ETV Bharat / state

Hanskhali Gangrape Case : হাঁসখালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি

author img

By

Published : Apr 29, 2022, 8:44 PM IST

প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে (hanskhali rape accused father samarendra gowali) ৷

Hanskhali Gangrape Case
Hanskhali Gangrape Case

হাঁসখালি, 29 এপ্রিল : ছেলে আগেই শ্রীঘরে গিয়েছিল ৷ এবার হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই ৷ প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গণধর্ষণ কাণ্ডে বেশ কয়েকদিন ধরে সমরেন্দ্র গয়ালিকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই (Hanskhali rape accused father Samarendra Gowali) ৷ জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই নিয়ে হাঁসখালি কাণ্ডে মোট আটজন গ্রেফতার হল ৷

গত 4 এপ্রিল অর্থাৎ গণধর্ষণের রাত থেকেই বেপাত্তা ছিলেন মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ৷ প্রথমদিকে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত সমর গয়ালির বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতেও ভয় পাচ্ছিলেন ৷ অবশেষে গত বৃহস্পতিবার সিবিআই প্রতিনিধিদল তাঁকে মেয়ের বাড়ি থেকে আটক করে কৃষ্ণনগরে সিবিআই অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে । সেখানেই লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ জিজ্ঞাসাবাদের পর সেদিন সমর গয়ালিকে ছেড়ে দিয়েছিল সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন : Mamata on Police Negligence : হাঁসখালি ও বগটুইয়ের ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের দায় পুলিশের ঘাড়ে চাপালেন মমতা

তবে এদিন ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু প্রশ্নের উত্তরে বেশ কিছু অসঙ্গতি থাকায় মূল অভিযুক্তের বাবাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গত 24 এপ্রিল এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করে সিবিআই ৷ নাবালিকার দেহ দাহ করতে পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ধৃত 3 জনের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ লোপাট, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই ।

হাঁসখালি, 29 এপ্রিল : ছেলে আগেই শ্রীঘরে গিয়েছিল ৷ এবার হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই ৷ প্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা ও নির্যাতিতার পরিবারকে হুমকি-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গণধর্ষণ কাণ্ডে বেশ কয়েকদিন ধরে সমরেন্দ্র গয়ালিকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই (Hanskhali rape accused father Samarendra Gowali) ৷ জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই নিয়ে হাঁসখালি কাণ্ডে মোট আটজন গ্রেফতার হল ৷

গত 4 এপ্রিল অর্থাৎ গণধর্ষণের রাত থেকেই বেপাত্তা ছিলেন মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ৷ প্রথমদিকে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত সমর গয়ালির বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতেও ভয় পাচ্ছিলেন ৷ অবশেষে গত বৃহস্পতিবার সিবিআই প্রতিনিধিদল তাঁকে মেয়ের বাড়ি থেকে আটক করে কৃষ্ণনগরে সিবিআই অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে । সেখানেই লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ জিজ্ঞাসাবাদের পর সেদিন সমর গয়ালিকে ছেড়ে দিয়েছিল সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন : Mamata on Police Negligence : হাঁসখালি ও বগটুইয়ের ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের দায় পুলিশের ঘাড়ে চাপালেন মমতা

তবে এদিন ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু প্রশ্নের উত্তরে বেশ কিছু অসঙ্গতি থাকায় মূল অভিযুক্তের বাবাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গত 24 এপ্রিল এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করে সিবিআই ৷ নাবালিকার দেহ দাহ করতে পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ধৃত 3 জনের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ লোপাট, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.