শান্তিপুর, 20 সেপ্টেম্বর : খুন, ধর্ষণ, অত্যাচার এ রাজ্যে কোরোনার চেয়েও ভয়ঙ্কর মহামারির আকার ধারণ করেছে । নদিয়ার শান্তিপুরে BJP-র একটি স্বনির্ভর গোষ্ঠীর সভায় উপস্থিত হয়ে একথা বললেন রাজ্য BJP-র মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল ।
রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে BJP মহিলা সভানেত্রী বলেন, "যতদিন এগিয়েছে রাজ্যে খুন এবং ধর্ষণের পরিমাণ ততই বেড়ে চলেছে । বর্তমানে কোরোনা যেভাবে বিশাল আকার ধারণ করেছে তার থেকেও ভয়ঙ্করভাবে রাজ্যে খুন ধর্ষণের পরিমাণ বেড়েছে । তবে যারা ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত তাঁরা কোনও শাস্তি পাচ্ছে না । BJP করলেই এ রাজ্যে সাজা দেওয়া হয় ।"
রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে একাধিক ধর্ষণের ঘটনা তিনি ছোট করে দেখেন এবং বিচার হওয়ার আগেই সাজানো ঘটনা বলে আখ্যা দেন । এর পাশাপাশি যারা ধর্ষিতা তাঁদের টাকা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন । তবে আগামী একুশের ভোটে রাজ্যে BJP সরকার আসতে চলেছে । যদি কেউ অন্যায় করে থাকে তাঁরা রেহাই পাবে না ।"