ETV Bharat / state

পারিবারিক অশান্তির জের, নবদ্বীপে আত্মঘাতী মা ও ছেলে - Mother and Son attempted suicide in Nadia

নদিয়া জেলায় নবদ্বীপের মায়াপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মা ও ছেলে ।

death
author img

By

Published : Sep 20, 2019, 10:58 PM IST

নবদ্বীপ, 20 সেপ্টেম্বর : পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মা ও ছেলে । নবদ্বীপের মায়াপুরের ঘটনা ৷ আজ দুপুরে বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদের নাম মায়ারানি হালদার (55) এবং নিরঞ্জন হালদার (24) ৷

চার বছর আগে বিয়ে হয় নিরঞ্জন হালদারের ৷ নিরঞ্জন পেশায় একজন মোটর মেকানিক ৷ পরিবার সূত্রে খবর, বিয়ের কয়েকদিন পর থেকেই নানা কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হত নিরঞ্জনের ৷ সম্প্রতি পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী ৷ এই বিষয়ে ছেলে নিরঞ্জনের সঙ্গে মতবিরোধ হয় মায়ারানিরও ৷ একটি স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করতেন তিনি । আজ দুপুরে স্কুলে না যাওয়ায় সন্দেহ হয় সহকর্মীদের ৷ বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাঁরা দেখেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মায়া ৷ মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিরঞ্জনও ।

মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ ।

নবদ্বীপ, 20 সেপ্টেম্বর : পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মা ও ছেলে । নবদ্বীপের মায়াপুরের ঘটনা ৷ আজ দুপুরে বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদের নাম মায়ারানি হালদার (55) এবং নিরঞ্জন হালদার (24) ৷

চার বছর আগে বিয়ে হয় নিরঞ্জন হালদারের ৷ নিরঞ্জন পেশায় একজন মোটর মেকানিক ৷ পরিবার সূত্রে খবর, বিয়ের কয়েকদিন পর থেকেই নানা কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হত নিরঞ্জনের ৷ সম্প্রতি পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী ৷ এই বিষয়ে ছেলে নিরঞ্জনের সঙ্গে মতবিরোধ হয় মায়ারানিরও ৷ একটি স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করতেন তিনি । আজ দুপুরে স্কুলে না যাওয়ায় সন্দেহ হয় সহকর্মীদের ৷ বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাঁরা দেখেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মায়া ৷ মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিরঞ্জনও ।

মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ ।

Intro:পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মা ও ছেলে।শুক্রবার দুপুরে ঘটনাটি নদীয়ার নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুরে।মৃতের নাম মায়া রানী হালদার(৫৫) ও নিরঞ্জন হালদার(২৪)।সূত্রের খবর,বছর চারেক আগে বিবাহ করেন প্রাচীন মায়াপুরের জাতীয় বিদ্যালয় পাড়ার বাসিন্দা পেশায় মোটর মেকানিক নিরঞ্জন হালদার।অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বৌমার সঙ্গে বনিবনা হচ্ছিল নিরঞ্জনের এর মা মায়াদেবীর।অভিযোগ,সম্প্রতি পারিবারিক অশান্তির জেরে বাপের বাড়ী চলে যায় নিরঞ্জনের স্ত্রী।অভিযোগ,এই বিষয়ে ছেলে নিরঞ্জনের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছিল মায়াদেবীর।স্থানীয় জাতীয় বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কাজ করতেন মায়াদেবী।অভিযোগ,শুক্রবার দুপুর পর্যন্তও মায়াদেবী রান্নার কাজে না যাওয়ায় তার খোঁজ নিতে বাড়ীতে যান স্কুলের সহকর্মীরা।অভিযোগ, বাড়িতে খোঁজ নিতে গিয়ে তারা দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছেন মায়া দাবি।মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ীতে এসে মায়ের ঝুলন্ত দেহ দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন ছেলে নিরঞ্জন।পরে ছেলে নিরঞ্জনও তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন।স্থানীয় বাসিন্দারা মা ও ছেলেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মা এবং ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জাতীয় বিদ্যালয় পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ।Body:NABDWIP DEAD BODYConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.