ETV Bharat / state

21 জুলাই শহিদ স্মরণ হয় না, পাগলু ড্যান্স হয় : মুকুল

ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের পুনর্দখল নিয়ে মুকুল বলেন, "অর্জুন লড়াকু ছেলে । ও লড়াই করে নিজের জমি রাখবে ।" ভাটপাড়ার পরিস্থিতি নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তিনি ।

author img

By

Published : Jul 15, 2019, 10:11 PM IST

Updated : Jul 15, 2019, 11:30 PM IST

ফাইল ফোটো

বিষ্ণুপুর, 15 জুলাই : "21 জুলাই শহিদ স্মরণ হয় না । 2011-তে পাগলু পাগলু নাচ হয়েছিল ।" আজ নবদ্বীপে BJP কর্মীর স্মরণসভায় এসে একথা বলেন BJP নেতা মুকুল রায় ।

আজ নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার মৃত BJP কর্মী কৃষ্ণ দেবনাথের স্মরণসভায় অংশ নেন BJP নেতা মুকুল রায় । সেখানে সাংবাদিকদের সামনে 21 জুলাই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "কয়েকবছর বাদ দিয়ে আমি এই 21 জুলাইয়ের সাক্ষী । খুঁটিপুজো করে 21 জুলাই পালন তো গত কয়েকবছরের উদাহরণ । এখন তো 21 জুলাই জলসায় পরিণত হয়েছে । 21 জুলাইয়ে এখন শহিদ স্মরণ হয় না । টলিউডের লোক এসে সামনের সারিতে বসে থাকে । 2011 সালে পাগলু পাগলু নাচ হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের পুনর্দখল নিয়ে মুকুল বলেন, "অর্জুন লড়াকু ছেলে । ও লড়াই করে নিজের জমি রাখবে ।" ভাটপাড়ার পরিস্থিতি নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তিনি । বলেন, "ভাটপাড়ায় যে সমস্ত ঘটনা ঘটছে তাতে উস্কানি দিচ্ছে পুলিশ ও মমতা ব্যানার্জি । আসল কথা হল জনাদেশকে মেনে নিতে হবে । ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং 26 হাজার ভোটে জিতেছে । লোকসভা ভোটের 15 দিন পর ভাটপাড়া বিধানসভা ভোট হয়েছে । ওখান থেকে অর্জুনের পুত্র পবন সিং জিতেছে 30 হাজার ভোটে । এটা জনাদেশ । এটাকেই মানতে চাইছেন না মমতা ব্যানার্জি ।"

2019-এর লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর থেকেই EVM খারাপের অভিযোগ তুলতে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । সেই প্রসঙ্গেই আজ মুকুলবাবু বলেন, "যখন ওরা ভোটে জেতে তখন EVM ভালো । যখন ভোটে হারে তখন বলে EVM খারাপ । তাহলে 2011 সালে মমতা ব্যানার্জি জিতেছিল তখন EVM খারাপ ছিল । 2014 সালে মমতা ব্যানার্জির জয়ের সময় EVM খারাপ ছিল । তাহলে সেই ফলাফল ফিরিয়ে দিক না । CPI(M) ক্ষমতায় আসুক । আবার ব্যালটে ভোট হোক ।"

বিষ্ণুপুর, 15 জুলাই : "21 জুলাই শহিদ স্মরণ হয় না । 2011-তে পাগলু পাগলু নাচ হয়েছিল ।" আজ নবদ্বীপে BJP কর্মীর স্মরণসভায় এসে একথা বলেন BJP নেতা মুকুল রায় ।

আজ নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার মৃত BJP কর্মী কৃষ্ণ দেবনাথের স্মরণসভায় অংশ নেন BJP নেতা মুকুল রায় । সেখানে সাংবাদিকদের সামনে 21 জুলাই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "কয়েকবছর বাদ দিয়ে আমি এই 21 জুলাইয়ের সাক্ষী । খুঁটিপুজো করে 21 জুলাই পালন তো গত কয়েকবছরের উদাহরণ । এখন তো 21 জুলাই জলসায় পরিণত হয়েছে । 21 জুলাইয়ে এখন শহিদ স্মরণ হয় না । টলিউডের লোক এসে সামনের সারিতে বসে থাকে । 2011 সালে পাগলু পাগলু নাচ হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের পুনর্দখল নিয়ে মুকুল বলেন, "অর্জুন লড়াকু ছেলে । ও লড়াই করে নিজের জমি রাখবে ।" ভাটপাড়ার পরিস্থিতি নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তিনি । বলেন, "ভাটপাড়ায় যে সমস্ত ঘটনা ঘটছে তাতে উস্কানি দিচ্ছে পুলিশ ও মমতা ব্যানার্জি । আসল কথা হল জনাদেশকে মেনে নিতে হবে । ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং 26 হাজার ভোটে জিতেছে । লোকসভা ভোটের 15 দিন পর ভাটপাড়া বিধানসভা ভোট হয়েছে । ওখান থেকে অর্জুনের পুত্র পবন সিং জিতেছে 30 হাজার ভোটে । এটা জনাদেশ । এটাকেই মানতে চাইছেন না মমতা ব্যানার্জি ।"

2019-এর লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর থেকেই EVM খারাপের অভিযোগ তুলতে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । সেই প্রসঙ্গেই আজ মুকুলবাবু বলেন, "যখন ওরা ভোটে জেতে তখন EVM ভালো । যখন ভোটে হারে তখন বলে EVM খারাপ । তাহলে 2011 সালে মমতা ব্যানার্জি জিতেছিল তখন EVM খারাপ ছিল । 2014 সালে মমতা ব্যানার্জির জয়ের সময় EVM খারাপ ছিল । তাহলে সেই ফলাফল ফিরিয়ে দিক না । CPI(M) ক্ষমতায় আসুক । আবার ব্যালটে ভোট হোক ।"

Intro:সারা রাজ্যে অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ মুকুল রায়ের।


ভাটপাড়া সহ রাজ্যের যেসব জায়গায় অশান্তি হচ্ছে তার মূল কারিগর তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ ফকির তলায় বিজেপি কর্মীর স্মরণসভায় এসে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিন নবদ্বীপ এর স্বরুপগঞ্জ মৃত বিজেপি কর্মী কৃষ্ণ দেবনাথ এর স্মরণসভায় অংশগ্রহণ করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে এসে তিনি আরো বলেন শুধু ভাটপাড়াই রাজ্যে যত অশান্তি হচ্ছে তার মূল কারিগর মমতা। সিএসআর প্রসঙ্গে মুকুল বলেন, এসব কর্পোরেট কোম্পানি তে থাকে নৈতিক দলের থাকে না। তার অভিযোগ তৃণমূল দলটি এখন রাজনৈতিক দল নয়, এই দলটি এখন কর্পোরেট হাউসে পরিণত হয়েছে। কাকিনাড়া এবং হালিশহর পৌরসভা পুনর্দখল প্রসঙ্গে মুকুল রায় জানান, পুলিশ ও পেশী শক্তি কে কাজে লাগিয়ে বিজেপি তে যোগ দেওয়া কাউন্সিলর দের ভয় দেখিয়ে নিজের দলের পুনরায় টানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি ক্ষেত্রে সাধারণের সংরক্ষণ নীতি চালু করার বিষয়ে মুকুল বলেন, এই সংরক্ষণ ব্যবস্থা আগেই চালু করেছেন কেন্দ্রের মোদি সরকার, সেটা কেই অনুকরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। Body:NABDWIP MUKUL ROYConclusion:
Last Updated : Jul 15, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.