ETV Bharat / state

16 দিনের সন্তান নিয়ে অনাহারে দিন কাটছিল যুবতির, পাশে অসরকারি সংস্থা - NGO stand beside an woman in Nadia

নদিয়ার হাঁসখালি এলাকায় বাড়ি যুবতির । তিন সন্তান নিয়ে বেশ কয়েকদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছিলেন । খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়ায় এলাকার এক অসরকারি সংগঠন ।

ছবি
ছবি
author img

By

Published : May 15, 2020, 1:09 PM IST

Updated : May 15, 2020, 2:45 PM IST

হাঁসখালি, 15 মে : বাড়িতে 16 দিনের শিশু, স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন । নেই বাসযোগ্য বাড়ি । লকডাউনের শুরু থেকেই আর্থিক সমস্যা শুরু হয় । কিছুদিন ধরে জুটছিল না খাবারও । শেষমেশ নদিয়ার হাঁসখালির পরিবারটির পাশে দাঁড়াল স্থানীয় এক অসরকারি সংগঠন । নতুন বাড়ি তৈরির পাশাপাশি পরিবারটিকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করল তারা ।

নদিয়ার হাঁসখালিতে বাড়ি জগদীশ বিশ্বাসের । কাজের সূত্রে থাকেন ভিনরাজ্যে । সম্প্রতি তাঁর স্ত্রী এক শিশু সন্তানের জন্ম দেন । কিন্তু লকডাউনের জেরে স্ত্রী-সন্তানদের কাছে আর ফিরতে পারেননি তিনি । তারপর থেকে ওই শিশুসহ আরও দুই সন্তানকে নিয়ে একাই বাড়িতে রয়েছেন তপতী বিশ্বাস । প্রথমের দিকে টাকা পাঠালেও পরে জগদীশ বিশ্বাস বাড়িতে আর টাকা পাঠাতে পারেননি ।

কোনওমতে সঞ্চয়ের টাকা দিয়েই সংসার চালাচ্ছিলেন তপতী । বসবাসের ঘরটির অবস্থাও খুব খারাপ ছিল । দিন কয়েক এভাবে চলার পর সঞ্চয়ও ফুরিয়ে যায় । এরপর 16 দিনের শিশু-সহ তিন সন্তানের জন্য খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তপতী । প্রতিবেশীদের তৎপরতায় এই খবর পৌঁছায় হাঁসখালির এক অ-সরকারি সংগঠনের কাছে । তারা ওই যুবতির বাড়ি গিয়ে শিশুদের জন্য বেবি ফুড, ওষুধ এবং খাদ্য সামগ্রী তুলে দেয় । সেই সঙ্গে একটি নতুন ঘরও তৈরি করে দেওয়া হয় ।

এখনও ফিরতে পারেননি জগদীশ । তবে, তিন সন্তানকে নিয়ে আপাতত স্বস্তিতে যুবতি ।

হাঁসখালি, 15 মে : বাড়িতে 16 দিনের শিশু, স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন । নেই বাসযোগ্য বাড়ি । লকডাউনের শুরু থেকেই আর্থিক সমস্যা শুরু হয় । কিছুদিন ধরে জুটছিল না খাবারও । শেষমেশ নদিয়ার হাঁসখালির পরিবারটির পাশে দাঁড়াল স্থানীয় এক অসরকারি সংগঠন । নতুন বাড়ি তৈরির পাশাপাশি পরিবারটিকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করল তারা ।

নদিয়ার হাঁসখালিতে বাড়ি জগদীশ বিশ্বাসের । কাজের সূত্রে থাকেন ভিনরাজ্যে । সম্প্রতি তাঁর স্ত্রী এক শিশু সন্তানের জন্ম দেন । কিন্তু লকডাউনের জেরে স্ত্রী-সন্তানদের কাছে আর ফিরতে পারেননি তিনি । তারপর থেকে ওই শিশুসহ আরও দুই সন্তানকে নিয়ে একাই বাড়িতে রয়েছেন তপতী বিশ্বাস । প্রথমের দিকে টাকা পাঠালেও পরে জগদীশ বিশ্বাস বাড়িতে আর টাকা পাঠাতে পারেননি ।

কোনওমতে সঞ্চয়ের টাকা দিয়েই সংসার চালাচ্ছিলেন তপতী । বসবাসের ঘরটির অবস্থাও খুব খারাপ ছিল । দিন কয়েক এভাবে চলার পর সঞ্চয়ও ফুরিয়ে যায় । এরপর 16 দিনের শিশু-সহ তিন সন্তানের জন্য খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তপতী । প্রতিবেশীদের তৎপরতায় এই খবর পৌঁছায় হাঁসখালির এক অ-সরকারি সংগঠনের কাছে । তারা ওই যুবতির বাড়ি গিয়ে শিশুদের জন্য বেবি ফুড, ওষুধ এবং খাদ্য সামগ্রী তুলে দেয় । সেই সঙ্গে একটি নতুন ঘরও তৈরি করে দেওয়া হয় ।

এখনও ফিরতে পারেননি জগদীশ । তবে, তিন সন্তানকে নিয়ে আপাতত স্বস্তিতে যুবতি ।

Last Updated : May 15, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.