ETV Bharat / state

শান্তিপুরে হুল দিবসে মাতল আদিবাসীরা - NADIA

30 জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস। সিধু-কানহু, চাঁদ-ভৈরবের নেতৃত্বে সমগ্র আদিবাসী মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় তাঁদের । আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করল নদিয়ার শান্তিপুরের রামনগর চর ঝুমুরিয়া গ্রামের বাসিন্দারা ।

santipur
আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস পালন শান্তিপুরে
author img

By

Published : Jun 30, 2021, 11:14 PM IST

শান্তিপুর, 30 জুন: 30 জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস । সকাল থেকেই আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করল নদিয়ার শান্তিপুরের রামনগর চর ঝুমুরিয়া গ্রামের বাসিন্দারা । উল্লেখ্য, 1855 সালের 30 জুন, আদিবাসী সম্প্রদায়ের সিধু-কানহু, চাঁদ-ভৈরবের নেতৃত্বে সমগ্র আদিবাসী খেটে-খাওয়া সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল তাঁদের । এরপর 1857 সালে যখন ব্রিটিশ সরকারের অধীনস্থ সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পরে । সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কোল, সাঁওতাল, ভীম, মুণ্ডা, মাহাতোরাও এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন ।

তাদের লক্ষ্য ছিল দেশে স্বাধীনতা, সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে । এরপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা 30 জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে থাকে । ঠিক তেমনি আজ থেকে 15 বছর আগে শান্তিপুর রামনগর চর ঝুমুরিয়া গ্রামের 100টি আদিবাসী পরিবার উদযাপন করে হুল দিবস । বিশেষত এই দিনটিকে 'প্রতিবাদ দিবস' হিসেবে পালন করা হয় বলে জানায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ।

আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস পালন শান্তিপুরে

আরও পড়ুন: রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের পাশে বিজেপি বিধায়ক

বুধবার সকাল থেকেই শান্তিপুর ঝুমুরিয়া গ্রামে সিধু-কানহু, চাঁদ-ভৈরবের প্রতিচ্ছবিতে মাল্যদান করে আদিবাসী নৃত্যের সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে এই দিনটিকে উদযাপন করলেন আদিবাসী গ্রামের মানুষজন । তারা জানায়, অন্যান্য সম্প্রদায়ের থেকে আমরা হয়ত পিছিয়ে তবুও অল্প রোজগারের মধ্যে দিয়েও পরিবারের ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানেরক্ষেত্রেও পিছিয়ে নেই । সরকারি চাকরি ও বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত আমরা । তবুও, বেঁচে থাকার লড়াইয়ে থেমে থাকবো না । যদিও করোনা প্যানডেমিকের কারণে এবছর হুল দিবসটি নম-নম করেই উদযাপন করা হয় । প্রত্যেকেই মুখে মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আদিবাসী নৃত্যের সঙ্গে দিনটিকে উদযাপন করে ।

শান্তিপুর, 30 জুন: 30 জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস । সকাল থেকেই আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করল নদিয়ার শান্তিপুরের রামনগর চর ঝুমুরিয়া গ্রামের বাসিন্দারা । উল্লেখ্য, 1855 সালের 30 জুন, আদিবাসী সম্প্রদায়ের সিধু-কানহু, চাঁদ-ভৈরবের নেতৃত্বে সমগ্র আদিবাসী খেটে-খাওয়া সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল তাঁদের । এরপর 1857 সালে যখন ব্রিটিশ সরকারের অধীনস্থ সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পরে । সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কোল, সাঁওতাল, ভীম, মুণ্ডা, মাহাতোরাও এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন ।

তাদের লক্ষ্য ছিল দেশে স্বাধীনতা, সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে । এরপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা 30 জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে থাকে । ঠিক তেমনি আজ থেকে 15 বছর আগে শান্তিপুর রামনগর চর ঝুমুরিয়া গ্রামের 100টি আদিবাসী পরিবার উদযাপন করে হুল দিবস । বিশেষত এই দিনটিকে 'প্রতিবাদ দিবস' হিসেবে পালন করা হয় বলে জানায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ।

আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস পালন শান্তিপুরে

আরও পড়ুন: রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের পাশে বিজেপি বিধায়ক

বুধবার সকাল থেকেই শান্তিপুর ঝুমুরিয়া গ্রামে সিধু-কানহু, চাঁদ-ভৈরবের প্রতিচ্ছবিতে মাল্যদান করে আদিবাসী নৃত্যের সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে এই দিনটিকে উদযাপন করলেন আদিবাসী গ্রামের মানুষজন । তারা জানায়, অন্যান্য সম্প্রদায়ের থেকে আমরা হয়ত পিছিয়ে তবুও অল্প রোজগারের মধ্যে দিয়েও পরিবারের ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানেরক্ষেত্রেও পিছিয়ে নেই । সরকারি চাকরি ও বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত আমরা । তবুও, বেঁচে থাকার লড়াইয়ে থেমে থাকবো না । যদিও করোনা প্যানডেমিকের কারণে এবছর হুল দিবসটি নম-নম করেই উদযাপন করা হয় । প্রত্যেকেই মুখে মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আদিবাসী নৃত্যের সঙ্গে দিনটিকে উদযাপন করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.