ETV Bharat / state

Acid Attack By Husband : স্ত্রীর গায়ে অ্যাসিড, গ্রেফতার স্বামী - Husband arrests for pouring acid on wife at ranaghat

স্ত্রী গায়ে অ্যাসিড ঢেলে গ্রেফতার স্বামী ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে (Husband arrests for pouring acid on wife at Ranaghat) ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহবধূ ৷

Acid Attack By Husband
স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে গ্রেফতার স্বামী
author img

By

Published : Dec 21, 2021, 5:04 PM IST

রানাঘাট, 21 ডিসেম্বর : বিবাহ বিচ্ছেদের মামলার জন্য আদালতে এসে স্বামীর হাতে অ্যাসিড আক্রান্ত হলেন মহিলা (Husband arrests for pouring acid on wife at Ranaghat) ৷ ঘটনাটি ঘটেছে রানাঘাট (ranaghat news) আদালতের পার্শ্ববর্তী নবারুণ সংঘের মাঠে ৷ গুরুতর জখম অবস্থায় আক্রান্ত মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁকে বাঁচাতে গিয়ে অ্যাসিডে আক্রান্ত হন ওই মহিলার পরিবারের দুই সদস্য ৷ খবর পেয়ে অভিযুক্ত স্বামী সফিউদ্দিনকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ ৷

ছ'বছর আগে নদিয়ার তাহেরপুর থানার টাকির বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ধানতলা থানা এলাকার সফিউদ্দিন মণ্ডলের ৷ তাদের একটি বছর চারেকের ছেলেও রয়েছে ৷ আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তাঁর উপর অত্যাচার চালাত স্বামী সফিউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার জেরে প্রায়ই বাপের বাড়ি চলে আসতেন তিনি ৷ তারপর তাঁর স্বামী ফের বুঝিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত ৷

আরও পড়ুন : Acid Attack: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা

তবে অত্যাচার চরমে ওঠায় তা সহ্য করতে না পেরে তিন মাস আগে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসেন ওই গৃহবধূ ৷ ছেলেকে জোর করে নিজের কাছে রেখে দেয় সফিউদ্দিন ৷ এরপরই বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা ৷ মঙ্গলবার সেই সংক্রান্ত কাজেই আইনজীবীর ডাকে আদালতে যান মহিলা ৷ খবর পেয়ে সেখানে পৌঁছে জোর করে স্ত্রীকে গাড়িতে তুলে আদালতের পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে গিয়ে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত সফিউদ্দিন ৷ এদিকে মহিলাকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছলে তার পরিবারের দুই সদস্যর গায়েও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত ৷

হাসপাতালের বেডে বসে আক্রান্ত গৃহবধূ স্বামী সফিউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷

আরও পড়ুন : Santipur student suicide: টেস্টে টুকলি করায় শাস্তি ওঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

রানাঘাট, 21 ডিসেম্বর : বিবাহ বিচ্ছেদের মামলার জন্য আদালতে এসে স্বামীর হাতে অ্যাসিড আক্রান্ত হলেন মহিলা (Husband arrests for pouring acid on wife at Ranaghat) ৷ ঘটনাটি ঘটেছে রানাঘাট (ranaghat news) আদালতের পার্শ্ববর্তী নবারুণ সংঘের মাঠে ৷ গুরুতর জখম অবস্থায় আক্রান্ত মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁকে বাঁচাতে গিয়ে অ্যাসিডে আক্রান্ত হন ওই মহিলার পরিবারের দুই সদস্য ৷ খবর পেয়ে অভিযুক্ত স্বামী সফিউদ্দিনকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ ৷

ছ'বছর আগে নদিয়ার তাহেরপুর থানার টাকির বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ধানতলা থানা এলাকার সফিউদ্দিন মণ্ডলের ৷ তাদের একটি বছর চারেকের ছেলেও রয়েছে ৷ আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তাঁর উপর অত্যাচার চালাত স্বামী সফিউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার জেরে প্রায়ই বাপের বাড়ি চলে আসতেন তিনি ৷ তারপর তাঁর স্বামী ফের বুঝিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত ৷

আরও পড়ুন : Acid Attack: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা

তবে অত্যাচার চরমে ওঠায় তা সহ্য করতে না পেরে তিন মাস আগে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসেন ওই গৃহবধূ ৷ ছেলেকে জোর করে নিজের কাছে রেখে দেয় সফিউদ্দিন ৷ এরপরই বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা ৷ মঙ্গলবার সেই সংক্রান্ত কাজেই আইনজীবীর ডাকে আদালতে যান মহিলা ৷ খবর পেয়ে সেখানে পৌঁছে জোর করে স্ত্রীকে গাড়িতে তুলে আদালতের পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে গিয়ে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত সফিউদ্দিন ৷ এদিকে মহিলাকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছলে তার পরিবারের দুই সদস্যর গায়েও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত ৷

হাসপাতালের বেডে বসে আক্রান্ত গৃহবধূ স্বামী সফিউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷

আরও পড়ুন : Santipur student suicide: টেস্টে টুকলি করায় শাস্তি ওঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.