ETV Bharat / state

Nadia Murder Case : জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি - Nadia Murder Case

জমি বিবাদের জেরে নদিয়ার নাকাশিপাড়া থানার ছাতনি এলাকার বাসিন্দা তাহাজতিন শেখ খুন হয় (Nadia Murder Case) ৷ তাঁর ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷

Nadia Murder Case
জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি
author img

By

Published : Mar 30, 2022, 2:20 PM IST

নদিয়া, 30 মার্চ : জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি । আশঙ্কাজনক অবস্থায় আরও 1 জন হাসপাতালে ভর্তি । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার ছাতনি এলাকায় (Nadia Murder Case) । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়ায় ৷

জানা গিয়েছে, ছাতনি এলাকার বাসিন্দা তাহাজতিন শেখের (55) পূর্বপুরুষরা প্রায় 100 বছর ধরে একটি জমিতে চাষ করে আসছেন ৷ এলাকারই অপর বাসিন্দা জসিম শেখ ওই জমিটি তাঁদের নিজেদের বলে দাবি করতেন । এই নিয়ে মাঝেমধ্যেই উভয় পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত । এর আগেও এলাকার পঞ্চায়েত প্রধান দুই পক্ষের একাধিকবার মীমাংসা করে দেন । কিন্তু তাতেও কোনো লাভ হয়নি । মঙ্গলবার ঝামেলা চরমে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ এবং ঝামেলা মিটিয়ে দিয়ে চলে যায় ।

স্থানীয় সূত্রে খবর, পুলিশ চলে যাওয়ার পর জসিম শেখ তার দলবল নিয়ে তাহাজতিন এর বাড়িতে চড়াও হয় । ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয় তাহাজতিন শেখকে । তার ভাইকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত জসিম শেখ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । এর পরেই রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে চিকিৎসক তাহাজতিন শেখকে মৃত বলে ঘোষণা করে । আশঙ্কাজনক অবস্থায় তাঁর ভাই হাসপাতালে চিকিৎসাধীন ।

জমি বিবাদের জের খুন ছাতনি এলাকার এক বাসিন্দা

আরও পড়ুন : প্রতিবেশীর জমিতে ঢুকেছে গোরু, রাজগঞ্জে খুন এক ব্যক্তি

তাহাজতিন শেখের ভাইয়ের বউ অনিমা বিবির অভিযোগ, বেআইনিভাবে জসিম ওই জায়গাটি নিজেদের বলে দাবি করত প্রায়ই তাঁদের ওপর হুমকি দিত । ঘটনার পর ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ । যদিও ঘটনায় পলাতক অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নদিয়া, 30 মার্চ : জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি । আশঙ্কাজনক অবস্থায় আরও 1 জন হাসপাতালে ভর্তি । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার ছাতনি এলাকায় (Nadia Murder Case) । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়ায় ৷

জানা গিয়েছে, ছাতনি এলাকার বাসিন্দা তাহাজতিন শেখের (55) পূর্বপুরুষরা প্রায় 100 বছর ধরে একটি জমিতে চাষ করে আসছেন ৷ এলাকারই অপর বাসিন্দা জসিম শেখ ওই জমিটি তাঁদের নিজেদের বলে দাবি করতেন । এই নিয়ে মাঝেমধ্যেই উভয় পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত । এর আগেও এলাকার পঞ্চায়েত প্রধান দুই পক্ষের একাধিকবার মীমাংসা করে দেন । কিন্তু তাতেও কোনো লাভ হয়নি । মঙ্গলবার ঝামেলা চরমে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ এবং ঝামেলা মিটিয়ে দিয়ে চলে যায় ।

স্থানীয় সূত্রে খবর, পুলিশ চলে যাওয়ার পর জসিম শেখ তার দলবল নিয়ে তাহাজতিন এর বাড়িতে চড়াও হয় । ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয় তাহাজতিন শেখকে । তার ভাইকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত জসিম শেখ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । এর পরেই রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে চিকিৎসক তাহাজতিন শেখকে মৃত বলে ঘোষণা করে । আশঙ্কাজনক অবস্থায় তাঁর ভাই হাসপাতালে চিকিৎসাধীন ।

জমি বিবাদের জের খুন ছাতনি এলাকার এক বাসিন্দা

আরও পড়ুন : প্রতিবেশীর জমিতে ঢুকেছে গোরু, রাজগঞ্জে খুন এক ব্যক্তি

তাহাজতিন শেখের ভাইয়ের বউ অনিমা বিবির অভিযোগ, বেআইনিভাবে জসিম ওই জায়গাটি নিজেদের বলে দাবি করত প্রায়ই তাঁদের ওপর হুমকি দিত । ঘটনার পর ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ । যদিও ঘটনায় পলাতক অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.