার মধ্যে রয়েছেন হাঁসপুকুরিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে সুদীপ বিশ্বাসের পরিবার।

সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুদীপের পরিবার। তাদের বক্তব্য, প্রত্যেকবার জঙ্গি হামলায় আমাদের দেশের জওয়ানরা শহিদ হচ্ছেন। সরকারের উচিত এর বিরুদ্ধ কড়া পদক্ষেপ নেওয়া।

পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুদীপ। পরিবার সূত্রে খবর, কিছুদিন বাদই বাড়ি আসার কথা ছিল তাঁর। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, দু'দিন আগেই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। সুদীপ বলেছিল সে ছুটি পেয়েছে। সত্যিই ওর ছুটি হয়ে গেছে।

হাঁসপুকুরিয়া(নদিয়া), ১৫ ফেব্রুয়ারি: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। তার মধ্যে রয়েছেন হাঁসপুকুরিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে সুদীপ বিশ্বাসের পরিবার।

সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুদীপের পরিবার। তাদের বক্তব্য, প্রত্যেকবার জঙ্গি হামলায় আমাদের দেশের জওয়ানরা শহিদ হচ্ছেন। সরকারের উচিত এর বিরুদ্ধ কড়া পদক্ষেপ নেওয়া।

পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুদীপ। পরিবার সূত্রে খবর, কিছুদিন বাদই বাড়ি আসার কথা ছিল তাঁর। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, দু'দিন আগেই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। সুদীপ বলেছিল সে ছুটি পেয়েছে। সত্যিই ওর ছুটি হয়ে গেছে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Abuja - 16 February 2019
1. Various of security officers outside electoral commission headquarters
2. SOUNDBITE (English) Adamu Suleimanu Adamu, voter:
"Why if postponing the elections would be of good? There is no problem, maybe it's because of (a) logistical problem."
3. SOUNDBITE (English) Ibrahim Amadou, voter
"I'm not happy about this, I'm not happy about this."
Journalist (off-screen): "Why?"
"Because we want Nigeria to be better, if they do the election today, we vote (in) the right manner we have in Nigeria, we (us) citizens of Nigeria."
4. Various of polling station and people looking for their names on the voter register
5. SOUNDBITE (English) Yusuf Ibrahim, voter:
"I'm not really happy because I came all the way from my home to cast my vote this morning, and get into my polling unit. And then I got informed that the election has been cancelled, so that is the reason why I am not happy and I'm very, very angry."
6. Various of frustrated voters
STORYLINE:
Nigerians on Saturday woke up to the news that their country's electoral commission announced a delay of the presidential election a mere five hours before polls were set to open.
The commission delayed the vote until 23 February, citing unspecified "challenges" amid reports that voting materials had not been delivered to all parts of the country.
Many residents of Africa's most populous nation had relocated for the chance to vote.
More than 84 million voters in this country of some 190 million had been expected to head to the polls in what is seen as a close and heated race between 76-year-old President Muhammadu Buhari and top challenger Atiku Abubakar, a billionaire former vice president.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.