কলকাতা, 10 নভেম্বর : করোনার কারণে বন্ধ রয়েছে পুজো কার্নিভাল ৷ এর ফলে ছেদ পড়েছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ঐতিহ্যশালী সাং শোভাযাত্রার ৷ কিন্তু প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের পুজো উদ্যোক্তারা। করোনা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় প্রশাসন পুজো করার অনুমতি দিলেও শোভাযাত্রায় অনুমতি দিচ্ছে না ৷ সেই কারণে জরুরি ভিত্তিতে আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কৃষ্ণনগরের পুজো উদ্যোক্তারা।
মামলাকারী করেন অজয় দত্ত নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী কমলেশ সাহা জানান, "কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিশেষ রীতি হচ্ছে বিসর্জনের সময় সাং শোভাযাত্রা ৷ যা ওই অঞ্চলের একটা ঐতিহ্য। 70-80 জন বেহারা-সহ হাজার হাজার দর্শনার্থী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সাংয়ে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় ঘাটে ৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছিল, তারা সমস্ত রকম করোনা বিধি মেনে অর্থাৎ মাস্ক পরে ও স্যানিটাইজার নিয়েই এই শোভাযাত্রা করবে ৷ কিন্তু প্রশাসন তাতে সম্মতি দেয়নি ৷ বাধ্য হয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণের পর মামলা দায়ের করার অনুমতি মিলেছে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আগামী শনিবার ৷ কৃষ্ণনগরে প্রায় 200টি-র মত পুজো হয় ৷
আরও পড়ুন : কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শক প্রবেশে 'না' হাইকোর্টের
করোনা পরিস্থিতির কারণে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এবছর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ছিল । একই রকমভাবে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে এই নির্দেশ প্রযোজ্য হবে বলে আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছে। পুলিশ প্রশাসন সেই সমস্ত বিধিনিষেধ পালন করেই পুজোর অনুমতি দিয়েছে । তবে বিসর্জনে সাংয়ে শোভাযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন। তবে সাংয়ের অনুমতি চেয়ে মঙ্গলবার কোতোয়ালি থানা ঘেরাও করেছিল পুজো উদ্যোক্তারা ৷