ETV Bharat / state

চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার ফুলিয়ায়, পুলিশের জালে এক অভিযুক্ত

Adulterated Ghee Recovered: ভেজাল ঘিয়ের রমরমা নদিয়ায় ৷ একটি বাড়ি থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে শুক্রবার ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ ৷

adulterated ghee recovered
ভেজাল ঘি উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:01 PM IST

চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার ফুলিয়ায়

শান্তিপুর, 23 ডিসেম্বর: নদিয়ায় প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নদিয়ার ফুলিয়াতে ৷ গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি-সহ সরঞ্জাম । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর নাম পরিমল ঘোষ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে থেকে আগে থেকে খবর ছিল ৷ সেই অনুযায়ী গতকাল রাতে নদিয়ার ফুলিয়া এলাকায় পরিমল ঘোষ নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর সেখান থেকে উদ্ধার হয় 308টি লেভেল ছাড়া ঘি ও ঘি তৈরির সরঞ্জাম । যদিও প্রত্যেকটি টিনে প্রায় 15 কেজি করে সরঞ্জাম থাকে । তারপরেই বিপুল পরিমাণে ভেজাল ঘি -সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেফতার করে পুলিশ ৷ আজ তাঁকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে ।

এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল । তিনি বলেন, "বেশ কিছু দিন ধরে লাগাতার আমাদের অভিযান চলছে ৷ আর এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান । যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তাঁর নাম পরিমল ঘোষ ৷ এ সবই লেবেল ছাড়া ঘি ৷ এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে । গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হল । এই কারবার আরও কেউ চালাচ্ছে কি না ৷ তা জানার জন্য এখন থেকে লাগাতার এই অভিযান চলবে ৷"

আরও পড়ুন:

  1. প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে ভেজাল হলুদ তৈরি ! রাসায়নিকে বিপন্ন স্বাস্থ্য
  2. কারখানায় ইবির হানা, উদ্ধার লক্ষ লক্ষ টাকার ভেজাল মশলা
  3. শিলিগুড়িতে ভেজাল তারপিন তেল তৈরির কারখানায় হানা পুলিশের

চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার ফুলিয়ায়

শান্তিপুর, 23 ডিসেম্বর: নদিয়ায় প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নদিয়ার ফুলিয়াতে ৷ গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি-সহ সরঞ্জাম । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর নাম পরিমল ঘোষ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে থেকে আগে থেকে খবর ছিল ৷ সেই অনুযায়ী গতকাল রাতে নদিয়ার ফুলিয়া এলাকায় পরিমল ঘোষ নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর সেখান থেকে উদ্ধার হয় 308টি লেভেল ছাড়া ঘি ও ঘি তৈরির সরঞ্জাম । যদিও প্রত্যেকটি টিনে প্রায় 15 কেজি করে সরঞ্জাম থাকে । তারপরেই বিপুল পরিমাণে ভেজাল ঘি -সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেফতার করে পুলিশ ৷ আজ তাঁকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে ।

এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল । তিনি বলেন, "বেশ কিছু দিন ধরে লাগাতার আমাদের অভিযান চলছে ৷ আর এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান । যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তাঁর নাম পরিমল ঘোষ ৷ এ সবই লেবেল ছাড়া ঘি ৷ এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে । গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হল । এই কারবার আরও কেউ চালাচ্ছে কি না ৷ তা জানার জন্য এখন থেকে লাগাতার এই অভিযান চলবে ৷"

আরও পড়ুন:

  1. প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে ভেজাল হলুদ তৈরি ! রাসায়নিকে বিপন্ন স্বাস্থ্য
  2. কারখানায় ইবির হানা, উদ্ধার লক্ষ লক্ষ টাকার ভেজাল মশলা
  3. শিলিগুড়িতে ভেজাল তারপিন তেল তৈরির কারখানায় হানা পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.