ETV Bharat / state

Hanskhali Rape : হুমকি দেননি, দাবি হাঁসখালি-কাণ্ডে নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়া মহিলার - Did Not Threaten The Family Says Lady Who Rescued Mionr Girl

নাবালিকাকে রাস্তায় দেখতে পেয়েছিলেন ৷ অসুস্থ বলায় বাড়ি পৌঁছে দিয়েছিলেন ৷ কিন্তু, নাবালিকা বা তার পরিবারকে হুমকি দেননি তিনি (Did Not Threaten The Family Says Lady Who Rescued Minor Girl) ৷ জানালেন হাঁসখালি-কাণ্ডে নাবালিকাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া মহিলা ৷

Hanskhali Rape
Hanskhali Rape
author img

By

Published : Apr 11, 2022, 5:09 PM IST

Updated : Apr 11, 2022, 5:49 PM IST

হাঁসখালি, 11 এপ্রিল : মেয়েটি রাস্তায় একাই বসে ছিল ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে শারীরিক অসুস্থতার কথা বলে ৷ তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসার অনুরোধ করে। এর পরই সেদিন রাতে ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু কোনওরকম হুমকি দেওয়া হয়নি (Did Not Threaten The Family Says Lady Who Rescued Minor Girl) ৷ হাঁসখালির ধর্ষণ-কাণ্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করলেন এলাকারই বাসিন্দা পলি বিশ্বাস ৷

নদিয়ার হাঁসখালি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ৷ ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে ওই নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ পেয়ে ঘটনার প্রায় পাঁচদিন পর অভিযুক্ত সোহেল গোয়ালীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ওই দিন রাতে বেশ কয়েকজন মহিলা এসে পরিবারকে হুমকি দেন ৷ বলা হয় ওই ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ৷

হুমকি দেননি, জানালেন হাঁসখালিকাণ্ডে নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়া মহিলা

আরও পড়ুন : Hanskhali Rape : "আমি কিছু জানি না", দাবি ধর্ষণে অভিযুক্ত সোহেলের

যদিও যে মহিলা নাবালিকাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তাঁর বক্তব্য কোনওভাবেই হুমকি দেওয়া হয়নি বরং তাকে সাহায্য করা হয়েছিল ৷ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা পলি বিশ্বাস জানান, সেদিন তিনি সন্ধ্যাবেলা মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ রাস্তার পাশে সন্দেহজনকভাবে ওই নাবালিকা একাই বসে ছিল ৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শারীরিক অসুস্থতার কথা জানায় ৷ বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য অনুরোধ করে সে ৷ এর পরেই বেশ কয়েকজন মিলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ তিনি বলেন, ‘‘যেটা বলা হচ্ছে ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়া পর হুমকি দেখানো হয়েছে, তা পুরোপুরি মিথ্যা ৷’’

হাঁসখালি, 11 এপ্রিল : মেয়েটি রাস্তায় একাই বসে ছিল ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে শারীরিক অসুস্থতার কথা বলে ৷ তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসার অনুরোধ করে। এর পরই সেদিন রাতে ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু কোনওরকম হুমকি দেওয়া হয়নি (Did Not Threaten The Family Says Lady Who Rescued Minor Girl) ৷ হাঁসখালির ধর্ষণ-কাণ্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করলেন এলাকারই বাসিন্দা পলি বিশ্বাস ৷

নদিয়ার হাঁসখালি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ৷ ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে ওই নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ পেয়ে ঘটনার প্রায় পাঁচদিন পর অভিযুক্ত সোহেল গোয়ালীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ওই দিন রাতে বেশ কয়েকজন মহিলা এসে পরিবারকে হুমকি দেন ৷ বলা হয় ওই ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ৷

হুমকি দেননি, জানালেন হাঁসখালিকাণ্ডে নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়া মহিলা

আরও পড়ুন : Hanskhali Rape : "আমি কিছু জানি না", দাবি ধর্ষণে অভিযুক্ত সোহেলের

যদিও যে মহিলা নাবালিকাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তাঁর বক্তব্য কোনওভাবেই হুমকি দেওয়া হয়নি বরং তাকে সাহায্য করা হয়েছিল ৷ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা পলি বিশ্বাস জানান, সেদিন তিনি সন্ধ্যাবেলা মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ রাস্তার পাশে সন্দেহজনকভাবে ওই নাবালিকা একাই বসে ছিল ৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শারীরিক অসুস্থতার কথা জানায় ৷ বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য অনুরোধ করে সে ৷ এর পরেই বেশ কয়েকজন মিলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ তিনি বলেন, ‘‘যেটা বলা হচ্ছে ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়া পর হুমকি দেখানো হয়েছে, তা পুরোপুরি মিথ্যা ৷’’

Last Updated : Apr 11, 2022, 5:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.