রানাঘাট, 27 এপ্রিল : বৃদ্ধাকে মারধর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার এলাকার সরকার পাড়ায় ৷ সত্তর বছরের করুণা ঘোষ ছেলের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন (Old Lady File Complain Against Son and Daughter-in-Law in Nadia) ৷ তিনি অভিযোগ করেছেন, স্বামী মারা যাওয়ার পর তিন বছর আগে বড় ছেলে রবীন ঘোষ তাঁর থেকে জোর করে বাড়ি-সহ সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন ৷
করুণাদেবীর অভিযোগ, গত 22 এপ্রিল বড় ছেলে রবীন ঘোষ ও স্ত্রী সন্ধ্যা তাঁকে মারধর করেন ৷ করুণা ঘোষের ছোট ছেলে সুকুমারকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ সুকুমার মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন করুণা ঘোষ ৷ এমনকি তাঁদের বালিশ চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করেন রবীন এবং তাঁর স্ত্রী ৷ এই ঘটনায় প্রতিবেশীরা করুণাদেবী এবং তাঁর ছোট ছেলেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, রবীন তাঁদের বাড়িতে ঢুকতে দেননি ৷ বাধ্য হয়েই একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন তিনি ৷
আরও পড়ুন : Mother Torturing in Cooch Behar: ছেলে ও পুত্রবধূর অত্যাচারে পুলিশের দ্বারস্থ ঘরছাড়া বৃদ্ধা
তবে, ওইদিনের পর থেকে করুণা ঘোষের ছোট ছেলে নিখোঁজ বলে অভিযোগ ৷ তাঁকে অনেক খুঁজেও কোথাও পাননি করুণা ঘোষ ৷ তার পরেই এদিন পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ বড় ছেলে রবীন এবং তাঁর স্ত্রী’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ করুণা ঘোষের দাবি, পুলিশ যেন তাঁর ছোট ছেলে সুকুমার এবং বাড়ি ফিরে পাওয়ার ব্যবস্থা করে ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷