ETV Bharat / state

নবদ্বীপে অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, অবরোধ - দির্ঘটনা

বেপরোয়া এক অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ৷ প্রায় এক ঘণ্টা অবরোধ নবদ্বীপ থানার তিওরখালিতে৷

দুর্ঘটনা
author img

By

Published : Sep 9, 2019, 10:13 PM IST

কৃষ্ণনগর , 9 সেপ্টেম্বর : বেপরোয়া অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় অবরোধ নবদ্বীপ থানার তিওরখালিতে ৷ রাস্তার উপর বাঁশ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়৷ ভাঙচুর চালানো হয় অটোটিতেও৷ যার জেরে প্রায় এক ঘণ্টা কৃষ্ণনগর রোড এবং নবদ্বীপ ঘাটে যান চলাচল ব্যাহত হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম ইছব শেখ ওরফে দয়াল (৫০) ৷ তিনি মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে ওই ব্যক্তি সাইকেলে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় নবদ্বীপঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি অটো দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে । রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : লরির ধাক্কায় নয়ানজুলিতে বাস উলটে জখম 25

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকায় দ্রুত গতিতে অটো চলাচল করে ৷ ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে । নবদ্বীপ থানার পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিলে বেলা প্রায় বারোটা কুড়ি নাগাদ অবরোধ উঠে যায় । এই ঘটনায় অটোচালককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

দেখুন ভিডিয়ো

কৃষ্ণনগর , 9 সেপ্টেম্বর : বেপরোয়া অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় অবরোধ নবদ্বীপ থানার তিওরখালিতে ৷ রাস্তার উপর বাঁশ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়৷ ভাঙচুর চালানো হয় অটোটিতেও৷ যার জেরে প্রায় এক ঘণ্টা কৃষ্ণনগর রোড এবং নবদ্বীপ ঘাটে যান চলাচল ব্যাহত হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম ইছব শেখ ওরফে দয়াল (৫০) ৷ তিনি মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে ওই ব্যক্তি সাইকেলে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় নবদ্বীপঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি অটো দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে । রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : লরির ধাক্কায় নয়ানজুলিতে বাস উলটে জখম 25

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকায় দ্রুত গতিতে অটো চলাচল করে ৷ ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে । নবদ্বীপ থানার পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিলে বেলা প্রায় বারোটা কুড়ি নাগাদ অবরোধ উঠে যায় । এই ঘটনায় অটোচালককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

দেখুন ভিডিয়ো
Intro: কৃষ্ণনগরগামী বেপরোয়া এক  অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল নদীয়ার নবদ্বীপ থানার তিওরখালিতে। ক্ষুদ্ধ জনতা রাস্তার ওপর বাঁশ এবং গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করে।  ফলে কৃষ্ণনগর রোড এবং নবদ্বীপ ঘাটের মধ্যে দীর্ঘ এক ঘণ্টা বিভিন্ন যান চলাচল ব্যাহত হয়। এরপর উত্তেজিত জনতা অটোটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মায়াপুর বামনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ইছব শেখ ওরফে দয়াল (৫০) নামক ব্যক্তি সাইকেল করে বাড়ি ফিরছিলেন। সেই সময় নবদ্বীপঘাট থেকে কৃষ্ণনগর গামী একটি অটো দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, প্রথমে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে, শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকা দিয়ে খুব দ্রুত গতিতে  অটো চলাচল করে  ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। নবদ্বীপ থানার পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিলে, প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ অবরোধ উঠে যায়। এই ঘটনায় অটো সহ চালক কে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।Body:NABDWIP ACCIDENTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.