ETV Bharat / state

ঢুকতে দিচ্ছে না বাড়িতে, থার্মাল টেস্টের জন্য লাইন শান্তিপুর হাসপাতালে - থার্মাল টেস্টের জন্য লাইন শান্তিপুর হাসপাতালে

ভিন রাজ্য থেকে আসা 500 জনের বেশি মানুষের লাইন শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । আজ থার্মাল টেস্ট করানোর জন্য তারা পৌঁছায় ।

Covid-19
কোরোনা
author img

By

Published : Mar 21, 2020, 5:29 PM IST

Updated : Mar 21, 2020, 7:54 PM IST

শান্তিপুর, 21 মার্চ : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মানুষের মনে আতঙ্কও । আর তার জেরেই ভিন রাজ্য থেকে যারা ফিরছে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । ফলে সকাল থেকেই স্বাস্থ্যপরীক্ষার জন্য মানুষের লাইন শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । এখনও পর্যন্ত কোনও ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায়নি । তবে, তাদের 14 দিনের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

প্রশাসনের তরফে প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হচ্ছে । অহেতুক আতঙ্কিত হতে বারণ করা হচ্ছে । কিন্তু রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মানুষের মনে আতঙ্ক দানা বাঁধছে । আর অভিযোগ, এই আতঙ্কের ফলেই ভিন রাজ্য থেকে যারা বাড়ি ফিরছে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না । স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এলে ঢুকতে পারবে বাড়িতে । সেই কারণেই আজ থার্মাল টেস্টের জন্য শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে মানুষের লাইন পড়ে যায় । ভিন রাজ্য থেকে আসা 500-র বেশি মানুষ হাসপাতালে পৌঁছায় স্বাস্থ্য পরীক্ষার জন্য । গতকালও প্রায় 150 জন মানুষ থার্মাল টেস্টের জন্য হাসপাতালে ভিড় জমায় ।

থার্মাল টেস্টের জন্য লাইন হাসপাতালে

শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, "গত 3-4 দিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফোন আসছে । মূলত যারা কর্মসূত্রে এ রাজ্যের বাইরে কাজ করতেন তারা এখন ফিরে আসছেন । তাদের শরীরে কোরোনা আছে কি না সে ব্যাপারে প্রত্যেকে ফোন করছেন । আমি নিজে গিয়ে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করে এসেছি । তা সত্ত্বেও মানুষের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে । তাই শুক্রবার থেকে থার্মাল টেস্ট শুরু করা হয়েছে হাসপাতালে । এখনও পর্যন্ত কোরোনা ভাইরাস কোনও ব্যক্তির শরীরে পাওয়া যায়নি ।"

শান্তিপুর, 21 মার্চ : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মানুষের মনে আতঙ্কও । আর তার জেরেই ভিন রাজ্য থেকে যারা ফিরছে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । ফলে সকাল থেকেই স্বাস্থ্যপরীক্ষার জন্য মানুষের লাইন শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । এখনও পর্যন্ত কোনও ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায়নি । তবে, তাদের 14 দিনের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

প্রশাসনের তরফে প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হচ্ছে । অহেতুক আতঙ্কিত হতে বারণ করা হচ্ছে । কিন্তু রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মানুষের মনে আতঙ্ক দানা বাঁধছে । আর অভিযোগ, এই আতঙ্কের ফলেই ভিন রাজ্য থেকে যারা বাড়ি ফিরছে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না । স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এলে ঢুকতে পারবে বাড়িতে । সেই কারণেই আজ থার্মাল টেস্টের জন্য শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে মানুষের লাইন পড়ে যায় । ভিন রাজ্য থেকে আসা 500-র বেশি মানুষ হাসপাতালে পৌঁছায় স্বাস্থ্য পরীক্ষার জন্য । গতকালও প্রায় 150 জন মানুষ থার্মাল টেস্টের জন্য হাসপাতালে ভিড় জমায় ।

থার্মাল টেস্টের জন্য লাইন হাসপাতালে

শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, "গত 3-4 দিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফোন আসছে । মূলত যারা কর্মসূত্রে এ রাজ্যের বাইরে কাজ করতেন তারা এখন ফিরে আসছেন । তাদের শরীরে কোরোনা আছে কি না সে ব্যাপারে প্রত্যেকে ফোন করছেন । আমি নিজে গিয়ে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করে এসেছি । তা সত্ত্বেও মানুষের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে । তাই শুক্রবার থেকে থার্মাল টেস্ট শুরু করা হয়েছে হাসপাতালে । এখনও পর্যন্ত কোরোনা ভাইরাস কোনও ব্যক্তির শরীরে পাওয়া যায়নি ।"

Last Updated : Mar 21, 2020, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.