শান্তিপুর (নদিয়া), 20 এপ্রিল: শুধুমাত্র হেলমেটই নয়, এবার থেকে মাস্ক না পরলেও মিলবে না পেট্রল । এমনই উদ্যোগ নিলেন নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুরের একটি ছোটো পেট্রল পাম্পের কর্তৃপক্ষ।
পেট্রল পাম্পের বিভিন্ন জায়গায় পোস্টারে লেখা রয়েছে, "নো মাস্ক নো অয়েল।" অর্থাৎ মাস্ক না পরলে দেওয়া হবে না তেল । যাঁরা মাস্ক ছাড়া তেল নিতে আসছেন তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ।
পাম্পের মালিক মল্লিকা মজুমদার বলেন, " মানুষকে আরও বেশি সচেতন করে তোলাই লক্ষ্য । মাস্ক ছাড়া তেল দেওয়া যাবে না বলে আমরা এখনও কোনও নির্দেশিকা পাইনি। তবুও মানুষ যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কারণেই এমন সিদ্ধান্ত । অনেকে আসছেন মাস্ক ছাড়া। আমরা পেট্রল দিচ্ছি না তাঁকে। সেই ব্যক্তি আবার পরক্ষণে মাস্ক পরে আসছেন । এতে আরও বেশি মানুষ সচেতন হচ্ছেন । পাশাপাশি যাঁরা তেল নিতে আসছেন তাঁরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তার কারণ, মানুষ এতে আরও বেশি প্রশাসনের নিয়ম মেনে চলবে বলেই মনে করা হচ্ছে ।"