রানাঘাট , 11 মে : লকডাউনের মধ্যেই সম্প্রীতির নজির রানাঘাটে । দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এক মুমূর্ষ রোগীকে রোজ়া ভেঙে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক মুসলিম মহিলা । রানাঘাট মহকুমা হাসপাতালের ঘটনা ৷
কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে ৷ রক্তের চাহিদার অনুপাতে জোগান মিলছে না ঠিক মতো ৷ তাই লকডাউনের মধ্যে অনলাইনের মাধ্যমে রক্ত জোগান করার জন্য নদিয়া শান্তি সেবা কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয় ৷ দীর্ঘদিন ধরে রানাঘাটে জটিল রোগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জ্যোৎস্না রায় নামে এক মহিলা ।
বর্তমান পরিস্থিতিতে তাঁর পরিবার রক্ত জোগাড় করতে হিমশিম খাচ্ছে ৷ সেই খবর পেয়ে ওই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবার রক্তদান করলেন উমা খন্দকার নামের ওই মহিলা । তিনি এই রমজ়ান মাসে পবিত্র রোজ়া পালন বন্ধ করে এগিয়ে এলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে ।
কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে জাতি , বর্ণ , ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের বিশিষ্ট ব্যক্তিরা । ওই মহিলার দাবি , এই সংকটময় পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ৷ তবেই কোরোনা মোকাবিলা সম্ভব হবে ।