ETV Bharat / state

High Drain Made Of Low Quality : হাইড্রেন ভেঙে লরি উলটে বিপত্তি

author img

By

Published : May 17, 2022, 8:40 PM IST

নদিয়ার শান্তিপুর থানার আলুর মাঠ এলাকায় হাইড্রেন ভেঙে গিয়ে উলটে যায় লরি (High Drain Made Of Low Quality) ৷ স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোটি টাকার প্রকল্পের হাইড্রেন তৈরি করেছেন জনপ্রতিনিধিরা ৷

High Drain Made Of Low Quality
হাইড্রেন ভেঙে লরি উলটে বিপত্তি

নদিয়া, 17 মে : হাইড্রেন ভেঙে গিয়ে উলটে গেল লরি ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আলুর মাঠ এলাকায় । কাটমানি নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কোটি টাকার প্রকল্পের হাইড্রেন তৈরি করেছেন জনপ্রতিনিধিরা, দাবি এলাকাবাসীর (High Drain Made Of Low Quality)। সঠিক নিয়মে কাজ হয়েছে পালটা দাবি পৌরসভার ।

জানা যায়, ওই এলাকার দালাল পাড়া লেন সংলগ্ন রাস্তায় প্রায় এক কিলোমিটার লম্বা একটি হাইড্রেন তৈরি হয়েছে । শান্তিপুর পৌরসভার নিকাশি ব্যবস্থা বরাবরই খারাপ । সেই কারণেই সরকারের প্রকল্পে পৌরসভার তত্ত্বাবধানে রাস্তার মাঝখান দিয়ে একটি হাইড্রেন তৈরি করা হয়েছে ওই এলাকায় । জানা গিয়েছে, মঙ্গলবার একটি বালিবোঝাই লরি আসছিল ওই রাস্তা দিয়ে । কিন্তু হাইড্রেন হঠাৎ ভেঙে গিয়ে লরিটি উল্টে যায় । এলাকার দাবি যারা কন্ট্রাক্ট নিয়ে হাইড্রেন তৈরি করেছিলেন ঠিকমতো তৈরি করেননি ৷ পাশাপাশি ইঞ্জিনিয়াররা দাবি করেছিলেন এই রাস্তা দিয়ে প্রায় 80 জনের গাড়ি যাতায়াত করতে পারবে । বাস্তবে দেখা যাচ্ছে, একটি গাড়িতেই হাইড্রেন ভেঙ্গে গিয়ে গাড়ি উলটে গিয়েছে । এর পাশাপাশি স্থানীয়রা অভিযোগ করেন মূলত টাকার দুর্নীতি করে নিম্নমানের সামগ্রী দিয়ে এই হাইড্রেন তৈরি করা হয়েছে । সেই কারণেই এই দুর্ঘটনা ৷

হাইড্রেন ভেঙে লরি উলটে বিপত্তি

আরও পড়ুন : বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে বাস, মৃত 2

সিপিআইএম নেতা সৌমেন মাহাতো বলেন, "শাসকদলের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি নেতার দুর্নীতিগ্রস্ত।" যদিও তাদের দাবি উড়িয়ে দিয়েছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ । তিনি বলেন, "সম্পূর্ণ নিয়ম মেনেই ওই হাইড্রেনটি তৈরি করা হয়েছে । এর সঙ্গে কোনও দুর্নীতির সম্পর্ক নেই । তবে বালির গাড়িতে অতিরিক্ত ওজন হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে ।" পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

নদিয়া, 17 মে : হাইড্রেন ভেঙে গিয়ে উলটে গেল লরি ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আলুর মাঠ এলাকায় । কাটমানি নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কোটি টাকার প্রকল্পের হাইড্রেন তৈরি করেছেন জনপ্রতিনিধিরা, দাবি এলাকাবাসীর (High Drain Made Of Low Quality)। সঠিক নিয়মে কাজ হয়েছে পালটা দাবি পৌরসভার ।

জানা যায়, ওই এলাকার দালাল পাড়া লেন সংলগ্ন রাস্তায় প্রায় এক কিলোমিটার লম্বা একটি হাইড্রেন তৈরি হয়েছে । শান্তিপুর পৌরসভার নিকাশি ব্যবস্থা বরাবরই খারাপ । সেই কারণেই সরকারের প্রকল্পে পৌরসভার তত্ত্বাবধানে রাস্তার মাঝখান দিয়ে একটি হাইড্রেন তৈরি করা হয়েছে ওই এলাকায় । জানা গিয়েছে, মঙ্গলবার একটি বালিবোঝাই লরি আসছিল ওই রাস্তা দিয়ে । কিন্তু হাইড্রেন হঠাৎ ভেঙে গিয়ে লরিটি উল্টে যায় । এলাকার দাবি যারা কন্ট্রাক্ট নিয়ে হাইড্রেন তৈরি করেছিলেন ঠিকমতো তৈরি করেননি ৷ পাশাপাশি ইঞ্জিনিয়াররা দাবি করেছিলেন এই রাস্তা দিয়ে প্রায় 80 জনের গাড়ি যাতায়াত করতে পারবে । বাস্তবে দেখা যাচ্ছে, একটি গাড়িতেই হাইড্রেন ভেঙ্গে গিয়ে গাড়ি উলটে গিয়েছে । এর পাশাপাশি স্থানীয়রা অভিযোগ করেন মূলত টাকার দুর্নীতি করে নিম্নমানের সামগ্রী দিয়ে এই হাইড্রেন তৈরি করা হয়েছে । সেই কারণেই এই দুর্ঘটনা ৷

হাইড্রেন ভেঙে লরি উলটে বিপত্তি

আরও পড়ুন : বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে বাস, মৃত 2

সিপিআইএম নেতা সৌমেন মাহাতো বলেন, "শাসকদলের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি নেতার দুর্নীতিগ্রস্ত।" যদিও তাদের দাবি উড়িয়ে দিয়েছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ । তিনি বলেন, "সম্পূর্ণ নিয়ম মেনেই ওই হাইড্রেনটি তৈরি করা হয়েছে । এর সঙ্গে কোনও দুর্নীতির সম্পর্ক নেই । তবে বালির গাড়িতে অতিরিক্ত ওজন হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে ।" পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.