রানাঘাট, 11 জানুয়ারি : মতুয়ারা আগে থেকেই নাগরিক। তাঁদের আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। সোমবার নদিয়ার রানাঘাটের সভা থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই মতুয়া ইশুতে আক্রমণ করলেন বিজেপিকেও। তাঁর অভিযোগ, নির্বাচন এলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোট চলে গেলে ভুলে যায়।
নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের আধিক্য রয়েছে। ওই কেন্দ্রে আবার সাংসদ বিজেপির জগন্নাথ সরকার। ফলে এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশে বার্তা দেবেন বলে মনে করা হচ্ছিল। এদিনের সভা থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন যে উদ্বাস্তুদের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। উদ্বাস্তুদের নিঃশর্তে জমি পাওয়ার ব্যবস্থাও করেছেন বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "মতুয়া সম্প্রদায়ের জন্য বোর্ড করে দিয়েছি। 10 কোটি টাকা দিয়েছি।"
আরও পড়ুন : সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর
অসমের এনআরসির প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। আর তার সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে আনেন। ওই আইন কিছুতেই পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাই জনতার কাছে তাঁর আবেদন যে বিজেপিকে বাংলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক।
এছাড়া মুখ্যমন্ত্রী তাঁর সরকারের তরফে নেওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কথা বলেছেন। স্বাস্থ্যসাথী, পড়ুয়াদের ট্যাব দেওয়া-সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সমালোচনা করেছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতাদের উদ্দেশে কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, "তৃণমূলে গেলে কালো, বিজেপিতে গেলে ভালো।"
সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সফর নিয়েও তিনি কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ফাইভ স্টার থেকে খাবার নিয়ে এসে কৃষকদের বাড়িতে বসে খান বিজেপি নেতারা। মিনারেল ওয়াটার ছাড়া বিজেপি নেতারা খান না। পাশাপাশি তিনি কী ধরনের কমদামি জল খান, সেই উদাহরণও এদিন সভার মঞ্চ থেকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : ভুল বুঝিয়ে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, পুরুলিয়ায় অভিযোগ শুভেন্দুর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নাম না করে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। টেনে এনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার প্রসঙ্গও। তাঁর দাবি, বিজেপি হেরে যাওয়ার পর এই ধরনের গোলমাল পাকাতে পারে। একই সঙ্গে তিনি কৃষকদের উপর বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে জানিয়েছেন, একমাত্র তাঁকেই বিজেপি ভয় পায়।