ETV Bharat / state

Road Accident at Chakdaha: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারাল ট্রেকার, চাকদায় পথ দুর্ঘটনার বলি 1

চাকদায় ট্রেকার উলটে মৃত্যু হল একজনের (Road Accident at Chakdaha) ৷ গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 10 জন ।

Road Accident
চাকদায় মর্মান্তিক দুর্ঘটনা
author img

By

Published : Feb 12, 2023, 3:58 PM IST

চাকদায় ট্রেকার উলটে মৃত্যু একজনের

চাকদা, 12 ফেব্রুয়ারি: চলন্ত ট্রেকারের চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা চাকদায় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের ৷ গুরুতর আহত কমপক্ষে 10 জন । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে । সেখান থেকে পরে চারজনকে কল্যাণীর জহরলাল নেহেরু মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে (One dies in Road Accident at Chakdaha) ৷

রবিবার দুর্ঘটনাটি ঘটে নদিয়ার চাকদা-বনগাঁ রাজ্য সড়কে। সূত্রের খবর, ট্রেকারটি করে প্রায় 20 জন যাত্রী যাচ্ছিলেন ৷ মাঝরাস্তায় চলন্ত ট্রেকারের চাকা ফেটে যায় ৷ যার জেরে ট্রেকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ এরপর যাত্রীদের নিয়ে পালটি খেয়ে যায় ট্রেকারটি । ঘটনাস্থলে মৃত্যু হয় এক যাত্রীর ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রায় 10 জন। ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষজন ৷ গুরুতর আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে।

খবর দেওয়া হয় চাকদা থানায় ৷ পুলিশ এসে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে জানার চেষ্টা করে স্থানীয়দের কাছ থেকে । স্বভাবতই চলন্ত ট্রেকারের চাকা ফেটে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় । সূত্রের খবর, ওই ট্রেকারে যেসব যাত্রী ছিল তাদের নদিয়ার বিভিন্ন এলাকায় বাড়ি ৷ আহতদের মধ্যে রয়েছেন নবদ্বীপের এক ব্যক্তি । তবে ট্রেকারটি পালটি খাওয়ার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেটিকে উদ্ধারকার্যের জন্য চেষ্টা চালায় চাকদা থানার পুলিশ। ট্রেকারের তলায় আর কেউ আটকে আছে কি না, খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা ৷

আহত যাত্রী উর্মিলা কর্মকার বলেন, "মাথায় চোট লেগেছে আমার ৷ চুয়াডাঙ্গায় বাড়ি ৷ মাঝরাস্তায় ট্রেকার উলটে যায় ৷" অপর এক যাত্রী অসীম ঘোষ বলেন, "আমার দুর্ঘটনার কথা কিছু মনে নেই ৷ তবে লোকমুখে শুননাল গাড়ির চাকা ফেটে খুলে যায় ৷ পরে গাড়িটা পালটি খেয়ে গিয়েছিল ৷ ট্রেকারে 15-20 জন ছিল ৷"

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি, জনতার ছোড়া ইটে জখম 2 পুলিশ কর্মী

চাকদায় ট্রেকার উলটে মৃত্যু একজনের

চাকদা, 12 ফেব্রুয়ারি: চলন্ত ট্রেকারের চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা চাকদায় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের ৷ গুরুতর আহত কমপক্ষে 10 জন । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে । সেখান থেকে পরে চারজনকে কল্যাণীর জহরলাল নেহেরু মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে (One dies in Road Accident at Chakdaha) ৷

রবিবার দুর্ঘটনাটি ঘটে নদিয়ার চাকদা-বনগাঁ রাজ্য সড়কে। সূত্রের খবর, ট্রেকারটি করে প্রায় 20 জন যাত্রী যাচ্ছিলেন ৷ মাঝরাস্তায় চলন্ত ট্রেকারের চাকা ফেটে যায় ৷ যার জেরে ট্রেকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ এরপর যাত্রীদের নিয়ে পালটি খেয়ে যায় ট্রেকারটি । ঘটনাস্থলে মৃত্যু হয় এক যাত্রীর ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রায় 10 জন। ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষজন ৷ গুরুতর আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে।

খবর দেওয়া হয় চাকদা থানায় ৷ পুলিশ এসে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে জানার চেষ্টা করে স্থানীয়দের কাছ থেকে । স্বভাবতই চলন্ত ট্রেকারের চাকা ফেটে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় । সূত্রের খবর, ওই ট্রেকারে যেসব যাত্রী ছিল তাদের নদিয়ার বিভিন্ন এলাকায় বাড়ি ৷ আহতদের মধ্যে রয়েছেন নবদ্বীপের এক ব্যক্তি । তবে ট্রেকারটি পালটি খাওয়ার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেটিকে উদ্ধারকার্যের জন্য চেষ্টা চালায় চাকদা থানার পুলিশ। ট্রেকারের তলায় আর কেউ আটকে আছে কি না, খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা ৷

আহত যাত্রী উর্মিলা কর্মকার বলেন, "মাথায় চোট লেগেছে আমার ৷ চুয়াডাঙ্গায় বাড়ি ৷ মাঝরাস্তায় ট্রেকার উলটে যায় ৷" অপর এক যাত্রী অসীম ঘোষ বলেন, "আমার দুর্ঘটনার কথা কিছু মনে নেই ৷ তবে লোকমুখে শুননাল গাড়ির চাকা ফেটে খুলে যায় ৷ পরে গাড়িটা পালটি খেয়ে গিয়েছিল ৷ ট্রেকারে 15-20 জন ছিল ৷"

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি, জনতার ছোড়া ইটে জখম 2 পুলিশ কর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.