ETV Bharat / state

সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গেল : জয়প্রকাশ - করিমপুর উপনির্বাচন

জয়প্রকাশবাবু বলেন, "আপনারা দেখেছেন BJP-র এজেন্টদের অপহরণ করা হয়েছে ৷ অনেক জায়গায় ভোট লুটের চেষ্টা করা হয়েছে ৷  গুন্ডাদের দিয়ে হেনস্থা করা হয়েছে ৷ আমাকে ফেলে মারা হয়েছে ৷ আমাদের সমর্থকদের বাঁশ দিয়ে পেটানো হয়েছে ৷

জয়প্রকাশ
author img

By

Published : Nov 25, 2019, 9:06 PM IST

করিমপুর, 25 নভেম্বর : করিমপুর আসনে উপনির্বাচনে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর আজ হামলা হয় । অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এ বিষয়ে জয়প্রকাশবাবু বলেন, "অভিযোগ বলে ছোটো করা যাবে না ৷ এটাকে বাস্তব বলতে হবে ৷"

BJP-র অভিযোগ, আজ সকাল 7 টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর করিমপুরের অনেক বুথে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ৷ ভোট লুটের চেষ্টা হয়েছে ৷ ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের পাশে একটি ঘরের কয়েকজন লোক রান্না করছিলেন বলে অভিযোগ ওঠে । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এনিয়ে না কি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । সেখানে গিয়ে বিষয়টি নিয়ে সরব হন জয়প্রকাশবাবু । বুথ চত্বরে কী ভাবে এসব হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন । তারপরই তাঁকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় ।

ভিডিয়োয় দেখুুন কী বলছেন জয়প্রকাশ মজুমদার

ETV ভারতের প্রতিনিধিকে জয়প্রকাশবাবু বলেন, "আপনারা দেখেছেন BJP-র এজেন্টদের অপহরণ করা হয়েছে ৷ অনেক জায়গায় ভোট লুটের চেষ্টা করা হয়েছে ৷ গুন্ডাদের দিয়ে হেনস্থা করা হয়েছে ৷ আমাকে ফেলে মারা হয়েছে ৷ আমাদের সমর্থকদের বাঁশ দিয়ে পেটানো হয়েছে ৷ আমি যখন তৃণমূল দুষ্কৃতীদের তাড়া করি তখন তারা ভয়ে পালায় ৷ পুলিশকে ডেকে বলি, "ওই দেখুন গুন্ডারা পালাচ্ছে ৷ এগুলো সবই বাস্তব ৷ কোনও অভিযোগ নয় ৷ এই সব ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছি ৷ "

জয়প্রকাশবাবু আরও বলেন, "এই হচ্ছে মমতার বিধান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সবকিছু সম্ভব ৷ তিনি যে গণতন্ত্রকে হত্যা করেছেন সেটার প্রমাণ আরও একবার রাজ্যবাসী পেল ৷ তারা লজ্জিত, দুঃখিত ৷ সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গেল ৷ সব থেকে বড় কথা এটা কোনও সাধারণ নির্বাচন ছিল না যে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন, কি থাকবেন না তার জন্য তিনি ঝাঁপিয়ে পড়ছেন ৷ এটা একটা উপনির্বাচন ছিল ৷ এই উপনির্বাচনে BJP জিতুক বা তৃণমূল জিতুক তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা দিল্লিতে নরেন্দ্র মোদির শাসনের কোনও পরিবর্তন হবে না ৷ কিন্তু দেখুন, যেখানে আমরা বলছি উন্মুক্ত গণতন্ত্রের কথা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল দ্ব্যর্থহীনভাবে সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন যে আমরা তোমাদের ভোট দিতে পঞ্চায়েতেও দিইনি, এখনও দিইনি ৷ "

কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হবে বলে জানান জয়প্রকাশবাবু ৷ বলেন, "আমার মনে হয় নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবেন ৷ "

করিমপুর, 25 নভেম্বর : করিমপুর আসনে উপনির্বাচনে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর আজ হামলা হয় । অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এ বিষয়ে জয়প্রকাশবাবু বলেন, "অভিযোগ বলে ছোটো করা যাবে না ৷ এটাকে বাস্তব বলতে হবে ৷"

BJP-র অভিযোগ, আজ সকাল 7 টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর করিমপুরের অনেক বুথে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ৷ ভোট লুটের চেষ্টা হয়েছে ৷ ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের পাশে একটি ঘরের কয়েকজন লোক রান্না করছিলেন বলে অভিযোগ ওঠে । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এনিয়ে না কি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । সেখানে গিয়ে বিষয়টি নিয়ে সরব হন জয়প্রকাশবাবু । বুথ চত্বরে কী ভাবে এসব হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন । তারপরই তাঁকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় ।

ভিডিয়োয় দেখুুন কী বলছেন জয়প্রকাশ মজুমদার

ETV ভারতের প্রতিনিধিকে জয়প্রকাশবাবু বলেন, "আপনারা দেখেছেন BJP-র এজেন্টদের অপহরণ করা হয়েছে ৷ অনেক জায়গায় ভোট লুটের চেষ্টা করা হয়েছে ৷ গুন্ডাদের দিয়ে হেনস্থা করা হয়েছে ৷ আমাকে ফেলে মারা হয়েছে ৷ আমাদের সমর্থকদের বাঁশ দিয়ে পেটানো হয়েছে ৷ আমি যখন তৃণমূল দুষ্কৃতীদের তাড়া করি তখন তারা ভয়ে পালায় ৷ পুলিশকে ডেকে বলি, "ওই দেখুন গুন্ডারা পালাচ্ছে ৷ এগুলো সবই বাস্তব ৷ কোনও অভিযোগ নয় ৷ এই সব ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছি ৷ "

জয়প্রকাশবাবু আরও বলেন, "এই হচ্ছে মমতার বিধান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সবকিছু সম্ভব ৷ তিনি যে গণতন্ত্রকে হত্যা করেছেন সেটার প্রমাণ আরও একবার রাজ্যবাসী পেল ৷ তারা লজ্জিত, দুঃখিত ৷ সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গেল ৷ সব থেকে বড় কথা এটা কোনও সাধারণ নির্বাচন ছিল না যে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন, কি থাকবেন না তার জন্য তিনি ঝাঁপিয়ে পড়ছেন ৷ এটা একটা উপনির্বাচন ছিল ৷ এই উপনির্বাচনে BJP জিতুক বা তৃণমূল জিতুক তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা দিল্লিতে নরেন্দ্র মোদির শাসনের কোনও পরিবর্তন হবে না ৷ কিন্তু দেখুন, যেখানে আমরা বলছি উন্মুক্ত গণতন্ত্রের কথা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল দ্ব্যর্থহীনভাবে সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন যে আমরা তোমাদের ভোট দিতে পঞ্চায়েতেও দিইনি, এখনও দিইনি ৷ "

কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হবে বলে জানান জয়প্রকাশবাবু ৷ বলেন, "আমার মনে হয় নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবেন ৷ "

Intro:KARIMPUR JOYPROKASHBody:KARIMPUR JOYPROKASHConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.