তেহট্ট, 4 সেপ্টেম্বর: তিন দিন ধরে হাসপাতালের সামনে পড়ে রয়েছেন এক ব্যক্তি । ঘুরেও তাকাননি হাসপাতালের কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী । ফলে আবারও স্বাস্থ্য দফতরের মানবিকতা নিয়ে উঠল প্রশ্ন । নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালের ঘটনা ।
তেহট্ট মহকুমা হাসপাতালের সামনে একটি জল প্রকল্প রয়েছে । সেখানেই তিনদিন ধরে এক ব্যক্তি পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, হাসপাতলে থাকা রোগীর আত্মীয়রা ওই জল প্রকল্প থেকেই পানীয় জল সংগ্রহ করেন । জল প্রকল্পের সামনেই ওই ব্যক্তি পড়ে থাকায় ভয়ে কেউ জল আনতে যেতে পারছেন না । সেই কারণে বেজায় সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা । এ দিকে, তিন দিন ধরে সেখানে ওই ব্যক্তি পড়ে থাকলেও হাসপাতালে কোনও কর্মী বা চিকিৎসক তাঁকে চিকিৎসার জন্য তুলে নিয়ে যাননি ।
ওই ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে । কারওকে তাঁর সামনে আসতে দেখলে নাকি তিনি তেড়ে আসছেন ৷ সেই কারণেই রোগীর আত্মীয়রা জল আনতে যেতে ভয় পাচ্ছেন ।
আরও পড়ুন: সিআইএসএফের স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার 234 কেজি গাঁজা ! আটক চালক
শ্রীকৃষ্ণপুর থেকে আসা এক রোগীর আত্মীয়া দেবিকা রায় বলেন, "আমি আমার পরিবারের অসুস্থ এক জনকে নিয়ে তিন দিন ধরে হাসপাতালে রয়েছি । সেই তিনদিন ধরেই দেখছি ওই ব্যক্তি জল প্রকল্পের সামনে পড়ে রয়েছেন । জল আনতে গেলেই তিনি তেড়ে আসছেন, সেই কারণে জল আনতে যেতে পারছি না ।"
যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ । ওই ব্যক্তি মানসিক রোগী হলে তারও যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের অমানবিক আচরণের সমালোচনা করেছেন অনেকেই ৷