ETV Bharat / state

নদিয়ায় বিভিন্ন বাজার পরিদর্শনে DM ও SP - sp

কোরোনা নিয়ে প্রশাসনের নিয়ম জনগণ কতটা মেনে চলছেন তা খতিয়ে দেখতে গতকাল পরিদর্শনে নামেন নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 20, 2020, 10:11 AM IST

কৃষ্ণনগর, 20 এপ্রিল : কোরোনা সর্তকতায় সরকারি নির্দেশিকা জনগণ সঠিকভাবে মানছেন কি না তা খতিয়ে দেখতে পরিদর্শনে নামলেন নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপার । সকলে মাস্ক পরছেন কি না বা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না তা দেখেন তাঁরা । গতরাতে কৃষ্ণনগরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন পুলিশ প্রশাসনের এই কর্তারা ।

ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । তাই এই সংক্রমণ রুখতে প্রশাসন আরও কঠোরভাবে নিয়ম মেনে চলার কথা ঘোষণা করেছেন । ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে সরকারি তরফে । কিন্তু সাধারণ মানুষ সেই নির্দেশ কতটা মানছেন তা দেখতেই গতকাল রাতে কৃষ্ণনগরের কয়েকটি ব্যস্ততম বাজার পরিদর্শন করেন জেলাশাসক বিভূ গোয়েল ও কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই।

এই বিষয়ে পুলিশ সুপার বলেন, "যেসব জায়গায় মূলত জমায়েতের সৃষ্টি হয় আমরা সেই জায়গাগুলি পরিদর্শন করলাম । ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললাম । তাঁদের মাস্ক এবং ওষুধপত্র বিতরণ করা হয়েছে এদিন ।" কৃষ্ণনগর বাজারের এক বিক্রেতা বলেন, "প্রশাসনের উদ্যোগ খুব ভালো লেগেছে । মানুষ যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যবস্থা ।"

কৃষ্ণনগর, 20 এপ্রিল : কোরোনা সর্তকতায় সরকারি নির্দেশিকা জনগণ সঠিকভাবে মানছেন কি না তা খতিয়ে দেখতে পরিদর্শনে নামলেন নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপার । সকলে মাস্ক পরছেন কি না বা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না তা দেখেন তাঁরা । গতরাতে কৃষ্ণনগরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন পুলিশ প্রশাসনের এই কর্তারা ।

ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । তাই এই সংক্রমণ রুখতে প্রশাসন আরও কঠোরভাবে নিয়ম মেনে চলার কথা ঘোষণা করেছেন । ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে সরকারি তরফে । কিন্তু সাধারণ মানুষ সেই নির্দেশ কতটা মানছেন তা দেখতেই গতকাল রাতে কৃষ্ণনগরের কয়েকটি ব্যস্ততম বাজার পরিদর্শন করেন জেলাশাসক বিভূ গোয়েল ও কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই।

এই বিষয়ে পুলিশ সুপার বলেন, "যেসব জায়গায় মূলত জমায়েতের সৃষ্টি হয় আমরা সেই জায়গাগুলি পরিদর্শন করলাম । ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললাম । তাঁদের মাস্ক এবং ওষুধপত্র বিতরণ করা হয়েছে এদিন ।" কৃষ্ণনগর বাজারের এক বিক্রেতা বলেন, "প্রশাসনের উদ্যোগ খুব ভালো লেগেছে । মানুষ যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যবস্থা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.