ETV Bharat / state

Raju Jha Murder Case: রানাঘাটে ডাকাতিতে ধৃত রাজু ঝা খুনে মূল অভিযুক্ত! পুলিশি জেরায় সামনে এল তথ্য - অভিযুক্ত কুন্দন কুমার যাদব

Main Accused of Raju Jha Murder Case: রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত কুন্দন কুমার যাদব শক্তিগড়ে রাজু ঝা খুনের মূল অভিযুক্ত ! পুলিশের হাতে এসেছে এই তথ্য ৷ কুন্দনকে জেরা করে রাজু ঝা খুনের কিনারা সম্ভব বলে তদন্তকারীদের ধারণা ৷

Raju Jha Murder Case
Raju Jha Murder Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 6:54 PM IST

রানাঘাট, 31 অগস্ট: ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তকে জেরা করতে পুরনো খুনের মামলার মূল অভিযুক্তের হদিশ পেয়ে গেল পুলিশ ৷ গত মঙ্গলবার নদিয়ার রানাঘাটের একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ সেই ঘটনায় পাঁচজন ধৃতের মধ্যে একজন কুন্দন কুমার যাদব ৷ পুলিশি জেরায় উঠে এসেছে যে এই কুন্দনই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লামাফিয়া বলে পরিচিত রাজু ঝায়ের খুনে মূল অভিযুক্ত ৷ এই তথ্য সামনে আসতেই ফের নড়েচড়ে বসে ওই খুনের ঘটনার তদন্তকারীরা৷ সূত্রের খবর, তাঁরা রানাঘাটে এসে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন কুন্দনকে ৷

রানাঘাটে সোনার দোকানে ওই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম - মণিকান্ত কুমার যাদব, ছোট কুমার পাশওয়ান, নন্দন কুমার যাদব, রাজকুমার পাশওয়ান ও রিককি পাসওয়ান ৷ এদের মধ্যে মনিকান্ত কুমার যাদব ও ছোট কুমার পাশওয়ানের পায়ে গুলি লাগে । আদালতের নির্দেশে পাঁচজনই এখন পুলিশের হেফাজতে ৷

পুলিশ সূত্রে খবর, কীভাবে সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করা হল, এর পিছনে কারা রয়েছে, এই তথ্যগুলিই প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছিল ৷ কিন্তু সেই জেরার মধ্যেই উঠে আসে রাজু ঝায়ের খুনের প্রসঙ্গ ৷ জানা যায় যে এই কুন্দনই রাজু ঝা খুনে মূল অভিযুক্ত ৷

আরও পড়ুন: কল্যাণীতে বাড়িভাড়া নিয়ে পরিকল্পনা! রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, গত 1 এপ্রিল খুন হন রাজু ঝা ৷ তিনি আদতে দুর্গাপুরের বাসিন্দা ৷ ব্যবসায়ী হিসেবে পরিচতি থাকলেও রাজু ঝাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল কয়লামাফিয়া হিসেবেই বেশি চিনত ৷ সেই রাতে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে একটি তাঁর গাড়ি দাঁড়ায় ৷ মুহূর্তের মধ্যে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা ৷ এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় সর্বত্র ৷

তদন্ত শুরু হয় ৷ গ্রেফতারি হয় ওই মামলায় ৷ কিন্তু বৃহস্পতিবার জানা গেল মূল অভিযুক্ত কুন্দন কুমার যাদব ৷ যদিও রাজু ঝা খুনের তদন্তকারীরা আগেই কুন্দনের নাম পেয়েছিলেন ৷ তাঁরা জানতে পেরেছিলেন কুন্দন আদতে সুপারি কিলার ৷ পশ্চিমবঙ্গ-সহ বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও একাধিক রাজ্যে সুপারি নিয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িত ৷ রাজু ঝাকে খুনের পর সে পালিয়ে যায় ৷

রানাঘাটের ঘটনার পর সে পালাতে পারেনি ৷ পুলিশের জালে ধরা পড়েছে ৷ সূত্রের খবর, এবার তাকে হেফাজতে নিতে চান রাজু ঝা খুনের তদন্তকারীরা ৷ তাঁরা জানতে চান, কুন্দন কার থেকে সুপারি নিয়েছিলেন রাজু ঝা খুনের ! তাহলে ওই ব্যবসায়ীর খুনের কিনারা করা তদন্তকারীদের পক্ষে আরও অনেক সহজ হবে ৷

আরও পড়ুন: রাজু ঝা'র হত্যাকারীরা এসেছিল ঝাড়খণ্ড থেকেই, অনুমান পুলিশের

রানাঘাট, 31 অগস্ট: ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তকে জেরা করতে পুরনো খুনের মামলার মূল অভিযুক্তের হদিশ পেয়ে গেল পুলিশ ৷ গত মঙ্গলবার নদিয়ার রানাঘাটের একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ সেই ঘটনায় পাঁচজন ধৃতের মধ্যে একজন কুন্দন কুমার যাদব ৷ পুলিশি জেরায় উঠে এসেছে যে এই কুন্দনই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লামাফিয়া বলে পরিচিত রাজু ঝায়ের খুনে মূল অভিযুক্ত ৷ এই তথ্য সামনে আসতেই ফের নড়েচড়ে বসে ওই খুনের ঘটনার তদন্তকারীরা৷ সূত্রের খবর, তাঁরা রানাঘাটে এসে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন কুন্দনকে ৷

রানাঘাটে সোনার দোকানে ওই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম - মণিকান্ত কুমার যাদব, ছোট কুমার পাশওয়ান, নন্দন কুমার যাদব, রাজকুমার পাশওয়ান ও রিককি পাসওয়ান ৷ এদের মধ্যে মনিকান্ত কুমার যাদব ও ছোট কুমার পাশওয়ানের পায়ে গুলি লাগে । আদালতের নির্দেশে পাঁচজনই এখন পুলিশের হেফাজতে ৷

পুলিশ সূত্রে খবর, কীভাবে সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করা হল, এর পিছনে কারা রয়েছে, এই তথ্যগুলিই প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছিল ৷ কিন্তু সেই জেরার মধ্যেই উঠে আসে রাজু ঝায়ের খুনের প্রসঙ্গ ৷ জানা যায় যে এই কুন্দনই রাজু ঝা খুনে মূল অভিযুক্ত ৷

আরও পড়ুন: কল্যাণীতে বাড়িভাড়া নিয়ে পরিকল্পনা! রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, গত 1 এপ্রিল খুন হন রাজু ঝা ৷ তিনি আদতে দুর্গাপুরের বাসিন্দা ৷ ব্যবসায়ী হিসেবে পরিচতি থাকলেও রাজু ঝাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল কয়লামাফিয়া হিসেবেই বেশি চিনত ৷ সেই রাতে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে একটি তাঁর গাড়ি দাঁড়ায় ৷ মুহূর্তের মধ্যে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা ৷ এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় সর্বত্র ৷

তদন্ত শুরু হয় ৷ গ্রেফতারি হয় ওই মামলায় ৷ কিন্তু বৃহস্পতিবার জানা গেল মূল অভিযুক্ত কুন্দন কুমার যাদব ৷ যদিও রাজু ঝা খুনের তদন্তকারীরা আগেই কুন্দনের নাম পেয়েছিলেন ৷ তাঁরা জানতে পেরেছিলেন কুন্দন আদতে সুপারি কিলার ৷ পশ্চিমবঙ্গ-সহ বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও একাধিক রাজ্যে সুপারি নিয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িত ৷ রাজু ঝাকে খুনের পর সে পালিয়ে যায় ৷

রানাঘাটের ঘটনার পর সে পালাতে পারেনি ৷ পুলিশের জালে ধরা পড়েছে ৷ সূত্রের খবর, এবার তাকে হেফাজতে নিতে চান রাজু ঝা খুনের তদন্তকারীরা ৷ তাঁরা জানতে চান, কুন্দন কার থেকে সুপারি নিয়েছিলেন রাজু ঝা খুনের ! তাহলে ওই ব্যবসায়ীর খুনের কিনারা করা তদন্তকারীদের পক্ষে আরও অনেক সহজ হবে ৷

আরও পড়ুন: রাজু ঝা'র হত্যাকারীরা এসেছিল ঝাড়খণ্ড থেকেই, অনুমান পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.