ETV Bharat / state

একদিন পিছিয়ে,আজ থেকে শুরু নদিয়া বন উৎসব - নদিয়া বন উৎসব

বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হল নদিয়া জেলা বন উৎসব।প্রতিবছর 14 জুলাই এই বন উৎসব শুরু হয়। এই বছর সরকারের নির্দেশে 14 জুলাই এর বদলে আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে সাত দিন ধরে ।

Nadia
Nadia
author img

By

Published : Jul 15, 2020, 4:29 PM IST

নদিয়া, 15 জুলাই: বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হল নদিয়া বন উৎসব। আজ বৃক্ষরোপণ করেন জেলাশাসক বিভু গোয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ জেলার সভাধিপতি। সাত দিন ধরে চলবে এই বন উৎসব।

প্রতি বছর 14 জুলাই এই বন উৎসব শুরু হয়। কোরোনা আবহের কারণে এই বছর সরকারের তরফ থেকে 15 তারিখ থেকে এই উৎসব শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আজ নদিয়া জেলার বনদপ্তর এবং জেলা পরিষদের উদ্যোগে শুরু হল উৎসব।

বন উৎসব পালন নিয়ে সভাধিপতি রিক্তা কুণ্ড বলেন,"যেভাবে দিন দিন সবুজ ধ্বংসের পরিমাণ বেড়ে চলেছে তার উপর আমফান ঝড়ের তাণ্ডবে যেভাবে সবুজ ধ্বংস হয়েছে আমাদের উচিত যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করা। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বৃক্ষরোপণ চলবে।" জেলা সভাধিপতির সাথে সহমত জেলাশাসক বিভু গোয়েলও। তিনি বলেন," সারা জেলা জুড়ে আমাদের একটি ট্যাবলো চলবে। প্রতিটি BDO এবং পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে গাছের চারা বিতরণ করার জন্য। অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে তারাও চাইলে বনদপ্তর এর কাছ থেকে গাছের চারা নিয়ে বৃক্ষরোপণ করতে পারেন।"

নদিয়া, 15 জুলাই: বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হল নদিয়া বন উৎসব। আজ বৃক্ষরোপণ করেন জেলাশাসক বিভু গোয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ জেলার সভাধিপতি। সাত দিন ধরে চলবে এই বন উৎসব।

প্রতি বছর 14 জুলাই এই বন উৎসব শুরু হয়। কোরোনা আবহের কারণে এই বছর সরকারের তরফ থেকে 15 তারিখ থেকে এই উৎসব শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আজ নদিয়া জেলার বনদপ্তর এবং জেলা পরিষদের উদ্যোগে শুরু হল উৎসব।

বন উৎসব পালন নিয়ে সভাধিপতি রিক্তা কুণ্ড বলেন,"যেভাবে দিন দিন সবুজ ধ্বংসের পরিমাণ বেড়ে চলেছে তার উপর আমফান ঝড়ের তাণ্ডবে যেভাবে সবুজ ধ্বংস হয়েছে আমাদের উচিত যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করা। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বৃক্ষরোপণ চলবে।" জেলা সভাধিপতির সাথে সহমত জেলাশাসক বিভু গোয়েলও। তিনি বলেন," সারা জেলা জুড়ে আমাদের একটি ট্যাবলো চলবে। প্রতিটি BDO এবং পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে গাছের চারা বিতরণ করার জন্য। অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে তারাও চাইলে বনদপ্তর এর কাছ থেকে গাছের চারা নিয়ে বৃক্ষরোপণ করতে পারেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.