ETV Bharat / state

নদিয়ায় যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে - নদিয়ায় যুবতি খুন

ফোনটা করেছিল মেয়ের ননদ । জানায়, আত্মহত্যা করেছে মেয়ে শম্পা । খবর পেয়ে শম্পার শ্বশুরবাড়ি পৌঁছায় তার পরিবারের লোকজন । তাদের অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে শম্পাকে ।

House wife death
মৃত যুবতি শম্পা দাস
author img

By

Published : Jan 23, 2020, 2:03 PM IST

শান্তিপুর, 23 জানুয়ারি : যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । নাম শম্পা দাস (26) । শান্তিপুর থানার কালিপুর এলাকার ঘটনা ।

তাহেরপুর থানার বিননগর বাসিন্দা শম্পা দাস । 12 বছর আগে তাঁর সঙ্গে শান্তিপুর থানার কালিপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের বিয়ে হয় । গতকাল সঞ্জয়ের বোন সঞ্চিতা মজুমদার শম্পার পরিবারকে ফোন করে । তাদের জানায়, আত্মহত্যা করেছে শম্পা । কিন্তু শম্পার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে ।

শম্পার পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত সঞ্জয় । তারপর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শম্পাকে মারধর করত । আর এই কাজে সঞ্জয়কে প্ররোচনা দিত তার বাবা-মা ও বোন । সেইসময় একাধিকবার থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় শম্পার পরিবারের তরফে । কিন্তু প্রত্যেকবারই সঞ্জয় পুলিশের সামনে শম্পা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করে নিত ।

শম্পার বাবার দাবি, গতকালও মদ খেয়ে বাড়িতে ঢোকে সঞ্জয় । তারপর শম্পাকে মারধর করে । পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করে । যদিও সঞ্জয়ের পরিবারের দাবি, আত্মহত্যা করেছে শম্পা । ঘটনায় আজ শান্তিপুর থানায় সঞ্জয় ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন শম্পার বাবা নির্মল কর্মকার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

শান্তিপুর, 23 জানুয়ারি : যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । নাম শম্পা দাস (26) । শান্তিপুর থানার কালিপুর এলাকার ঘটনা ।

তাহেরপুর থানার বিননগর বাসিন্দা শম্পা দাস । 12 বছর আগে তাঁর সঙ্গে শান্তিপুর থানার কালিপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের বিয়ে হয় । গতকাল সঞ্জয়ের বোন সঞ্চিতা মজুমদার শম্পার পরিবারকে ফোন করে । তাদের জানায়, আত্মহত্যা করেছে শম্পা । কিন্তু শম্পার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে ।

শম্পার পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত সঞ্জয় । তারপর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শম্পাকে মারধর করত । আর এই কাজে সঞ্জয়কে প্ররোচনা দিত তার বাবা-মা ও বোন । সেইসময় একাধিকবার থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় শম্পার পরিবারের তরফে । কিন্তু প্রত্যেকবারই সঞ্জয় পুলিশের সামনে শম্পা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করে নিত ।

শম্পার বাবার দাবি, গতকালও মদ খেয়ে বাড়িতে ঢোকে সঞ্জয় । তারপর শম্পাকে মারধর করে । পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করে । যদিও সঞ্জয়ের পরিবারের দাবি, আত্মহত্যা করেছে শম্পা । ঘটনায় আজ শান্তিপুর থানায় সঞ্জয় ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন শম্পার বাবা নির্মল কর্মকার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:জোরপূর্বক গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম শম্পা দাস, বয়স 26। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার কালিপুর এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় খুনের অভিযোগ দায়ের গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে। সূত্রের খবর, বছর 12 আগে তাহেরপুর থানার বিননগর বাসিন্দা শম্পা দাস এর সঙ্গে বিয়ে হয় শান্তিপুর থানার কালিপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাস এর সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শম্পা দাস কে বিভিন্ন বিষয়ে মারধোর করতো তার স্বামী সঞ্জয় দাস এবং শশুর, শাশুড়ি। একাধিকবার মারধরের কথা লিখিতভাবে থানায় জানানো হয়েছে। গৃহবধূ সম্পা দাসের বাবা নির্মল কর্মকারের অভিযোগ, তার জামাই প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে তার মেয়েকে মারধর করতো। এবং সেই মারধরের প্ররোচনা দিত সম্পা দাসের শ্বশুর-শাশুড়ি এবং ননদ সঞ্চিতা মজুমদার। বুধবার হঠাৎ সম্পা দাসের বাবার বাড়ি খবর যায় শম্পা দাস আত্মহত্যা করেছে। এরপরই সম্পা দাসের পিতা নির্মল কর্মকার শান্তিপুর থানা খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।Body:SANTIPUR HOUSE WIFE MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.