নদিয়া, 3 জানুয়ারি: আটাবোঝাই ট্রাকের ধাক্কা মটোর সাইকেলে ৷ গুরুতর আহত বাইক চালক ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চালক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক আরোহী দম্পতির ৷ মঙ্গলবার ঘটনাটি নদীয়ার রানাঘাট দু’নম্বর ব্লকের নকারি মোড় এলাকায় ঘটেছে । দুর্ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Couple Died in an Accident) । মৃত দম্পতির নাম নারায়ণ চন্দ্র পাল (75) ও মীরা পাল(67) ।
মৃতদের বাড়ি গাংনাপুর থানার আমশালি অঞ্চলের এরুলি বালিয়াডাঙায় । সূত্রের খবর, মঙ্গলবার সকালে ছেলের সঙ্গে মোটরবাইকে করে রানাঘাটে এক চোখের চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ওই দম্পতি । সেই সময় নকারি মোড় এলাকায় একটি আটাবোঝাই ট্রাক মোটরবাইকটিকে ধাক্কা মারে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর (Husband and wife died on the spot) । ছেলে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৷
আরও পড়ুন: চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় মৃত 1
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গাংনাপুর থানার পুলিশ (Ranaghat accident)। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেলেও, চালক পলাতক । স্থানীয়দের দাবি এদিন সকাল থেকেই ঘন কুয়াশা ছিল, খুব কাছে বস্তুও দেখা যাচ্ছিল না ৷ আর তার কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান । কুয়াশার কারণেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷