নদিয়া, 23 এপ্রিল : কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকা, ভেঙে পড়ল একাধিক গাছ ৷ উপড়ে গেল বিদ্যুতের খুঁটি । গাছ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ শুক্রবার রাতে নদিয়ার করিমপুর থানা এলাকায় মাত্র কয়েকমিনিট দাপট দেখায় কালবৈশাখীর ( Karimpur Storm) ।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি জেলাকে কালবৈশাখী হওয়ার সর্তকতা দেওয়া হয়েছিল। নদিয়ার একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি না হলেও করিমপুরে কয়েকমিনিটের ঝরে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। এর ফলে একাধিক জায়গায় গাছ পড়ে যায় রাস্তা বন্ধ হয়ে যায়।
করিমপুর থানার শিকারপুর রোডের ফুলখালি এলাকায় কৃষ্ণ হালদার (60) নামে এক বৃদ্ধ জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। হাওয়ার গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং দমকা হাওয়ার দাপটে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তাঁর ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধর। এর পাশাপাশি একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : বাঁকুড়ায় কালবৈশাখি, ভাঙল কাঁচা বাড়ি : ভিডিয়ো
রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় চলাচলের অনেকটা সমস্যা হয়। যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে গাছগুলি সরিয়ে ফেলা হয় ৷ তবে একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে অধিকাংশ এলাকা। বিদ্যুৎ দফতরের তরফ থেকে দ্রুত কাজ চলছে। জেলায় কালবৈশাখী দাপট দেখালেও শহর কলকাতায় দেখা মেলেনি ৷