ETV Bharat / state

পরিমাণে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের - Agitation for not getting sufficient food

সরকারের নির্দেশিকায় বলা পরিমাণের থেকে কম পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৷ বুঝতে পেরে কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : Apr 20, 2020, 6:04 PM IST

শান্তিপুর, 20 এপ্রিল : সরকারের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের একটা নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ও আলু দেওয়ার কথা ৷ কিন্তু, পরিমাণে কম দেওয়া হচ্ছে ৷ এই অভিযোগে আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার কৃত্তিবাস হাই স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷

সরকারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সব শিশু পড়াশোনা করে, তাদের মাথাপিছু দুই কেজি চাল, দুই কেজি আলু ও 300 গ্রাম করে ডাল দেওয়া হবে ৷ সেই নিয়ম মেনেই প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে চাল, ডাল, আলু বিলির কাজ ৷ আজ শান্তিপুরের এই কেন্দ্রতেও চলছিল খাদ্যসামগ্রী বিতরণ ৷ কিন্তু, বিলি করা খাদ্যসামগ্রীর পরিমাণ দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয় ৷ তারা অন্য এক জায়গায় এই খাদ্যসামগ্রী ওজন করে দেখেন ৷ ওজন মাপার পর দেখা যায়, সরকারের নির্দেশিকায় বলা পরিমাণের থেকে তা অনেক কম ৷ এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

অঙ্গনওয়াড়িতে কর্তব্যরত শিক্ষিকা প্রথমে দাবি করেন, তিনি যে সরকারি ওজন মেশিনে ওজন করে বিতরণ করছেন, তার পরিমাপ অনুযায়ী সব ঠিক আছে ৷ পরে যদিও তিনি স্বীকার করেন, তাঁর ওজন মেশিনে সমস্যা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ উভয়পক্ষের সঙ্গে কথা বলে যারা পরিমাণে খাদ্যসামগ্রী কম পেয়েছে, তাদের আবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় তারা ৷ ফের তারপর নতুন করে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয় ৷

শান্তিপুর, 20 এপ্রিল : সরকারের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের একটা নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ও আলু দেওয়ার কথা ৷ কিন্তু, পরিমাণে কম দেওয়া হচ্ছে ৷ এই অভিযোগে আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার কৃত্তিবাস হাই স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷

সরকারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সব শিশু পড়াশোনা করে, তাদের মাথাপিছু দুই কেজি চাল, দুই কেজি আলু ও 300 গ্রাম করে ডাল দেওয়া হবে ৷ সেই নিয়ম মেনেই প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে চাল, ডাল, আলু বিলির কাজ ৷ আজ শান্তিপুরের এই কেন্দ্রতেও চলছিল খাদ্যসামগ্রী বিতরণ ৷ কিন্তু, বিলি করা খাদ্যসামগ্রীর পরিমাণ দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয় ৷ তারা অন্য এক জায়গায় এই খাদ্যসামগ্রী ওজন করে দেখেন ৷ ওজন মাপার পর দেখা যায়, সরকারের নির্দেশিকায় বলা পরিমাণের থেকে তা অনেক কম ৷ এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

অঙ্গনওয়াড়িতে কর্তব্যরত শিক্ষিকা প্রথমে দাবি করেন, তিনি যে সরকারি ওজন মেশিনে ওজন করে বিতরণ করছেন, তার পরিমাপ অনুযায়ী সব ঠিক আছে ৷ পরে যদিও তিনি স্বীকার করেন, তাঁর ওজন মেশিনে সমস্যা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ উভয়পক্ষের সঙ্গে কথা বলে যারা পরিমাণে খাদ্যসামগ্রী কম পেয়েছে, তাদের আবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় তারা ৷ ফের তারপর নতুন করে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.