ETV Bharat / state

দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

আবার ফিরে আসছে গত বছরের ভয়ঙ্কর ছবি । ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । একদিকে করোনার ভয়াবহতা । অন্যদিকে কাজের বাজারে মন্দা । লকডাউন শুরু হয়ে গিয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে । আর তাই ঘরপোড়া গোরুর সিঁদুরে মেঘ দেখার মতো অবস্থা পরিযায়ীদের । যেভাবেই হোক ঘরমুখো হতে চাইছেন তাঁরা ।

migrant workers are returning their home
দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
author img

By

Published : May 9, 2021, 4:35 PM IST

Updated : May 9, 2021, 5:45 PM IST

নবদ্বীপ, 9 মে : করোনা আবহে কাজের বাজার মন্দা বলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা । করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় ইতিমধ্যেই লকডাউন শুরু হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে । যার ফলে স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে পড়েছেন দিল্লি, মুম্বই, চেন্নাইসহ ভারতের বিভিন্ন বড় বড় শহরে কাজ করতে যাওয়া হাজার হাজার শ্রমিক । ঘরমুখো হচ্ছেন তাঁরা ।

আবার ফিরে আসছে গত বছরের ভয়ঙ্কর ছবি । ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । একদিকে করোনার ভয়াবহতা । অন্যদিকে কাজের বাজারে মন্দা । আর তাই ঘরপোড়া গোরুর সিঁদুরে মেঘ দেখার মতো অবস্থা পরিযায়ীদের । যেভাবেই হোক ঘরমুখো হতে চাইছেন তাঁরা । ফের দেখা মিলছে ভিনরাজ্য থেকে ফেরত আসা শ্রমিকদের ।

রবিবার সকালে হাওড়া থেকে রাধিকাপুর এক্সপ্রেস বা শ্রমিক স্পেশাল ট্রেনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের ফিরতে দেখা গেল ৷ সকাল আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দুপুর বারোটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে এসে দাঁড়িয়ে যায় । কাটোয়া ডিভিশনে রেল লাইনে কাজ হওয়ার কারণেই ট্রেনটিকে নবদ্বীপ স্টেশনে দাঁড় করাতে বাধ্য হয় রেল দফতর ।

আরও পড়ুন : দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডসহ বিভিন্ন এলাকার বহু পরিযায়ী শ্রমিককে এই দিন ফিরে আসতে দেখা গেল । ভবিষ্যত কি জানা নেই । জানা নেই সংসার চলবে কিসে । তাই বলে বিদেশ বিভুঁইয়ে না খেয়ে পড়ে থেকে পরিবারের চিন্তায় মরতে চান না তাঁরা । আগামী দিনে গত বছরের ছবি ফিরে আসুক চান না কেউই ।

নবদ্বীপ, 9 মে : করোনা আবহে কাজের বাজার মন্দা বলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা । করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় ইতিমধ্যেই লকডাউন শুরু হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে । যার ফলে স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে পড়েছেন দিল্লি, মুম্বই, চেন্নাইসহ ভারতের বিভিন্ন বড় বড় শহরে কাজ করতে যাওয়া হাজার হাজার শ্রমিক । ঘরমুখো হচ্ছেন তাঁরা ।

আবার ফিরে আসছে গত বছরের ভয়ঙ্কর ছবি । ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । একদিকে করোনার ভয়াবহতা । অন্যদিকে কাজের বাজারে মন্দা । আর তাই ঘরপোড়া গোরুর সিঁদুরে মেঘ দেখার মতো অবস্থা পরিযায়ীদের । যেভাবেই হোক ঘরমুখো হতে চাইছেন তাঁরা । ফের দেখা মিলছে ভিনরাজ্য থেকে ফেরত আসা শ্রমিকদের ।

রবিবার সকালে হাওড়া থেকে রাধিকাপুর এক্সপ্রেস বা শ্রমিক স্পেশাল ট্রেনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের ফিরতে দেখা গেল ৷ সকাল আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দুপুর বারোটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে এসে দাঁড়িয়ে যায় । কাটোয়া ডিভিশনে রেল লাইনে কাজ হওয়ার কারণেই ট্রেনটিকে নবদ্বীপ স্টেশনে দাঁড় করাতে বাধ্য হয় রেল দফতর ।

আরও পড়ুন : দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডসহ বিভিন্ন এলাকার বহু পরিযায়ী শ্রমিককে এই দিন ফিরে আসতে দেখা গেল । ভবিষ্যত কি জানা নেই । জানা নেই সংসার চলবে কিসে । তাই বলে বিদেশ বিভুঁইয়ে না খেয়ে পড়ে থেকে পরিবারের চিন্তায় মরতে চান না তাঁরা । আগামী দিনে গত বছরের ছবি ফিরে আসুক চান না কেউই ।

Last Updated : May 9, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.