ETV Bharat / state

রোগী মৃত্যুকে ঘিরে বিক্ষোভ শান্তিপুর হাসপাতালে - চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠল শান্তিপুর হাসপাতালে

অভিযোগ, আজ সকাল থেকে একবার রোগীকে দেখতে গিয়েছিলেন চিকিৎসকরা । পরিবারের সদস্যদের চাপে আজ দুটো নাগাদ রোগীকে আরও একবার দেখতে যান চিকিৎসকরা । তখন জানান, প্রেমবাবুর মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন । শান্তিপুর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান । চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন ।

shantipur
shantipur
author img

By

Published : May 31, 2020, 6:25 PM IST

শান্তিপুর, 31মে : রোগীর মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলশান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয়রা ।শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ারবাসিন্দা ছিলেন প্রেম রায় (57)। গতরাতে আটটা নাগাদ সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হন । 30 মিনিটের বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্নছিল । মৃতের পরিবারের অভিযোগ,চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করার কথা জানাননি।

অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানাননি চিকিৎসকরা । অভিযোগ, আজ সকাল থেকে একবার রোগীকে দেখতেগিয়েছিলেন চিকিৎসকরা । পরিবারের সদস্যদের চাপে আজ দুটো নাগাদ রোগীকে আরও একবারদেখতে যান চিকিৎসকরা । তখন জানান,প্রেমবাবুর মৃত্যু হয়েছে ।

পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন । শান্তিপুর হাসপাতালেরসামনে বিক্ষোভ দেখান । চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেকোনও মৃত্যুই দুঃখজনক । আর পাঁচজনরোগীর মতো তাঁরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল । একজন চিকিৎসক এই সংকটেও নিয়মিতপরিশ্রম করে চলেছেন । সাধারণ মানুষ সহযোগিতা না করলে, চিকিৎসারত অন্যান্য রোগীর সমস্যাবাড়বে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান শান্তিপুর থানার পুলিশ ।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে । পরিবারের সদস্যদের তদন্তের আশ্বাস দেওয়া হয় । দুই ঘণ্টাপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

শান্তিপুর, 31মে : রোগীর মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলশান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয়রা ।শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ারবাসিন্দা ছিলেন প্রেম রায় (57)। গতরাতে আটটা নাগাদ সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হন । 30 মিনিটের বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্নছিল । মৃতের পরিবারের অভিযোগ,চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করার কথা জানাননি।

অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানাননি চিকিৎসকরা । অভিযোগ, আজ সকাল থেকে একবার রোগীকে দেখতেগিয়েছিলেন চিকিৎসকরা । পরিবারের সদস্যদের চাপে আজ দুটো নাগাদ রোগীকে আরও একবারদেখতে যান চিকিৎসকরা । তখন জানান,প্রেমবাবুর মৃত্যু হয়েছে ।

পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন । শান্তিপুর হাসপাতালেরসামনে বিক্ষোভ দেখান । চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেকোনও মৃত্যুই দুঃখজনক । আর পাঁচজনরোগীর মতো তাঁরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল । একজন চিকিৎসক এই সংকটেও নিয়মিতপরিশ্রম করে চলেছেন । সাধারণ মানুষ সহযোগিতা না করলে, চিকিৎসারত অন্যান্য রোগীর সমস্যাবাড়বে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান শান্তিপুর থানার পুলিশ ।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে । পরিবারের সদস্যদের তদন্তের আশ্বাস দেওয়া হয় । দুই ঘণ্টাপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.