ETV Bharat / state

Nadia Trader Assaulted: নদিয়ায় শুভেন্দুর সভার জন্য চাঁদা না দেওয়ায় মারধর ব্যবসায়ীকে ! বিজেপির নিন্দায় সরব তৃণমূল - নদিয়া

Nadia Trader Assaulted: নদিয়ার ফুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভার জন্য চাঁদা দিতে না চাওয়ায়, এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল ৷

Nadia Trader Assaulted
ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 3:26 PM IST

ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ফুলিয়া, 15 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর সভার জন্য জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠল নদিয়ায় ৷ শুধু তাই নয়, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরেরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে শাসকদল ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং শশী পাঁজা । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

গতকাল নদিয়ার ফুলিয়াতে একটি সভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর তাঁর এই সভার জন্যই বিজেপির পার্টি ফান্ডে জমা করতে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয় বলে অভিযোগ ৷ টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরেরও অভিযোগ ওঠে । ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে ।

ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকাযর । এ প্রসঙ্গে ব্যবসায়ী সুজন জোয়ারদারের অভিযোগ, বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মণ্ডল সভাপতি ও স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজন তাঁর পথ রুদ্ধ করে মোটা টাকা দাবি করেন শুভেন্দু অধিকারীর সভার খরচের জন্য । তাঁদের সুজন বলেন যে, তিনি মূলত ব্যবসায়ী ৷ বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়াতে পারেন ৷ তবে পার্টি ফান্ডে কখনওই টাকা দেবেন না ৷ এরপর তাঁকে প্রথমে হাতে, পরবর্তীতে ইট এবং বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ।

স্থানীয় ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানোর পর মাথার স্ক্যান করিয়ে গতকাল সন্ধ্যায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন সেই ব্যবসায়ী । তাঁর স্ত্রী মৌসুমী জোয়ারদার বলেন, "শুধু আমার স্বামী নন, এই এলাকায় অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলেছেন বিজেপির ওই নেতা ৷ আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি, পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীকে শাস্তি দিক ।"

প্রতিবেশী অরজিৎ পাল বলেন, "আমার কাছেও টাকা চাওয়া হয়েছিল, তবে ভয়ে থানায় জানাতে পারিনি ৷ রাজনৈতিক নেতৃত্ব স্বচ্ছ এবং নমনীয় হওয়া প্রয়োজন।" এ প্রসঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রদীপ সরকার। তিনি জানান, "আমি রাজনীতি করি, ভাই করে ব্যবসা ৷ আমি দেখি রাস্তায় দুজনের মধ্যে বচসা হচ্ছে । ঠেকাতে গিয়েছিলাম, পরে শুনলাম থানায় মিথ্যে অভিযোগ করা হয়েছে । গতকাল কারওকে মারা হয়নি ৷ দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্পেনে ‘ইন্ডিয়া’ জোটের লোক খুঁজতে গিয়েছেন, কটাক্ষ দিলীপ ঘোষের

অপর এক ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, "বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে মস্তান অসামাজিক মানুষজনের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ, তাই মিথ্যে সাক্ষী দিয়েছেন ।" তবে এই সুযোগে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল।

নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তপন সরকার জানান, "ছোট হোক বা বড়, যে কোনও প্রোগ্রামে ওরা যে টাকা খরচ করে, তার 10 গুণ টাকা তোলে । ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য । আগামী দিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস ।"

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । তাঁরাও ফুলিয়ার ঘটনার কথা তুলে ধরে বলেন, "রাজ্যে এই দৌরাত্ম্য আগে ছিল না । একটা রাজনৈতিক সভা হবে আর সেই সভা থেকে চাঁদা সংগ্রহ করবে আর চাঁদা না দিলে ব্যবসায়ীকে মারধর করবে ! বিজেপির এই অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"

ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ফুলিয়া, 15 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর সভার জন্য জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠল নদিয়ায় ৷ শুধু তাই নয়, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরেরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে শাসকদল ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং শশী পাঁজা । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

গতকাল নদিয়ার ফুলিয়াতে একটি সভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর তাঁর এই সভার জন্যই বিজেপির পার্টি ফান্ডে জমা করতে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয় বলে অভিযোগ ৷ টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরেরও অভিযোগ ওঠে । ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে ।

ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকাযর । এ প্রসঙ্গে ব্যবসায়ী সুজন জোয়ারদারের অভিযোগ, বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মণ্ডল সভাপতি ও স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজন তাঁর পথ রুদ্ধ করে মোটা টাকা দাবি করেন শুভেন্দু অধিকারীর সভার খরচের জন্য । তাঁদের সুজন বলেন যে, তিনি মূলত ব্যবসায়ী ৷ বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়াতে পারেন ৷ তবে পার্টি ফান্ডে কখনওই টাকা দেবেন না ৷ এরপর তাঁকে প্রথমে হাতে, পরবর্তীতে ইট এবং বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ।

স্থানীয় ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানোর পর মাথার স্ক্যান করিয়ে গতকাল সন্ধ্যায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন সেই ব্যবসায়ী । তাঁর স্ত্রী মৌসুমী জোয়ারদার বলেন, "শুধু আমার স্বামী নন, এই এলাকায় অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলেছেন বিজেপির ওই নেতা ৷ আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি, পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীকে শাস্তি দিক ।"

প্রতিবেশী অরজিৎ পাল বলেন, "আমার কাছেও টাকা চাওয়া হয়েছিল, তবে ভয়ে থানায় জানাতে পারিনি ৷ রাজনৈতিক নেতৃত্ব স্বচ্ছ এবং নমনীয় হওয়া প্রয়োজন।" এ প্রসঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রদীপ সরকার। তিনি জানান, "আমি রাজনীতি করি, ভাই করে ব্যবসা ৷ আমি দেখি রাস্তায় দুজনের মধ্যে বচসা হচ্ছে । ঠেকাতে গিয়েছিলাম, পরে শুনলাম থানায় মিথ্যে অভিযোগ করা হয়েছে । গতকাল কারওকে মারা হয়নি ৷ দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্পেনে ‘ইন্ডিয়া’ জোটের লোক খুঁজতে গিয়েছেন, কটাক্ষ দিলীপ ঘোষের

অপর এক ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, "বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে মস্তান অসামাজিক মানুষজনের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ, তাই মিথ্যে সাক্ষী দিয়েছেন ।" তবে এই সুযোগে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল।

নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তপন সরকার জানান, "ছোট হোক বা বড়, যে কোনও প্রোগ্রামে ওরা যে টাকা খরচ করে, তার 10 গুণ টাকা তোলে । ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য । আগামী দিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস ।"

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । তাঁরাও ফুলিয়ার ঘটনার কথা তুলে ধরে বলেন, "রাজ্যে এই দৌরাত্ম্য আগে ছিল না । একটা রাজনৈতিক সভা হবে আর সেই সভা থেকে চাঁদা সংগ্রহ করবে আর চাঁদা না দিলে ব্যবসায়ীকে মারধর করবে ! বিজেপির এই অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.