শক্তিনগর, 22 মে : সরকারি হাসপাতালের শৌচালয়ে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনাটি নদিয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের (old woman found hanging at saktinagar district hospital) । মৃতার নাম ভানুমতী সরকার (60) ৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যপক চাঞ্চল্য ছড়ায় ৷
হাসপাতাল এবং পরিবার সূত্রে খবর, ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি থাকা ওই বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন । ভানুমতী সরকার হাঁসখালি থানার জয়পুর এলাকার বাসিন্দা তিনি । চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন । রবিবার শৌচালয়ের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান রোগীর আত্মীয়রা । তারপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । কী কারণে হাসপাতালের শৌচালয়ের মধ্যে আত্মহত্যা করলেন ওই বৃদ্ধা তা এখনও স্পষ্ট নয় ।
আরও পড়ুন : Teenager Died by Suicide : দরজা ভেঙে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা । সেই কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসইউসিআই সংগঠন । তাদের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী করেছেন ভানুমতী সরকার নামে ওই বৃদ্ধা । এর পিছনে অন্য কোনও কারণ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ ।