ETV Bharat / state

'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে ভাঙচুর বাড়িঘর, তৃণমূল কার্যালয় - BJP

'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের । তৃণমূল কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় তারা ।

ভাঙচুর বাড়িঘর, দোকান
author img

By

Published : Jun 19, 2019, 12:18 PM IST

Updated : Jun 19, 2019, 12:42 PM IST

কল্যাণী, 19 জুন : 'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের । ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের বাড়ি, দোকান । তৃণমূল কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । ঘটনাটি কল্যাণীর সগুনা এলাকার আনন্দনগরের সুভাষনগরের ।

স্থানীয়দের অভিযোগ, গতরাত 11টা নাগাদ মুখে কাপড় বেঁধে 10-15 জন দুষ্কৃতী এলাকায় এসে বোমাবাজি করে । তৃণমূল কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় । বাদ যায়নি প্রাক্তন সেনাকর্মীর বাড়িও । স্থানীয়দের বাড়িতে ঢুকে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয় । ভাঙচুর চালানো হয় । এমন কী, স্থানীয়দের মারধর করা হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয়রা বলেন, "যারা হামলা করেছিল তারা কোন দলে করে জানি না । তবে জয়শ্রীরাম স্লোগান দিতে দিতে তাণ্ডব চালায় ।" এবিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের মতে, এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে তৃণমূল ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

কল্যাণী, 19 জুন : 'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের । ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের বাড়ি, দোকান । তৃণমূল কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । ঘটনাটি কল্যাণীর সগুনা এলাকার আনন্দনগরের সুভাষনগরের ।

স্থানীয়দের অভিযোগ, গতরাত 11টা নাগাদ মুখে কাপড় বেঁধে 10-15 জন দুষ্কৃতী এলাকায় এসে বোমাবাজি করে । তৃণমূল কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় । বাদ যায়নি প্রাক্তন সেনাকর্মীর বাড়িও । স্থানীয়দের বাড়িতে ঢুকে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয় । ভাঙচুর চালানো হয় । এমন কী, স্থানীয়দের মারধর করা হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয়রা বলেন, "যারা হামলা করেছিল তারা কোন দলে করে জানি না । তবে জয়শ্রীরাম স্লোগান দিতে দিতে তাণ্ডব চালায় ।" এবিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের মতে, এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে তৃণমূল ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Intro:জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর দোকান এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নদিয়ার কল্যাণীর সগুনা এলাকার আনন্দ নগর সুভাষ নগর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর রাত এগারটা থেকে সাড়ে এগারোটা নাগাদ কাপড়ে মুখ ঢাকা অবস্থায় 10 থেকে 15 জন দুষ্কৃতী এলাকায় বোমাবাজি করে। ভাঙচুর করে তৃণমূলের দলীয় কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের হাত থেকে বাদ যায়নি প্রাক্তন সেনা কর্মীর বাড়িও ।সাধারণ মানুষের বাড়ি ঢুকে ঢুকে গুলি করে খুন করে দেওয়ার হুমকি দেয় ভাঙচুর চালায় এমনকি মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ এলে পালিয়ে যায় দুষ্কৃতী দল। এলাকার মানুষের দাবি তারা কোন দল করে সেটা জানি না তবে তারা মুখে জয় শ্রীরাম ধ্বনি দেই এমন তাণ্ডব চালিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলে জানানো হয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের মতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।Body:NADIA KALYANIConclusion:
Last Updated : Jun 19, 2019, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.