ETV Bharat / state

ধর্ষকদের প্রকাশ্যে গুলি করা উচিত, জয়নগর-কাণ্ডে মন্তব্য সাংসদ দেবের - Jaynagar Rape and Murder - JAYNAGAR RAPE AND MURDER

জয়নগরে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে দেব বললেন ধর্ষকদের গুলি করে খুন করা উচিত৷ 'টেক্কা' ছবির প্রচারে গিয়ে ধর্ষণ নিয়ে তিনি কী বলেছেন, দেখে নিন৷

JAYNAGAR RAPE AND MURDER
জয়নগর-কাণ্ডে সাংসদ দেবের মন্তব্যে বিতর্ক ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 1:11 PM IST

Updated : Oct 6, 2024, 2:17 PM IST

বারুইপুর, 6 অক্টোবর: ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা উচিত ৷ জয়নগরের মহিষমারিতে 10 বছরের বালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন দেব ৷ কেন তিনি একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ঘাটালের সাংসদ ৷

শনিবার রাতে দেব তাঁর পুজোর রিলিজ 'টেক্কা' ছবির প্রচারে বারুইপুরে গিয়েছিলেন ৷ সেখানেই জয়নগর-কাণ্ড নিয়ে বলতে গিয়ে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করার কথা বলেন দেব ৷ তাঁর মতে, ধর্ষকদের পেছনে সরকারি টাকা খরচ করা উচিত না ৷

'টেক্কা' ছবির প্রচারে গিয়ে জয়নগর-কাণ্ড নিয়ে মন্তব্য দেবের ৷ (ইটিভি ভারত)

বারুইপুরে ছবি প্রচারে গিয়ে জয়নগরের ঘটনা প্রসঙ্গে দেব বলেন, "এই ধরনের ঘটনার নিন্দার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ আমি তো বলব, এদের গুলি করে মেরে দেওয়া উচিত ৷ এমন কোনও আইন আনতে হবে, যাতে এই ধরনের মানসিকতার লোকজনের মধ্যে একটা ভয় কাজ করে ৷ কারণ, আমার-আপনার ট্যাক্সের টাকা খরচ করে এদের বাঁচিয়ে রাখার কোনও মানে হয় না ৷ ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় কেউ ধরা পড়লে, তার পিছনে সরকারি টাকা খরচ করা উচিত না ৷"

নিজের এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে দেব বলেছেন, "আমি একজন জনপ্রতিনিধি হয়ে এটা বলতে পারি না ৷ এটা আমারও দায়িত্ব ৷ সঙ্গে সব রাজনৈতিক দলেরও ৷ বিচারব্যবস্থার সঙ্গে কাজ করে এমন আইন ও ব্যবস্থা আনতে হবে, যাতে ধর্ষণ বা ধর্ষণের মানসিকতা যাদের আছে, তাদের মধ্যে ভয় কাজ করবে ৷ কেউ এটা চাইলেও যাতে ভাবতে না-পারে ৷" উল্লেখ্য, শনিবার বারুইপুরে দেব তাঁর পুজোর ছবি 'টেক্কা'র প্রচারে যান ৷ সঙ্গে ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ছিলেন ৷

জয়নগরের এই ঘটনায় শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল 10 বছরের শিশুটি ৷ সন্ধের পরেও তাঁর কোনও খোঁজ না-পেয়ে প্রথমে মহিষমারি ফাঁড়ি, সেখান থেকে জয়নগর থানা ও পরে কুলতলি থানায় অভিযোগ জানাতে যান পরিবারের সদস্যরা ৷ কিন্তু, কোথাও পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ তারপর শনিবার ভোরে বাড়ির পাশে জলাজমি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন ছিল ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়, নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে, উত্তপ্ত হয়ে ওঠে মহিষমারি এলাকা ৷ মহিষমারি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ ও পুলিশ বাহিনী নামানো হয় ৷

বারুইপুর, 6 অক্টোবর: ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা উচিত ৷ জয়নগরের মহিষমারিতে 10 বছরের বালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন দেব ৷ কেন তিনি একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ঘাটালের সাংসদ ৷

শনিবার রাতে দেব তাঁর পুজোর রিলিজ 'টেক্কা' ছবির প্রচারে বারুইপুরে গিয়েছিলেন ৷ সেখানেই জয়নগর-কাণ্ড নিয়ে বলতে গিয়ে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করার কথা বলেন দেব ৷ তাঁর মতে, ধর্ষকদের পেছনে সরকারি টাকা খরচ করা উচিত না ৷

'টেক্কা' ছবির প্রচারে গিয়ে জয়নগর-কাণ্ড নিয়ে মন্তব্য দেবের ৷ (ইটিভি ভারত)

বারুইপুরে ছবি প্রচারে গিয়ে জয়নগরের ঘটনা প্রসঙ্গে দেব বলেন, "এই ধরনের ঘটনার নিন্দার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ আমি তো বলব, এদের গুলি করে মেরে দেওয়া উচিত ৷ এমন কোনও আইন আনতে হবে, যাতে এই ধরনের মানসিকতার লোকজনের মধ্যে একটা ভয় কাজ করে ৷ কারণ, আমার-আপনার ট্যাক্সের টাকা খরচ করে এদের বাঁচিয়ে রাখার কোনও মানে হয় না ৷ ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় কেউ ধরা পড়লে, তার পিছনে সরকারি টাকা খরচ করা উচিত না ৷"

নিজের এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে দেব বলেছেন, "আমি একজন জনপ্রতিনিধি হয়ে এটা বলতে পারি না ৷ এটা আমারও দায়িত্ব ৷ সঙ্গে সব রাজনৈতিক দলেরও ৷ বিচারব্যবস্থার সঙ্গে কাজ করে এমন আইন ও ব্যবস্থা আনতে হবে, যাতে ধর্ষণ বা ধর্ষণের মানসিকতা যাদের আছে, তাদের মধ্যে ভয় কাজ করবে ৷ কেউ এটা চাইলেও যাতে ভাবতে না-পারে ৷" উল্লেখ্য, শনিবার বারুইপুরে দেব তাঁর পুজোর ছবি 'টেক্কা'র প্রচারে যান ৷ সঙ্গে ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ছিলেন ৷

জয়নগরের এই ঘটনায় শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল 10 বছরের শিশুটি ৷ সন্ধের পরেও তাঁর কোনও খোঁজ না-পেয়ে প্রথমে মহিষমারি ফাঁড়ি, সেখান থেকে জয়নগর থানা ও পরে কুলতলি থানায় অভিযোগ জানাতে যান পরিবারের সদস্যরা ৷ কিন্তু, কোথাও পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ তারপর শনিবার ভোরে বাড়ির পাশে জলাজমি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন ছিল ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়, নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে, উত্তপ্ত হয়ে ওঠে মহিষমারি এলাকা ৷ মহিষমারি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ ও পুলিশ বাহিনী নামানো হয় ৷

Last Updated : Oct 6, 2024, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.