কৃষ্ণনগর, 4 এপ্রিল : গৃহবন্দী হয়ে কাজ হারিয়েছেন অনেকেই। টান পড়েছে অর্থের। নিম্নবিত্তের ঘরে কার্যত শূন্য খাদ্যভাণ্ডার। মূলত তাঁদের কথা মাথায় রেখে চাল, ডাল, আলু এবং আটা বিতরণ করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ বলে জানান তিনি।
সারা দেশে থাবা বসিয়েছে কোরোনা সংক্রমণ ৷ অন্যান্য দেশগুলির থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ যার জেরে গৃহবন্দী সাধারণ মানুষ ৷ আর সবথেকে বেশি সমস্যায় পড়েছেন যাঁরা দিন আনেন দিন খান ৷ অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণির মানুষ ৷ অনেকের ঠিকমতো দু'বেলা খাওয়া জুটছে না ৷ মূলত তাঁদের মধ্যে চাল, আলু এবং আটা বিতরণের উদ্যোগ নিলেন রাজ্যের কারামন্ত্রী ৷ এদিন তিনি কৃষ্ণনগরের মোট 5টি অঞ্চলে খাদ্য সামগ্রী বিলি করেন ৷ এক একটি অঞ্চলে 10 কুইন্টাল চাল, 5 কুইন্টাল আটা ও 3 কুইন্টাল আলু এবং ডিম, ডাল বিতরণ করেন ৷
কারামন্ত্রী বলেন, "ধারাবাহিকভাবে এই কাজ আমি করে যাব ৷ সাধারণ মানুষ যাঁরা রেশন পাচ্ছেন ঠিক তার পাশাপাশি যাঁরা সত্যি নিম্নবিত্ত শ্রেণির মানুষ তাঁদের আমি ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য দ্রব্য দেব ৷"