ETV Bharat / state

Hanskhali Minor Girl Rape: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ হাঁসখালিতে, গ্রেফতার অভিযুক্ত - হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের অভিযোগ

হাঁসখালিতে আবারও ধর্ষণের ঘটনা(Hanskhali Minor Girl Rape)৷ এবার লালসার শিকার এক চতুর্থ শ্রেণির ছাত্রী ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Oct 13, 2022, 10:57 PM IST

হাঁসখালি, 13 অক্টোবর: চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ হাঁসখালিতে(minor girl raped allegation in hanskhali)৷ ভয় দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করতেও বাধা দেওয়া হয় বলে দাবি নির্যাতিতার পরিবারের । অভিযোগ, টাকার বিনিময়ে সমস্ত ঘটনা চেপে যাওয়ার জন্য নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল । শেষমেশ এগিয়ে আসেন নাবালিকার স্কুলের শিক্ষিকারা । তাঁদের উদ্যোগে চাইল্ড লাইনের মধ্যস্থতায় অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । এরপরই পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

বুধবার সন্ধ্যায় নির্যাতিতা ছাত্রীর মা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যান । এরপর রাত আটটা নাগাদ ওই কিশোরী তার মাকে ডাকতে যায় । অভিযোগ, তখন বছর পঞ্চাশের ওই প্রতিবেশী ব্যক্তি মুখে গামছা দিয়ে চেপে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ওই ছাত্রীকে । কাউকে কিছু বললে নাবালিকাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

কিন্তু মেয়ের অবস্থা দেখে কিছু আঁচ করতে পারেন মা । তিনি জিজ্ঞাসা করতেই নাবালিকা মাকে বিষয়টি জানায় ৷ এরপর বিষয়টি জানাজানি হতেই পরিবারকে টাকা নিয়ে সমস্ত ঘটনা চেপে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে অভিযুক্ত ।নির্যাতিতার বাবা স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের বিষয়টি জানালে তাঁরা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করেন । চাইল্ড লাইনের উদ্যোগে হাঁসখালি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । এরপর বৃহস্পতিবার রানাঘাট আদালতে পেশ করা হয় । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে 376/120 B সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কিছুদিন আগেই হাঁসখালিতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে । ওই কিশোরীর মৃত্যু হয় । প্রমাণ লোপাট করতে আবার শ্মশানে নিয়ে গিয়ে লুকিয়ে দেহ পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ ওঠে । তা নিয়ে রাজনৈতিক তরজা ওঠে তুঙ্গে । কারণ তাতে মূল অভিযুক্তের তালিকায় ছিল এলাকার দাপুটে তৃণমূল নেতার ছেলের নাম । সেই রেশ কাটার আগেই এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল ।

আরও পড়ুন : হাঁসখালি থানার আইসি ও অফিসারের বিরুদ্ধে তদন্তের আর্জি, হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা

হাঁসখালি, 13 অক্টোবর: চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ হাঁসখালিতে(minor girl raped allegation in hanskhali)৷ ভয় দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করতেও বাধা দেওয়া হয় বলে দাবি নির্যাতিতার পরিবারের । অভিযোগ, টাকার বিনিময়ে সমস্ত ঘটনা চেপে যাওয়ার জন্য নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল । শেষমেশ এগিয়ে আসেন নাবালিকার স্কুলের শিক্ষিকারা । তাঁদের উদ্যোগে চাইল্ড লাইনের মধ্যস্থতায় অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । এরপরই পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

বুধবার সন্ধ্যায় নির্যাতিতা ছাত্রীর মা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যান । এরপর রাত আটটা নাগাদ ওই কিশোরী তার মাকে ডাকতে যায় । অভিযোগ, তখন বছর পঞ্চাশের ওই প্রতিবেশী ব্যক্তি মুখে গামছা দিয়ে চেপে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ওই ছাত্রীকে । কাউকে কিছু বললে নাবালিকাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

কিন্তু মেয়ের অবস্থা দেখে কিছু আঁচ করতে পারেন মা । তিনি জিজ্ঞাসা করতেই নাবালিকা মাকে বিষয়টি জানায় ৷ এরপর বিষয়টি জানাজানি হতেই পরিবারকে টাকা নিয়ে সমস্ত ঘটনা চেপে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে অভিযুক্ত ।নির্যাতিতার বাবা স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের বিষয়টি জানালে তাঁরা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করেন । চাইল্ড লাইনের উদ্যোগে হাঁসখালি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । এরপর বৃহস্পতিবার রানাঘাট আদালতে পেশ করা হয় । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে 376/120 B সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কিছুদিন আগেই হাঁসখালিতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে । ওই কিশোরীর মৃত্যু হয় । প্রমাণ লোপাট করতে আবার শ্মশানে নিয়ে গিয়ে লুকিয়ে দেহ পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ ওঠে । তা নিয়ে রাজনৈতিক তরজা ওঠে তুঙ্গে । কারণ তাতে মূল অভিযুক্তের তালিকায় ছিল এলাকার দাপুটে তৃণমূল নেতার ছেলের নাম । সেই রেশ কাটার আগেই এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল ।

আরও পড়ুন : হাঁসখালি থানার আইসি ও অফিসারের বিরুদ্ধে তদন্তের আর্জি, হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.