ETV Bharat / state

Mamata Banerjee: 'দলে থেকে ঝগড়া করলে সম্পর্ক রাখব না !' কোন্দল মেটাতে বার্তা মমতার - তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব

বুধবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে (Krishnanagar) জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দলকে সঙ্গবদ্ধ রাখতে কী বার্তা দেন তিনি ?

Mamata Banerjee warns party members over TMC Factionalism
Mamata Banerjee: 'দলে থেকে ঝগড়া করলে সম্পর্ক রাখব না !' কোন্দল মেটাতে বার্তা মমতার
author img

By

Published : Nov 9, 2022, 6:03 PM IST

Updated : Nov 9, 2022, 6:39 PM IST

কৃষ্ণনগর, 9 নভেম্বর: "দলে থেকে যে ঝগড়া করলে, আমি তার সঙ্গে কোনও সম্পর্ক রাখব না ৷ তা সে যত বড়ই যেই হোক না কেন !" বুধবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের (Krishnanagar) সভামঞ্চ থেকে আবারও দলীয় নেতা ও কর্মীদের এভাবেই একজোট থাকার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) দরজার কড়া নাড়ছে ৷ তার আগে তৃণমূলের অন্যতম বড় সমস্যা দলীয় কোন্দল (TMC Factionalism) ৷ এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে নয়া নজির গড়েছে বাম-রাম ৷ সিপিএম-বিজেপি জোট বেঁধে লড়াই করেছে স্থানীয় সমবায় নির্বাচনে ৷ আর তাতেই ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ দু'দিন আগের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে ৷ এদিকে, উত্তরোত্তর বাড়ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷ নদিয়া জেলাও তার ব্যতিক্রম নয় ৷ দলের এই সমস্যা তৃণমূল নেত্রীরও অজানা নয় ৷

আরও পড়ুন: 'আপনারা নাগরিক না হলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে' ! মতুয়াদের প্রশ্ন মমতার

এদিন মমতাকে বলতে শোনা যায়, "তৃণমূল কংগ্রেস যদি সঙ্গবদ্ধ থাকে, তাহলে বাম, বিজেপি, কংগ্রেস একজোট হয়েও কিচ্ছু করতে পারবে না ৷ তাই সকলে একসঙ্গে থাকুন ৷ একসঙ্গে লড়াই করুন ৷ যাঁরা দলের টিকিট পাবেন, তাঁদের হয়ে লড়াই করুন ৷" প্রসঙ্গত, নন্দকুমারের ঘটনার পরই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছিল, যে তৃণমূল সদস্যরা পঞ্চায়েত ভোটে দলের টিকিট পাবেন না, তাঁরা চাইলে তৃণমূলেরই বিরুদ্ধে বিজেপি-এর সঙ্গে লড়াই করতে পারেন ! বিজেপি নেতার এই বার্তা যে আদতে তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা, তা ভালোই বোঝেন মমতা ৷ আর সেই কারণেই এদিনের মঞ্চ থেকে তিনি দলের নেতা ও কর্মীদের বার্তা দেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মমতার বার্তা ৷

মমতা এদিন তাঁর ভাষণে বুঝিয়ে দেন, বিজেপি-ই এই মুহূর্তে তৃণমূলের প্রধান শত্রু ৷ শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, চব্বিশের লোকসভা ভোটও যে তাঁর নজরে রয়েছে, তাও বুঝিয়ে দেন মমতা ৷ তিনি বলেন, "বিজেপি-কে না হঠালে এরা আপনাদের ভাতে মারবে ৷" আসন্ন পঞ্চায়েত ভোটের আবহেই কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হটানোর বার্তা দেন মমতা ৷ তাঁর বক্তব্য, বিজেপি-এর মোকাবিলা করতে হলে পঞ্চায়েত স্তর থেকেই সঙ্গবদ্ধ লড়াই লড়তে হবে ৷ দলের যে সদস্য এই নির্দেশ অমান্য করবেন, মমতা যে তাঁকে রেয়াত করবেন না, তাও স্পষ্ট জানিয়ে দেন ৷

কৃষ্ণনগর, 9 নভেম্বর: "দলে থেকে যে ঝগড়া করলে, আমি তার সঙ্গে কোনও সম্পর্ক রাখব না ৷ তা সে যত বড়ই যেই হোক না কেন !" বুধবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের (Krishnanagar) সভামঞ্চ থেকে আবারও দলীয় নেতা ও কর্মীদের এভাবেই একজোট থাকার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) দরজার কড়া নাড়ছে ৷ তার আগে তৃণমূলের অন্যতম বড় সমস্যা দলীয় কোন্দল (TMC Factionalism) ৷ এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে নয়া নজির গড়েছে বাম-রাম ৷ সিপিএম-বিজেপি জোট বেঁধে লড়াই করেছে স্থানীয় সমবায় নির্বাচনে ৷ আর তাতেই ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ দু'দিন আগের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে ৷ এদিকে, উত্তরোত্তর বাড়ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷ নদিয়া জেলাও তার ব্যতিক্রম নয় ৷ দলের এই সমস্যা তৃণমূল নেত্রীরও অজানা নয় ৷

আরও পড়ুন: 'আপনারা নাগরিক না হলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে' ! মতুয়াদের প্রশ্ন মমতার

এদিন মমতাকে বলতে শোনা যায়, "তৃণমূল কংগ্রেস যদি সঙ্গবদ্ধ থাকে, তাহলে বাম, বিজেপি, কংগ্রেস একজোট হয়েও কিচ্ছু করতে পারবে না ৷ তাই সকলে একসঙ্গে থাকুন ৷ একসঙ্গে লড়াই করুন ৷ যাঁরা দলের টিকিট পাবেন, তাঁদের হয়ে লড়াই করুন ৷" প্রসঙ্গত, নন্দকুমারের ঘটনার পরই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছিল, যে তৃণমূল সদস্যরা পঞ্চায়েত ভোটে দলের টিকিট পাবেন না, তাঁরা চাইলে তৃণমূলেরই বিরুদ্ধে বিজেপি-এর সঙ্গে লড়াই করতে পারেন ! বিজেপি নেতার এই বার্তা যে আদতে তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা, তা ভালোই বোঝেন মমতা ৷ আর সেই কারণেই এদিনের মঞ্চ থেকে তিনি দলের নেতা ও কর্মীদের বার্তা দেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মমতার বার্তা ৷

মমতা এদিন তাঁর ভাষণে বুঝিয়ে দেন, বিজেপি-ই এই মুহূর্তে তৃণমূলের প্রধান শত্রু ৷ শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, চব্বিশের লোকসভা ভোটও যে তাঁর নজরে রয়েছে, তাও বুঝিয়ে দেন মমতা ৷ তিনি বলেন, "বিজেপি-কে না হঠালে এরা আপনাদের ভাতে মারবে ৷" আসন্ন পঞ্চায়েত ভোটের আবহেই কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হটানোর বার্তা দেন মমতা ৷ তাঁর বক্তব্য, বিজেপি-এর মোকাবিলা করতে হলে পঞ্চায়েত স্তর থেকেই সঙ্গবদ্ধ লড়াই লড়তে হবে ৷ দলের যে সদস্য এই নির্দেশ অমান্য করবেন, মমতা যে তাঁকে রেয়াত করবেন না, তাও স্পষ্ট জানিয়ে দেন ৷

Last Updated : Nov 9, 2022, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.