কৃষ্ণনগর,6 অগাস্ট : জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা ৷ এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ৷ জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি । তাতে নির্দেশ দেওয়া হয়েছে যে, জেলার একাধিক জায়গায় টানা সাতদিন সম্পূর্ণ লকডাউন রাখার । অগাস্টের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে এই লকডাউন ।
জেলায় কেরোনা সংক্রমনের সংখ্যা প্রায় এক হাজার ছাড়িয়েছে । বিশেষ করে পৌরসভা এলাকাগুলিতে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেশি ৷ মূলত সেই কথা মাথায় রেখেই নদিয়া জেলার অধিকাংশ পৌরসভাগুলিকে আগামী সাতদিন সম্পূর্ণ লকডাউন রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । অগাস্ট 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত টানা সম্পূর্ণরূপে লকডাউন চলবে জেলায় ।
এই পৌরসভাগুলির মধ্যে রয়েছে, কৃষ্ণনগর, চাকদহ, গয়েশপুর, হরিণঘাটা, কল্যাণী, রানাঘাট ও শান্তিপুর পৌরসভা । এর পাশাপাশি কৃষ্ণনগর এবং তেহট্র মহকুমা এলাকার একাধিক ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিকেও লকডাউনের আওতায় আনা হয়েছে । বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দাবি, কোরোনা সংক্রমণের হার বেড়ে চলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।