কল্যাণী, 14 জুন : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে "জয়শ্রীরাম" ধ্বনি । এবারে ঘটনাস্থান কল্যাণীর রথতলা । আজ কাঁচরাপাড়াতে জনসভা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় । কল্যাণীর রথতলা মোড়ে তাঁকে লক্ষ্য করে "জয়শ্রীরাম" ধ্বনি দেওয়া হয় । কিন্তু , এবার "জয়শ্রীরাম" ধ্বনি শুনে মেজাজ না হারিয়ে সটান গাড়ি নিয়ে বেরিয়ে যান তৃণমূল সুপ্রিমো ।
এবার প্রথম নয় । এর আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মমতার গাড়ির সামনে জয়শ্রীরাম ধ্বনি দেয় কয়েকজন । ক্ষুব্ধ মমতা গাড়ি থেকে নেমে বলে ওঠেন, "আয় আয় পালাচ্ছিস কেন ।" এরপর জগদ্দলেও জয়শ্রীরাম ধ্বনির মুখে পড়তে হয় তৃণমূল সুপ্রিমোকে । যা শুনে ক্ষুব্ধ হয়ে তিনি, "চামড়া গোটানোর" হুঁশিয়ারি দেন । একদিনের মধ্যেই গ্রেপ্তার হন 4 জন ।
আজ ফের একবার । এবার আর মেজাজ হারাননি মমতা । গাড়ি থামিয়ে নেমেও যাননি । সটান বেরিয়ে যান ।