ETV Bharat / state

Panchayat Elections 2023: বন্ধ হচ্ছে না হিংসা, কৃষ্ণনগরে বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ

নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় বিজেপি কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে ৷ অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে ৷ এই হামলা থেকে রক্ষা পাননি মহিলারাও ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পথসভা করতে দেবে না বলে এমন চড়াও হয় ৷

ETV Bharat
পথ অবরোধে বিজেপি কর্মীরা
author img

By

Published : Jul 5, 2023, 1:48 PM IST

পথসভায় বাধা দিতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার অভিযোগ কৃষ্ণনগরে

কৃষ্ণনগর, 5 জুলাই: পঞ্চায়েত ভোট শুরু হতে বাকি আর 72 ঘণ্টা ৷ এখনও থামল না হিংসাত্মক ঘটনা ৷ বিজেপি কর্মীদের বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামের ৷ এমনকী মহিলাদেরও উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ মারধরের ঘটনায় আহত প্রায় 20 জন বিজেপি কর্মী ৷ 5 জন কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে ৷ তারা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ বিজেপির ৷ গতকাল সন্ধ্যায় ওই এলাকায় একটি পথসভা করার কথা ছিল বিজেপির ৷ সেই মতো বিকেলে বেশ কয়েকজন দলীয় কর্মী বিজেপির ব্যানার থেকে শুরু করে ফেস্টুন লাগাচ্ছিলেন ৷ ছিলেন মহিলা কর্মীরাও।

বিজেপির অভিযোগ, ঠিক তখনই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে ৷ বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ প্রতিবাদ করায় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয় ৷ লোহার রড, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে ৷ প্রাণভয়ে অন্যের বাড়িতে ঢুকে যান অনেকে ৷ সেই বাড়ির মধ্যে ঢুকে তাদের মারা হয় বলে অভিযোগ ৷ রেহাই পাননি বিজেপির মহিলা কর্মীরাও ৷

আরও পড়ুন: 'অনুব্রতর আয়ের ভাগ পেয়েছেন দিদি', মমতাকে আক্রমণ শুভেন্দুর

আহত বিজেপি কর্মীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রায় 15 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ পাঁচজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা ৷ দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ ৷ ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ৷ এরপরে পুলিশের সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন ৷

আরও পড়ুন: আবার তলব এড়ালেন রাজীবা, চিঠি পাঠালেন রাজ্যপাল!

আহত বিজেপি কর্মী সুনীল বাগ বলেন, "পঞ্চায়েত প্রার্থী তাপস দেবনাথের নেতৃত্বে আমরা রাস্তায় ব্যানার, পতাকা লাগাচ্ছিলাম ৷ তখন একদল দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় এসে অশ্লীল ভাষায় গালাগালি করে ৷ প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায় ৷" এলাকার বিজেপির জেলা পরিষদের প্রার্থী গুরুপদ দে বলেন, "এর আগেও আমরা যেখানে যেখানে পথসভা করেছি, সেখানেই তৃণমূল দুষ্কৃতীরা তা নষ্ট করার চেষ্টা করেছে ৷"

পথসভায় বাধা দিতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার অভিযোগ কৃষ্ণনগরে

কৃষ্ণনগর, 5 জুলাই: পঞ্চায়েত ভোট শুরু হতে বাকি আর 72 ঘণ্টা ৷ এখনও থামল না হিংসাত্মক ঘটনা ৷ বিজেপি কর্মীদের বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামের ৷ এমনকী মহিলাদেরও উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ মারধরের ঘটনায় আহত প্রায় 20 জন বিজেপি কর্মী ৷ 5 জন কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে ৷ তারা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ বিজেপির ৷ গতকাল সন্ধ্যায় ওই এলাকায় একটি পথসভা করার কথা ছিল বিজেপির ৷ সেই মতো বিকেলে বেশ কয়েকজন দলীয় কর্মী বিজেপির ব্যানার থেকে শুরু করে ফেস্টুন লাগাচ্ছিলেন ৷ ছিলেন মহিলা কর্মীরাও।

বিজেপির অভিযোগ, ঠিক তখনই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে ৷ বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ প্রতিবাদ করায় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয় ৷ লোহার রড, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে ৷ প্রাণভয়ে অন্যের বাড়িতে ঢুকে যান অনেকে ৷ সেই বাড়ির মধ্যে ঢুকে তাদের মারা হয় বলে অভিযোগ ৷ রেহাই পাননি বিজেপির মহিলা কর্মীরাও ৷

আরও পড়ুন: 'অনুব্রতর আয়ের ভাগ পেয়েছেন দিদি', মমতাকে আক্রমণ শুভেন্দুর

আহত বিজেপি কর্মীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রায় 15 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ পাঁচজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা ৷ দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ ৷ ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ৷ এরপরে পুলিশের সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন ৷

আরও পড়ুন: আবার তলব এড়ালেন রাজীবা, চিঠি পাঠালেন রাজ্যপাল!

আহত বিজেপি কর্মী সুনীল বাগ বলেন, "পঞ্চায়েত প্রার্থী তাপস দেবনাথের নেতৃত্বে আমরা রাস্তায় ব্যানার, পতাকা লাগাচ্ছিলাম ৷ তখন একদল দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় এসে অশ্লীল ভাষায় গালাগালি করে ৷ প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায় ৷" এলাকার বিজেপির জেলা পরিষদের প্রার্থী গুরুপদ দে বলেন, "এর আগেও আমরা যেখানে যেখানে পথসভা করেছি, সেখানেই তৃণমূল দুষ্কৃতীরা তা নষ্ট করার চেষ্টা করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.