ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : টিকিট দেয়নি জোড়াফুল, তাই জোড়াপাতা চিহ্নে নির্দল প্রার্থীদের ঢল নদিয়ায় - Independent candidates filed nomination in Municipal Election with Jorapata symbol in Nadia

শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জোড়াফুল চিহ্নে টিকিট না পেয়ে জোড়াপাতাকে অবলম্বন করলেন নদিয়ার হতাশ তৃণমূল নেতাকর্মীরা ৷ 10টি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জোড়াপাতা চিহ্নে নির্দল হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন তাঁরা (Independent Candidates With Jorapata Symbol in Nadia) ৷ উদ্দেশ্য ভোটে জিতে শীর্ষ নেতৃত্বকে ভুল প্রমাণ করা (Bengal Civic Polls 2022) ৷

Nadia Municipal Election News
bengal-civic-polls-2022-many-independent-candidates-with-jorapata-symbol-in-nadia
author img

By

Published : Feb 16, 2022, 1:48 PM IST

কৃষ্ণনগর, 16 ফেব্রুয়ারি : নদিয়ায় পৌরসভা নির্বাচনে জোড়াফুলের প্রতিদ্বন্দ্বী জোড়াপাতা ৷ জেলার দশটি পৌরসভার প্রায় প্রত্যেকটিতে তৃণমূল থেকে টিকিট না পেয়ে জোড়াপাতা চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন অনেকে (Independent Candidates With Jorapata Symbol in Nadia) ৷ তৃণমূলের প্রার্থীদের মতোই দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে দেদার প্রচার করছে নির্দল প্রার্থীরা ৷ আর এই দৃশ্য সবচেয়ে বেশি দেখা গেল কৃষ্ণনগর ও শান্তিপুরে ৷ আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 106টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷

শান্তিপুর পৌরসভার 1 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডেও তেমনি জোড়াপাতা চিহ্নে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের দুই নেতা ৷ আর 1নং ওয়ার্ডের প্রার্থী খোদ ওই ওয়ার্ডে তৃণমূলের সভাপতি অমল কুমার মণ্ডল ৷ তিনি দু’টি বুথেরও সভাপতি ৷ অমলবাবুর অভিযোগ, পাশের 4 নম্বর ওয়ার্ডের যতন সরকারকে 1নং ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে ৷ এতে 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা-কর্মীদের অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন অমল কুমার মণ্ডল ৷ তাই ওয়ার্ডের কর্মী ও সমর্থকদের দাবি মেনে তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন ৷

অন্যদিকে, 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষকে এ বারের নির্বাচনে একেবারেই দেখা যাচ্ছে না বলে অভিযোগ ৷ যদিও, এনিয়ে ভাবতে নারাজ অমলবাবু ৷ তাঁর মতে, বিশ্বব্রত ঘোষ নির্বাচনে সক্রিয় থাকবেন কিনা, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত ৷ অমল কুমার মণ্ডলকে সমর্থন জানিয়েছে ওই ওয়ার্ডের কংগ্রেস নেতা-কর্মীরা ৷ তাঁরাও নির্দলপ্রার্থী অমলকুমার মণ্ডলের হয়ে প্রচারে নেমেছেন ৷

টিকিট দেয়নি জোড়াফুল, তাই জোড়াপাতা চিহ্নে নির্দল প্রার্থীদের ঢল নদিয়ায়

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : জোড়াফুলের বিরুদ্ধে জোড়াপাতা, রানাঘাটে নির্দল প্রার্থী প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী

একই ছবি শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে ৷ শ্যামল মাহাতো নামে এক তৃণমূল কর্মী জোড়াপাতা চিহ্নে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷ তবে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন শ্যামল মাহাতো ৷ তাঁর দাবি, তিনি কোনও দিন তৃণমূল বা অন্যকোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ যদিও, শ্যামল মাহাতোকে তৃণমূলের আদিবাসী সেলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছিল ৷

আরও পড়ুন : Bengal Civic polls 2022: 6 মাসের সন্তানকে কোলে নিয়ে প্রচারে গৃহবধূ বাম প্রার্থী

শ্যামল মাহাতো জানিয়েছেন, 24 নম্বর ওয়ার্ডে এর আগে নির্দল প্রার্থী জিতেছিল ৷ যদিও পরবর্তী সময়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ এবারেও সেই ধারা বজায় থাকবে এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ৷ পাশাপাশি শ্যামল মাহাতোকেও কংগ্রেসের তরফে সমর্থন জানানো হয়েছে ৷ প্রচারে নেমে বাসিন্দাদের তাঁর নির্বাচনী প্রতীক জোড়াপাতা উপহার দিচ্ছেন 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ৷ তাঁর কথা, কৃষক পরিবারের ছেলে তিনি ৷ তাই প্রকৃতির উপর নির্ভর করে প্রচার চালাচ্ছেন শ্যামল মাহাতো ৷

কৃষ্ণনগর, 16 ফেব্রুয়ারি : নদিয়ায় পৌরসভা নির্বাচনে জোড়াফুলের প্রতিদ্বন্দ্বী জোড়াপাতা ৷ জেলার দশটি পৌরসভার প্রায় প্রত্যেকটিতে তৃণমূল থেকে টিকিট না পেয়ে জোড়াপাতা চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন অনেকে (Independent Candidates With Jorapata Symbol in Nadia) ৷ তৃণমূলের প্রার্থীদের মতোই দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে দেদার প্রচার করছে নির্দল প্রার্থীরা ৷ আর এই দৃশ্য সবচেয়ে বেশি দেখা গেল কৃষ্ণনগর ও শান্তিপুরে ৷ আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 106টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷

শান্তিপুর পৌরসভার 1 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডেও তেমনি জোড়াপাতা চিহ্নে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের দুই নেতা ৷ আর 1নং ওয়ার্ডের প্রার্থী খোদ ওই ওয়ার্ডে তৃণমূলের সভাপতি অমল কুমার মণ্ডল ৷ তিনি দু’টি বুথেরও সভাপতি ৷ অমলবাবুর অভিযোগ, পাশের 4 নম্বর ওয়ার্ডের যতন সরকারকে 1নং ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে ৷ এতে 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা-কর্মীদের অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন অমল কুমার মণ্ডল ৷ তাই ওয়ার্ডের কর্মী ও সমর্থকদের দাবি মেনে তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন ৷

অন্যদিকে, 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষকে এ বারের নির্বাচনে একেবারেই দেখা যাচ্ছে না বলে অভিযোগ ৷ যদিও, এনিয়ে ভাবতে নারাজ অমলবাবু ৷ তাঁর মতে, বিশ্বব্রত ঘোষ নির্বাচনে সক্রিয় থাকবেন কিনা, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত ৷ অমল কুমার মণ্ডলকে সমর্থন জানিয়েছে ওই ওয়ার্ডের কংগ্রেস নেতা-কর্মীরা ৷ তাঁরাও নির্দলপ্রার্থী অমলকুমার মণ্ডলের হয়ে প্রচারে নেমেছেন ৷

টিকিট দেয়নি জোড়াফুল, তাই জোড়াপাতা চিহ্নে নির্দল প্রার্থীদের ঢল নদিয়ায়

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : জোড়াফুলের বিরুদ্ধে জোড়াপাতা, রানাঘাটে নির্দল প্রার্থী প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী

একই ছবি শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে ৷ শ্যামল মাহাতো নামে এক তৃণমূল কর্মী জোড়াপাতা চিহ্নে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷ তবে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন শ্যামল মাহাতো ৷ তাঁর দাবি, তিনি কোনও দিন তৃণমূল বা অন্যকোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ যদিও, শ্যামল মাহাতোকে তৃণমূলের আদিবাসী সেলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছিল ৷

আরও পড়ুন : Bengal Civic polls 2022: 6 মাসের সন্তানকে কোলে নিয়ে প্রচারে গৃহবধূ বাম প্রার্থী

শ্যামল মাহাতো জানিয়েছেন, 24 নম্বর ওয়ার্ডে এর আগে নির্দল প্রার্থী জিতেছিল ৷ যদিও পরবর্তী সময়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ এবারেও সেই ধারা বজায় থাকবে এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ৷ পাশাপাশি শ্যামল মাহাতোকেও কংগ্রেসের তরফে সমর্থন জানানো হয়েছে ৷ প্রচারে নেমে বাসিন্দাদের তাঁর নির্বাচনী প্রতীক জোড়াপাতা উপহার দিচ্ছেন 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ৷ তাঁর কথা, কৃষক পরিবারের ছেলে তিনি ৷ তাই প্রকৃতির উপর নির্ভর করে প্রচার চালাচ্ছেন শ্যামল মাহাতো ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.