কল্যাণী, 13 জুন: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ SSKM-এ গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নিতে নির্দেশ দেন । নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হুঁশিয়ারি দেন । এরপরই ফের সরব হলেন কল্যাণীর JNM মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ।
রাজ্যের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের মতই NRS ইশুতে অবস্থানে বসেছিলেন JNM মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । আজ দুপুরে কলকাতার SSKM হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের বিকেল সাড়ে চারটের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন । এই নির্দেশ পেয়েই ক্ষোভে ফেটে পড়েন JNM মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । "We Want Justice" এর পাশাপাশি "অ্যাডমিনিস্ট্রেশন হায় হায় " স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । মুখ্যমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে সরব হন তাঁরা । সেখানকার জনৈক জুনিয়র ডাক্তার বলেন, "আমরা ভেবেছিলাম এই ঘটনার এখানেই ইতি ঘটবে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে । কিন্তু তা হয়নি । শোনা যায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু তার কোনও প্রমাণ আমারা পাইনি । মানুষের দুর্ভোগের জন্য আমরা দুঃখিত । জরুরি বিভাগের পরিষেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে । "