ETV Bharat / state

কাজ নেই , স্ত্রী-সন্তানদের নিয়ে তাঁত শ্রমিকের দিন কাটছে গাছতলায়

লকডাউনে জেরে নিয়মিত কাজ পেতেন না বর্ধমানের তাঁত শ্রমিক তারক বসাক । এক সময় বন্ধ হয়ে যায় সেটাও । ভাড়া বাকি থাকায় তারক বসাক ও তাঁর পরিবারকে কালনার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় । স্ত্রী সন্তানদের নিয়ে এক প্রকার বাধ্য হয়েই নবদ্বীপে চলে আসেন তারক । সেই থেকে নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তাঁরা ।

NABDWIP_STATION
NABDWIP_STATION
author img

By

Published : Jun 15, 2021, 10:33 PM IST

নবদ্বীপ , 15 জুন : লকডাউনের জেরে কাজ হারিয়ে দিতে পারেননি বাড়ি ভাড়া । তাড়িয়ে দেন বাড়িওয়ালা । দ্বিতীয় শ্রেণীতে পড়া কন্যা সন্তান এবং আড়াই মাসের পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তাঁত শ্রমিক ।

লকডাউনে জেরে নিয়মিত কাজ পেতেন না বর্ধমানের তাঁত শ্রমিক তারক বসাক । যাও বা কাজ জুটত কিন্তু নিয়মিত পেতেন না মজুরি । এক সময় বন্ধ হয়ে যায় সেটাও । একদিকে সংসারে টানাটানি অন্যদিকে পাওনাদারদের তাগাদা । সব মিলিয়ে জীবন ক্রমশ দুর্বিসহ হয়ে উঠেছিল তারক বসাকের । এই সময় মরার ঘাড়ে খাঁড়া হয়ে নেমে আসে বাড়িওয়ালার নির্দেশ । ভাড়া বাকি থাকায় তাদের কালনার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় ।

স্ত্রী সন্তানদের নিয়ে এক প্রকার বাধ্য হয়েই নবদ্বীপে চলে আসেন তারক । সেই থেকে নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তিনি । এক বা দুই নয় প্র্রায় তিন মাস ধরে এই গাছতলাই ঠিকানা তাদের । কাজ নেই , নেই উপার্জন , দুই শিশুসন্তানের মুখে খাওয়ার তুলে দিতে হাত পাততে হচ্ছে লোকের কাছে ।

নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তাঁত শ্রমিক তারক বসাক ৷

আরও পড়ুন : কদম্বগাছির 80 জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরাল প্রশাসন

স্টেশন আশেপাশে থাকা কয়েকজন সুহৃদ ব্যক্তির সাহায্যে কোনও রকমে দিন কাটাচ্ছেন তাঁরা । আগামী দিনে কি হবে তা অজানা । তবুও বাঁচার তাগিদেঝুঁকি নিয়ে জঙ্গল ঘেরা মাঠের পাশে জীবনের লড়াই করছে তারক বসাক ও তাঁর পরিবার ।

নবদ্বীপ , 15 জুন : লকডাউনের জেরে কাজ হারিয়ে দিতে পারেননি বাড়ি ভাড়া । তাড়িয়ে দেন বাড়িওয়ালা । দ্বিতীয় শ্রেণীতে পড়া কন্যা সন্তান এবং আড়াই মাসের পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তাঁত শ্রমিক ।

লকডাউনে জেরে নিয়মিত কাজ পেতেন না বর্ধমানের তাঁত শ্রমিক তারক বসাক । যাও বা কাজ জুটত কিন্তু নিয়মিত পেতেন না মজুরি । এক সময় বন্ধ হয়ে যায় সেটাও । একদিকে সংসারে টানাটানি অন্যদিকে পাওনাদারদের তাগাদা । সব মিলিয়ে জীবন ক্রমশ দুর্বিসহ হয়ে উঠেছিল তারক বসাকের । এই সময় মরার ঘাড়ে খাঁড়া হয়ে নেমে আসে বাড়িওয়ালার নির্দেশ । ভাড়া বাকি থাকায় তাদের কালনার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় ।

স্ত্রী সন্তানদের নিয়ে এক প্রকার বাধ্য হয়েই নবদ্বীপে চলে আসেন তারক । সেই থেকে নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তিনি । এক বা দুই নয় প্র্রায় তিন মাস ধরে এই গাছতলাই ঠিকানা তাদের । কাজ নেই , নেই উপার্জন , দুই শিশুসন্তানের মুখে খাওয়ার তুলে দিতে হাত পাততে হচ্ছে লোকের কাছে ।

নবদ্বীপ ধাম স্টেশনের পাশে জঙ্গলের মধ্যে গাছতলায় অস্থায়ী আস্তানা গেড়ে দিন কাটাচ্ছেন তাঁত শ্রমিক তারক বসাক ৷

আরও পড়ুন : কদম্বগাছির 80 জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরাল প্রশাসন

স্টেশন আশেপাশে থাকা কয়েকজন সুহৃদ ব্যক্তির সাহায্যে কোনও রকমে দিন কাটাচ্ছেন তাঁরা । আগামী দিনে কি হবে তা অজানা । তবুও বাঁচার তাগিদেঝুঁকি নিয়ে জঙ্গল ঘেরা মাঠের পাশে জীবনের লড়াই করছে তারক বসাক ও তাঁর পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.