ETV Bharat / state

সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ মা ও দাদুর বিরুদ্ধে - crime

নদিয়ার নাকাশিপাড়ায় সদ্যোজাত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে খুনের অভিযোগ উঠল মা ও দাদুর বিরুদ্ধে ।

অভিযুক্ত
author img

By

Published : Jul 18, 2019, 7:55 PM IST

নাকাশিপাড়া , 18 জুলাই : সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল মা ও দাদুর বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া বিল্বগ্রামের ।

মঙ্গলবার রাতে কন্যা সন্তান প্রসব করেন টুম্পা মণ্ডল (28) । অভিযোগ , নির্জন জায়গায় সদ্যোজাতকে পম্পা ও তাঁর বাবা মাটিতে গর্ত করে পুঁতে দেয় । সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের । এরপরই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল টুম্পার । কয়েক বছর ধরেই স্বামী ও শ্বশুড়বাড়ি ছেড়ে বাবার কাছে রয়েছে সে । সামাজিক সম্মানহানির ভয়েই শিশুটিকে হত্যা করেছে তারা । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । গ্রেপ্তার করা হয় পম্পা ও তার বাবাকে ।

নাকাশিপাড়া , 18 জুলাই : সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল মা ও দাদুর বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া বিল্বগ্রামের ।

মঙ্গলবার রাতে কন্যা সন্তান প্রসব করেন টুম্পা মণ্ডল (28) । অভিযোগ , নির্জন জায়গায় সদ্যোজাতকে পম্পা ও তাঁর বাবা মাটিতে গর্ত করে পুঁতে দেয় । সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের । এরপরই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল টুম্পার । কয়েক বছর ধরেই স্বামী ও শ্বশুড়বাড়ি ছেড়ে বাবার কাছে রয়েছে সে । সামাজিক সম্মানহানির ভয়েই শিশুটিকে হত্যা করেছে তারা । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । গ্রেপ্তার করা হয় পম্পা ও তার বাবাকে ।

Intro:এক সদ্যোজাতকে মাটিতে পুতে দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া বিল্লগ্রামের।
ওই গ্রামের কয়েক বছর ধরে স্বামী ছেড়ে পম্পা মন্ডল তার বাবার বাড়িতেই থাকেন। মঙ্গলবার রাতে তার বাড়িতেই তিনি একটি সন্তান প্রসব করেন কিন্তু তার অজান্তেই তার বাবা চিত্ত রঞ্জন মন্ডল ওই সদ্যোজাত কে মেরে ফেলে বলে অভিযোগ।তার পর একটি নির্জন জায়গায় পম্পা ও তার বাবা শিশু টিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলে। এরপরই এলাকার মানুষের সন্দেহ হয়। গ্রামবাসীদের অভিযোগ সম্মান হানির ভয়ে চম্পা ও তার বাবা পরিকল্পনা করে ওই শিশুটিকে হত্যা করেছে।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায় এবং এই ঘটনার জেরে পম্পা ও তার বাবা কে গ্রেপ্তার করে পুলিশ।।Body:NAKASHIPARA CHILD MARDARConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.