ETV Bharat / state

ঝড়ে উড়ে গেছে বাড়ি, নেই খাবার; সংকটে রানাঘাটের বৃদ্ধ - Amphan cyclone

কোরোনা সংক্রমণ রুখতে গত দুই মাস ধরে দেশজুড়ে লকডাউন । যার জেরে কাজও বন্ধ তাঁর । দিন আনা দিন খাওয়ার সংসারে না খেয়েই দিন কাটছিল । এবার আমফানের জেরে মাথার ছাদটুকুও আর নেই । বর্তমানে খুবই সমস্যায় দিন কাটছে রানাঘাটের বৃদ্ধের ।

সংকটে রানাঘাটের বৃদ্ধ
সংকটে রানাঘাটের বৃদ্ধ
author img

By

Published : May 25, 2020, 4:51 PM IST

রানাঘাট, 25 মে : বয়স প্রায় 60 । থাকেন জঙ্গলেই । বাড়ি বলতে মাথার উপর শুধু ত্রিপল । কয়েকবছর ধরে এভাবেই বসবাস করছেন নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের নন্দীঘাটের এক বাসিন্দা । কোরোনা সংক্রমণ রুখতে গত দুই মাস ধরে দেশজুড়ে লকডাউন । যার জেরে কাজও বন্ধ তাঁর । দিন আনা দিন খাওয়ার সংসারে না খেয়েই দিন কাটছিল । এবার আমফানের জেরে মাথার ছাদটুকুও আর নেই । বর্তমানে খুবই সমস্যায় দিন কাটছে তাঁর ।

তিনি কার্তিক বিশ্বাস । পরিবার পরিজন কেউ নেই । পরের জমিতে কাজ করে যেটুকু টাকা পাওয়া যায়, তাতেই নিজের চলে যেত । তবে, লকডাউনের পাশাপাশি আমফান । খাবার, মাথার ছাদ দু'টোই হারিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, সব জায়গায় এত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হলেও তাঁর খোঁজ-খবর কেউ নেয়নি । গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসন, ব্লক স্তরের আধিকারিক কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করেনি । জঙ্গলের শুকনো কাঠ-পাতা কুড়িয়ে তা দিয়ে নিজেই রান্না করেন ।

জঙ্গলের মধ্যে এভাবেই ত্রিপল খাটিয়ে থাকনে কার্তিক বিশ্বাস
জঙ্গলের মধ্যে এভাবেই ত্রিপল খাটিয়ে থাকনে কার্তিক বিশ্বাস

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে তাঁর এই অবস্থার খবর পেয়ে সাহায্য করতে এসেছিলেন রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তাঁর করুণ অবস্থা দেখে তাঁকে ত্রিপল ও আর্থিকভাবেও সাহায্য করেছিলেন ওই সংগঠনের কর্ণধার রাকেশ আলি । দেওয়া হয়েছিল খাদ্যসামগ্রীও । বর্তমানে প্রতিবেশীরা অনেকে তাঁকে খাবার দিয়ে সাহায্য করছেন । কিন্তু, কতদিন এভাবে সাহায্য পাওয়া যাবে, তা নিয়ে চিন্তায় কার্তিকবাবু ।

রানাঘাট, 25 মে : বয়স প্রায় 60 । থাকেন জঙ্গলেই । বাড়ি বলতে মাথার উপর শুধু ত্রিপল । কয়েকবছর ধরে এভাবেই বসবাস করছেন নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের নন্দীঘাটের এক বাসিন্দা । কোরোনা সংক্রমণ রুখতে গত দুই মাস ধরে দেশজুড়ে লকডাউন । যার জেরে কাজও বন্ধ তাঁর । দিন আনা দিন খাওয়ার সংসারে না খেয়েই দিন কাটছিল । এবার আমফানের জেরে মাথার ছাদটুকুও আর নেই । বর্তমানে খুবই সমস্যায় দিন কাটছে তাঁর ।

তিনি কার্তিক বিশ্বাস । পরিবার পরিজন কেউ নেই । পরের জমিতে কাজ করে যেটুকু টাকা পাওয়া যায়, তাতেই নিজের চলে যেত । তবে, লকডাউনের পাশাপাশি আমফান । খাবার, মাথার ছাদ দু'টোই হারিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, সব জায়গায় এত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হলেও তাঁর খোঁজ-খবর কেউ নেয়নি । গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসন, ব্লক স্তরের আধিকারিক কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করেনি । জঙ্গলের শুকনো কাঠ-পাতা কুড়িয়ে তা দিয়ে নিজেই রান্না করেন ।

জঙ্গলের মধ্যে এভাবেই ত্রিপল খাটিয়ে থাকনে কার্তিক বিশ্বাস
জঙ্গলের মধ্যে এভাবেই ত্রিপল খাটিয়ে থাকনে কার্তিক বিশ্বাস

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে তাঁর এই অবস্থার খবর পেয়ে সাহায্য করতে এসেছিলেন রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তাঁর করুণ অবস্থা দেখে তাঁকে ত্রিপল ও আর্থিকভাবেও সাহায্য করেছিলেন ওই সংগঠনের কর্ণধার রাকেশ আলি । দেওয়া হয়েছিল খাদ্যসামগ্রীও । বর্তমানে প্রতিবেশীরা অনেকে তাঁকে খাবার দিয়ে সাহায্য করছেন । কিন্তু, কতদিন এভাবে সাহায্য পাওয়া যাবে, তা নিয়ে চিন্তায় কার্তিকবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.