তাহেরপুর, 3 মার্চ : ফলাফলের কয়েক ঘণ্টা পার না হতেই তাহেরপুর থানার ওসিকে বদলি করে দেওয়া হল (Taherpur OC transferred)। তিনি ভোটের সময় নিরপেক্ষতা বজায় রেখেছিলেন বলেই তাঁর এই শাস্তি বলে দাবি বিরোধীদের । পুরোটাই প্রশাসনিক নিয়মে বদলি হয়েছে, পাল্টা দাবি করেছে তৃণমূল (OC of Taherpur PS transferred)।
পৌরসভা নির্বাচনে (Bengal civic polls result 2022) গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজ ঝড় উঠেছে, সেখানে শুধুমাত্র নদিয়ার তাহেরপুর পৌরসভায় বামেরা (left wins Taherpur municipality) তাদের নিজেদের জায়গা ধরে রেখেছে । তাহেরপুর পৌরসভার 13টি ওয়ার্ডের মধ্যে বামেরা জিতেছে 8টি ওয়ার্ডে । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রেখেছে । আর এই ফল বেরোনোর পরপরই কয়েক ঘণ্টার মধ্যে তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে বদলি করেছে প্রশাসন ।
আরও পড়ুন: TMC Landslide Win in Bengal Civic Polls 2022 : বঙ্গজুড়ে সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি-সহ বিরোধীরা
তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি, যেহেতু ভোটের দিন ওসি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাঁকে এই উপহার দিল শাসক দল । শুধুমাত্র তাহেরপুরের ঘটনাই নয়, রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, সেখানেই শাসক দলের কোপে পড়তে হয়েছে তাদের ৷
বিজেপির দাবি, এটাই তৃণমূলের কালচার । শাসক দল তাহেরপুরে প্রশাসনকে সেই ভাবে হাতিয়ার করতে পারেনি বলেই ওসিকে বদল করা হয়েছে । যদিও তাহেরপুর তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ তাদের দাবি, পুরোপুরি প্রশাসনিক নিয়মেই বদলি করা হয়েছে ওসিকে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।